মুম্বই, 18 জানুয়ারি : সোমবার 21 তম বিবাহবার্ষিকী পালন করলেন বলিউড 'খিলাড়ি' কুমার অক্ষয় এবং বিউটি কুইন টুইঙ্কল খান্না (Akshay and Twinkle celebrate their 21st Anniversary) ৷ দীর্ঘ দাম্পত্য় জীবনের এই বিশেষ মোড়ে দুজনেই যে যার মত করে শুভেচ্ছা জানিয়েছেন একে অপরকে ৷ একদিকে যেমন টুইঙ্কলের পোস্ট ঘিরে রীতিমত হাসির রোল পড়েছে স্যোশাল মিডিয়ায় তেমনি আবার অক্ষয়ের লেখা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের ৷ দ্যাম্পত্য জীবনের রসায়ন কিভাবে বদলে গিয়েছে এই 21 বছরে তারই কিছুটা নিজের লেখায় তুলে ধরেছেন টুইঙ্কেল ৷
নেটিজেনদের উদ্দেশে অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কেল এই বিশেষ দিনে তাঁদের একটি কথপোকথন সামনে এনেছেন ৷ যেখানে তিনি অক্ষয়কে প্রথমেই বলেন, "তুমি কী জান, এখন যদি তোমার সঙ্গে কোনও পার্টিতে দেখা হত আমি তোমার সঙ্গে কথাই বলতাম না ৷ " তাতে অক্ষয়ের জবাব, "আমি কিন্তু অবশ্য়ই তোমার সঙ্গে কথা বলতাম ৷"
এরপর অভিনেত্রী জানতে চেয়েছেন, "কেন কথা বলতে তা ভেবে আমি অবশ্য় মোটেই আশ্চর্য হচ্ছি না , নিশ্চয়ই ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতে আমাকে?" আর এরপর অক্ষয় যে জবাব দিয়েছেন তা রীতিমত হাসির রোল তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ কারণ অক্ষয় বলেন, "না, আমি বলতাম বউদি, দাদা কেমন আছেন? বাচ্চারা ভাল আছে তো? আচ্ছা নমস্কার ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
নিজের ছোট্ট কথোপকথনের টুকরোটির সঙ্গে মানানসই একটি ছবিও শেয়ার করেছিলেন টুইঙ্কল, যেখানে দেখা যায় মুখোমুখি বসে কথা বলছেন এই বলি দম্পতি ৷ বলাই বাহুল্য় এর পুরোটাই ছিল টুইঙ্কলের মস্তিষ্ক প্রসূত ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : 18 বছরের সম্পর্কে ইতি, ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা ধনুষের
তবে একই সঙ্গে আবেগী পোস্টে নিজেদের বিবাহ বার্ষিকীর দিনটিকে স্মরণ করলেন অক্ষয় কুমারও ৷ ইনস্টাগ্রামে টুইঙ্কলের সঙ্গে মুখোমুখি বসা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "21 বছর হয়ে গেল আমার বিবাহ বন্ধনে বাঁধা পড়েছি কিন্তু এখনও মনে হয় আজই ওর সঙ্গে পরিচয় হল ৷ ধন্যবাদ জীবনের প্রতিটা দিনকে প্রথম দিনের মত করে তোলার জন্য় ৷ হ্যাপি অ্যানিভার্সারি টিনা ৷" প্রসঙ্গত তাঁদের দুই পুত্র-কন্যাকে নিয়ে বর্তমানে রণথাম্বোরে ছুটি কাটাচ্ছেন এই বলি দম্পতি ৷