ETV Bharat / sitara

Ajay Devgn teases Singham 3: আসছে সিংঘম 3 ? অজয়ের ভিডিয়োয় ইঙ্গিত পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা - সিংঘম থ্রিতে অজয় দেবগণ

এবার আসছে সিংঘম থ্রি (Singham 3)? অজয় দেবগনের (Ajay Devgn teases Singham 3) সাম্প্রতিক পোস্টে এমনই ইঙ্গিত পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৷

Ajay Devgn latest news
থাম্বনেইল
author img

By

Published : Feb 13, 2022, 4:15 PM IST

মুম্বই, 13 ফেব্রুয়ারি: এবার কি তবে আসতে চলেছে সিংঘম থ্রি (Singham 3)? রবি-সকালে নিজের ইনস্টা পোস্টে সে রকমই ইঙ্গিত দিলেন বলিউডের সিংঘম স্টার অজয় দেবগন (Ajay Devgn on Singham 3) ৷ আর তাঁর সেই পোস্ট দেখে আহ্লাদে আটখানা তাঁর ভক্তরা ৷

আজ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অজয় ৷ সেই ভিডিয়োতে কয়েকটি প্রশ্ন করা হচ্ছে তাঁকে ৷ থাকছে দুটো অপশন ৷ জবাব দিচ্ছেন অজয় ৷ এভাবেই পরপর বেশ কয়েকটি প্রশ্নের মধ্যে হঠাৎই প্রশ্ন আসে, "আপনি কি একটি ফিল্মের রিমেক করবেন নাকি সিক্য়ুয়েল বানাবেন ?" মজার ব্যাপার হল, এই প্রশ্নের জবাবে অজয় জানান, তিনি সিক্যুয়েল বানাবেন ৷ সেই সময়ই হাতের তিনটি আঙুল তুলে কিছু ইঙ্গিত করেন অভিনেতা ৷ আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল সিংঘমের ট্র্যাক (Ajay Devgn teases Singham 3) ৷ এর থেকেই দুয়ে দুয়ে চার করে নিয়েছেন তাঁর ভক্তরা ৷ দ্রুত ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো ৷ ভক্তদের ধারণা, অজয় এটাই বলতে চেয়েছেন যে, তিনি খুব শিগগিরই সিংঘম থ্রি উপহার দেবেন ৷

আরও পড়ুন: Ajay Devgn completes 30 years in films: ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের

এই ভিডিয়ো দেখে আপ্লুত এক ভক্ত লিখেছেন, "ওহ মাই গড ! আপনি এখনই এটা প্রকাশ করলেন যে সিংঘম থ্রি আসতে চলেছে ?" আর একজন লিখেছেন, "আপনি আবারও সিংঘম নিয়ে ফিরছেন ?"

তামিল ফিল্ম সিংঘমের রিমেক করেছিলেন রোহিত শেট্টি ৷ দক্ষিণী ভার্সানে ছিলেন সুরিয়া ৷ আর 2011 সালের হিন্দি সিংঘমে বলিউডে সাড়া ফেলে দেন অজয় দেবগন (Ajay Devgn latest news) ৷ এরপর 2014 সালে মুক্তি পাওয়া সিংঘম রিটার্নসও বেশ ভালই উপভোগ করেছিলেন দর্শকরা ৷ এবার তাই অজয়ের ইঙ্গিতের পর সিংঘম থ্রিয়ের জন্য শুরু হল অধীর অপেক্ষা ৷

আরও পড়ুন: ট্রেলারেই বাজিমাৎ ভূজের, অজয়ের ফিল্ম শোনাবে 71-এর যুদ্ধজয়ের গল্প

মুম্বই, 13 ফেব্রুয়ারি: এবার কি তবে আসতে চলেছে সিংঘম থ্রি (Singham 3)? রবি-সকালে নিজের ইনস্টা পোস্টে সে রকমই ইঙ্গিত দিলেন বলিউডের সিংঘম স্টার অজয় দেবগন (Ajay Devgn on Singham 3) ৷ আর তাঁর সেই পোস্ট দেখে আহ্লাদে আটখানা তাঁর ভক্তরা ৷

আজ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অজয় ৷ সেই ভিডিয়োতে কয়েকটি প্রশ্ন করা হচ্ছে তাঁকে ৷ থাকছে দুটো অপশন ৷ জবাব দিচ্ছেন অজয় ৷ এভাবেই পরপর বেশ কয়েকটি প্রশ্নের মধ্যে হঠাৎই প্রশ্ন আসে, "আপনি কি একটি ফিল্মের রিমেক করবেন নাকি সিক্য়ুয়েল বানাবেন ?" মজার ব্যাপার হল, এই প্রশ্নের জবাবে অজয় জানান, তিনি সিক্যুয়েল বানাবেন ৷ সেই সময়ই হাতের তিনটি আঙুল তুলে কিছু ইঙ্গিত করেন অভিনেতা ৷ আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল সিংঘমের ট্র্যাক (Ajay Devgn teases Singham 3) ৷ এর থেকেই দুয়ে দুয়ে চার করে নিয়েছেন তাঁর ভক্তরা ৷ দ্রুত ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো ৷ ভক্তদের ধারণা, অজয় এটাই বলতে চেয়েছেন যে, তিনি খুব শিগগিরই সিংঘম থ্রি উপহার দেবেন ৷

আরও পড়ুন: Ajay Devgn completes 30 years in films: ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের

এই ভিডিয়ো দেখে আপ্লুত এক ভক্ত লিখেছেন, "ওহ মাই গড ! আপনি এখনই এটা প্রকাশ করলেন যে সিংঘম থ্রি আসতে চলেছে ?" আর একজন লিখেছেন, "আপনি আবারও সিংঘম নিয়ে ফিরছেন ?"

তামিল ফিল্ম সিংঘমের রিমেক করেছিলেন রোহিত শেট্টি ৷ দক্ষিণী ভার্সানে ছিলেন সুরিয়া ৷ আর 2011 সালের হিন্দি সিংঘমে বলিউডে সাড়া ফেলে দেন অজয় দেবগন (Ajay Devgn latest news) ৷ এরপর 2014 সালে মুক্তি পাওয়া সিংঘম রিটার্নসও বেশ ভালই উপভোগ করেছিলেন দর্শকরা ৷ এবার তাই অজয়ের ইঙ্গিতের পর সিংঘম থ্রিয়ের জন্য শুরু হল অধীর অপেক্ষা ৷

আরও পড়ুন: ট্রেলারেই বাজিমাৎ ভূজের, অজয়ের ফিল্ম শোনাবে 71-এর যুদ্ধজয়ের গল্প

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.