ETV Bharat / sitara

'আহারে' নিয়ে সিঙ্গাপুর থেকে খুশির খবর দিলেন ঋতুপর্ণা

এশিয়ার 25টি খাবারের ছবির মধ্যে জায়গা করে নিল ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত ও অভিনীত এবং রঞ্জন ঘোষ পরিচালিত 'আহারে' ছবিটি । লিস্টিং করেছে এশিয়ান মুভি পালস ।

sf
sdf
author img

By

Published : Apr 25, 2020, 3:46 PM IST

Updated : Apr 25, 2020, 8:11 PM IST

কলকাতা : এশিয়ার 25টি খাবারের ছবির মধ্যে জায়গা করে নিল ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত ও অভিনীত এবং রঞ্জন ঘোষ পরিচালিত 'আহারে' ছবিটি । লিস্টিং করেছে এশিয়ান মুভি পালস । একটি বাংলা ছবির ক্ষেত্রে এটা একটা বিরাট পাওনা । এই 25টি ছবির তালিকায় রয়েছে অং লি'র 'ইট ড্রিঙ্ক ম্যান ওম্যান' কিংবা জুজো ইতামির 'তামপোপো'-র মতো একাধিক ছবি । এই খবর পেয়ে খুবই খুশি ঋতুপর্ণা ।

fg
.

ETV ভারত সিতারাকে ঋতুপর্ণা বলেন, "এশিয়ায় খাবারকে কেন্দ্র করে যে 25টি ছবি তৈরি হয়েছে তার মধ্যে 'আহারে' অন্যতম । এটা আমাদের কাছে খুবই গর্বের । 'আহারে' নিয়ে আমরা সারা পৃথিবীতে বহু জায়গায় ট্রাভেল করেছি । অনেক পুরস্কারও পেয়েছি । আমাদের কাছে এটা খুবই সম্মানের । আমার পুরো টিমকে এর জন্য অনেক ধন্যবাদ । বিশেষ করে আমাদের পরিচালক রঞ্জন ঘোষকে । খাবার মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় । মানুষের ছবিটা ভালো লেগেছে । সারা এশিয়াতে এই ছবিটা নিয়ে যে কথা হয়েছে, এটা আমাদের কাছে গর্বের । যদিও এই সময়টা খুবই অস্থির, মানুষের খাওয়া নিয়ে অনেক সমস্যা চলছে । তাও আমাদের ছবিটা পুরস্কার পেয়েছে । আমরা তো সকলের জন্যই এই ছবিটা বানিয়েছি । মানুষকে ভালোবেসে, খাবারকে ভালোবেসে । আমি সবাইকে অনুরোধ করব যে খাবার কখনই নষ্ট করবেন না । এই সময় আমাদের খাবার নিয়ে যথেষ্ট সচেতন থাকা উচিত, সম্মান করুন এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা খাবার যে পাচ্ছি, সেটা অবজ্ঞা করবেন না ।"

sdf
.

এই খবরে স্বাভাবিকভাবেই খুশি পরিচালক রঞ্জন ঘোষ। আমাদের বলেন, "এশিয়ায় খাবারের উপর যে 25টি ভালো ছবি হয়েছে, তার মধ্যে রয়েছে অং লির 'ইট, ড্রিঙ্ক ম্যান ওম্যান' বা 'তামপোপো'। এরকম আরও অসাধারণ কিছু ছবি রয়েছে । যেই ছবিগুলো আমি ফিল্ম স্কুলে পড়েছিলাম । আমাদের ফুড ফিল্ম হিসেবে পড়ানো হয়েছিল এবং ছবিগুলো নিয়ে আমরা অ্যানালিসিসও করেছিলাম । সেই সব ছবির সঙ্গে যে 'আহারে' থাকতে পেরেছে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এবং আমার পুরো টিমের কাছে খুব বড় বিষয় । ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ, আমি, পরাণদা, আমাদের সব অভিনেতা, কলাকুশলী, ডিওপি হরি নায়ার, আর্টে নাফিসা, এডিটর রবিরঞ্জন মৈত্র, অনিন্দিত, অদিপ, মিউজ়িকে বিনীতরঞ্জন, গানে স্যাভি, প্রত্যেকের কাছে এটা খুব বড় একটা পাওনা । আমরা খুবই খুশি । মনে হচ্ছে এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে, মানুষ ছবিটাকে গ্রহণ করেছে ।"

sdf
.

কলকাতা : এশিয়ার 25টি খাবারের ছবির মধ্যে জায়গা করে নিল ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত ও অভিনীত এবং রঞ্জন ঘোষ পরিচালিত 'আহারে' ছবিটি । লিস্টিং করেছে এশিয়ান মুভি পালস । একটি বাংলা ছবির ক্ষেত্রে এটা একটা বিরাট পাওনা । এই 25টি ছবির তালিকায় রয়েছে অং লি'র 'ইট ড্রিঙ্ক ম্যান ওম্যান' কিংবা জুজো ইতামির 'তামপোপো'-র মতো একাধিক ছবি । এই খবর পেয়ে খুবই খুশি ঋতুপর্ণা ।

fg
.

ETV ভারত সিতারাকে ঋতুপর্ণা বলেন, "এশিয়ায় খাবারকে কেন্দ্র করে যে 25টি ছবি তৈরি হয়েছে তার মধ্যে 'আহারে' অন্যতম । এটা আমাদের কাছে খুবই গর্বের । 'আহারে' নিয়ে আমরা সারা পৃথিবীতে বহু জায়গায় ট্রাভেল করেছি । অনেক পুরস্কারও পেয়েছি । আমাদের কাছে এটা খুবই সম্মানের । আমার পুরো টিমকে এর জন্য অনেক ধন্যবাদ । বিশেষ করে আমাদের পরিচালক রঞ্জন ঘোষকে । খাবার মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় । মানুষের ছবিটা ভালো লেগেছে । সারা এশিয়াতে এই ছবিটা নিয়ে যে কথা হয়েছে, এটা আমাদের কাছে গর্বের । যদিও এই সময়টা খুবই অস্থির, মানুষের খাওয়া নিয়ে অনেক সমস্যা চলছে । তাও আমাদের ছবিটা পুরস্কার পেয়েছে । আমরা তো সকলের জন্যই এই ছবিটা বানিয়েছি । মানুষকে ভালোবেসে, খাবারকে ভালোবেসে । আমি সবাইকে অনুরোধ করব যে খাবার কখনই নষ্ট করবেন না । এই সময় আমাদের খাবার নিয়ে যথেষ্ট সচেতন থাকা উচিত, সম্মান করুন এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা খাবার যে পাচ্ছি, সেটা অবজ্ঞা করবেন না ।"

sdf
.

এই খবরে স্বাভাবিকভাবেই খুশি পরিচালক রঞ্জন ঘোষ। আমাদের বলেন, "এশিয়ায় খাবারের উপর যে 25টি ভালো ছবি হয়েছে, তার মধ্যে রয়েছে অং লির 'ইট, ড্রিঙ্ক ম্যান ওম্যান' বা 'তামপোপো'। এরকম আরও অসাধারণ কিছু ছবি রয়েছে । যেই ছবিগুলো আমি ফিল্ম স্কুলে পড়েছিলাম । আমাদের ফুড ফিল্ম হিসেবে পড়ানো হয়েছিল এবং ছবিগুলো নিয়ে আমরা অ্যানালিসিসও করেছিলাম । সেই সব ছবির সঙ্গে যে 'আহারে' থাকতে পেরেছে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এবং আমার পুরো টিমের কাছে খুব বড় বিষয় । ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ, আমি, পরাণদা, আমাদের সব অভিনেতা, কলাকুশলী, ডিওপি হরি নায়ার, আর্টে নাফিসা, এডিটর রবিরঞ্জন মৈত্র, অনিন্দিত, অদিপ, মিউজ়িকে বিনীতরঞ্জন, গানে স্যাভি, প্রত্যেকের কাছে এটা খুব বড় একটা পাওনা । আমরা খুবই খুশি । মনে হচ্ছে এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে, মানুষ ছবিটাকে গ্রহণ করেছে ।"

sdf
.
Last Updated : Apr 25, 2020, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.