কলকাতা : 'ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন'-এর সাংবাদিক বৈঠক হয় যেদিন, সেদিনই আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় এই প্রতিষ্ঠানের। সেদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, বিজেপির রাজ্য প্রেসিডেন্ট এবং সাংসদ দিলীপ ঘোষ। কিন্তু আজ প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে জানা গেল, ইস্টান ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশনের প্রেসিডেন্ট অগ্নিমিত্রা নন, তিনি বৈদ্য দে। অগ্নিমিত্রা যেদিন সাংবাদিক বৈঠক করেন সেদিন রেজিস্ট্রেশনের আইনি কপি আসেনি এই কনফেডারেশনের কাছে। আইনি কাগজপত্র ছাড়া কীভাবে অগ্নিমিত্রা নিজেকে সংস্থার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিলেন এবং কেনই বা ভারতীয় জনতা পার্টির হয়ে দিলীপ ঘোষ সেই বৈঠকে উপস্থিত ছিলেন, তা নিয়ে নানারকম প্রশ্ন তোলা হয়েছে।
শঙ্কুদেব বলেন, তাঁদের সংস্থা বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ সার্বিকভাবেই চলচ্চিত্র জগতের কর্মঠ মানুষের পাশে আছেন। সকলে যাতে ঠিকমতো বেতন পায়, যাতে সকলে এসে এক হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, তার জন্য়ই এই সংস্থা তৈরি করা হয়েছে। তিনি এও বলেন, এই কাজে যেই পাশে এসে দাঁড়াবেন, তিনি ভিন্ন রাজনৈতিক দলের হলেও, জায়গা পেতে অসুবিধা হবে না।
ETV ভারত সিতারাকে বৈদ্য দে সাফ জানিয়ে দিয়েছেন, "অগ্নিমিত্রা পালকে আমি চিনি না। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশনের সঙ্গে অগ্নিমিত্রা পালের কোনও সম্পর্ক নেই। সেদিনের উদ্বোধন পুরোটাই আমার অগোচরে হয়েছে।"
কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছেন যেই ব্যক্তি, তিনি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর উপস্থিতি একটাই প্রশ্ন তুলছে, তিনি কেন উপস্থিত ছিলেন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল ফেডারেশনের সূচনা অনুষ্ঠানে? তাহলে কি না জেনেই... উত্তরে বলা হচ্ছে, তিনি নেহাতই ব্যক্তিগত আমন্ত্রণে গিয়েছিলেন। দলের হয়ে নয়।