মুম্বই, 15 অক্টোবর: তাঁর উপর নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছিলেন হাই-প্রোফাইল ক্রুজের মাদক মামলার তদন্তের (Drug Case) নেতৃত্বে থাকা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (NCB) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)৷ তার জেরে এ বার তাঁর নিরাপত্তা আরও জোরদার করল মুম্বই পুলিশ ৷
ওয়াংখেড়ের অভিযোগ ছিল, তাঁকে অনুসরণ করতে করতে কবরস্থান পর্যন্ত চলে যান ওশিওয়ারা পুলিশ স্টেশনের দু'জন কর্মী ৷ প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজও দাখিল করেছিলেন এনসিবি কর্তা ৷ 2015 সালে তাঁর মা মারা গিয়েছেন ৷ তারপর থেকে মাঝেমধ্যে কবরস্থানে যান সমীর ৷ থানায় অভিযোগ করার পর এই নিয়ে মহারাষ্ট্রের ডিজি সঞ্জয় পাণ্ডের সঙ্গে দেখা করেন সমীর ওয়াংখেড়ে ৷ জানান, তাঁকে অনুসরণ করা হচ্ছে ৷ এরপরই তাঁর বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ একজন বন্দুকধারী ও তিনজন সাধারণ পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে শীর্ষ আইআরএস অফিসারের নিরাপত্তায় ৷
আরও পড়ুন: Sameer Wankhede: এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের গতিবিধিতে নজরদারি মুম্বই পুলিশের !
আগে তিনি যে গাড়িটি ব্যবহার করতেন, সেটি বদলে একটি এসইউভি দেওয়া হয়েছে ৷ দক্ষিণ মুম্বইয়ে বালার্ড এস্টেটের এনসিবি অফিসের বাইরেও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে ৷ মুম্বইয়ের যে ক্রুজ থেকে আরিয়ান খান (Aryan Khan)-সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই ক্রুজ থেকে উদ্ধার হওয়া বেআইনি মাদকের বিষয়ে তদন্তে নেমেছে টিম ওয়াংখেড়ে ৷
আরও পড়ুন: Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে
শীর্ষ এনসিবি কর্তা তাঁর উপর নজরদারি চালানোর অভিযোগ আনার পরই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে দাবি করেন, মহারাষ্ট্র সরকার, পুলিশ বা অন্য কোনও সংস্থাকে ওয়াংখেড়ের উপর নজরদারি চালাতে বলেনি ৷ ক্রুজের মামলা ছাড়াও গত বছর প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মামলারও তদন্ত করছেন সমীর ওয়াংখেড়ে ৷
আরও পড়ুন: Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র