বেঙ্গালুরু, 22 অক্টোবর: বলিউডের অভিনেতা আমির খানের একটি বিজ্ঞাপন (Aamir Khan Ad) নিয়ে আপত্তি তুললেন বিজেপি সাংসদ (BJP MP) অনন্তকুমার হেগড়ে (Anantkumar Hegde) ৷ টায়ার কোম্পানি সিয়েট লিমিটেডের ওই বিজ্ঞাপনে রাস্তায় বাজি না-ফাটানোর পরামর্শ দিতে দেখা গিয়েছে আমিরকে ৷ এই বিজ্ঞাপন হিন্দুদের মধ্যে অস্থিরতা (Hindu Sentiment) তৈরি করেছে বলে অভিযোগ জানিয়ে সিয়েটকে একটি চিঠি লিখেছেন সাংসদ ৷ তাঁর দাবি, রাস্তা আটকে নমাজ পড়া ও আজানের সময় মসজিদ সংলগ্ন এলাকার শোরগোল থামাতেও উদ্যোগ নিক এই টায়ার কোম্পানি ৷
কোম্পানির এমডি তথা সিইও অনন্ত বর্ধন গোয়েঙ্কার (Anant Vardhan Goenka) উদ্দেশে লেখা চিঠিতে বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে লিখেছেন, "আপনাদের কোম্পানির সাম্প্রতিক বিজ্ঞাপনে খুব ভাল বার্তা দেওয়া হয়েছে, যেখানে আমির খান রাস্তায় বাজি না-ফাটানোর জন্য মানুষকে পরামর্শ দিচ্ছেন ৷ জনস্বার্থে আপনাদের ভাবনা প্রশংসনীয় ৷ তবে এ প্রসঙ্গে আমি আপনার কাছে অনুরোধ করব যে, রাস্তায় মানুষকে আরও একটি সমস্যার সম্মুখীন হতে হয় ৷ আপনারা তা নিয়েও কিছু ভাবুন ৷ শুক্রবার ও অন্যান্য উৎসবের দিনে নমাজের নাম করে রাস্তা আটকে রাখেন মুসলিমরা ৷"
আরও পড়ুন: Fuel Price Hike : 95 শতাংশ ভারতীয় পেট্রল ব্যবহার করেন না, দাবি বিজেপি মন্ত্রীর
14 অক্টোবর লেখা এই চিঠিতে হেগড়ে আরও লিখেছেন যে, দেশের বহু শহরে মুসলিমদের রাস্তা আটকে নমাজ পড়াটা প্রায়ই দেখা যায় ৷ আর সেই সময় অ্যাম্বুল্যান্স ও দমকলের মতো গাড়িগুলিও যানজটে আটকে পড়ে, যার জন্য বিরাট ক্ষতি হয়ে যায় ৷ কোম্পানির বিজ্ঞাপনে শব্দ দূষণের দিকে নজর দেওয়ার আর্জি জানিয়ে উত্তর কন্নড়ের সাংসদ লিখেছেন, "প্রতিদিন আমাদের দেশে আজান দেওয়ার সময় মসজিদের মাথায় লাগানো মাইকে তীব্র চেঁচামেচি শোনা যায় ৷ অনুমোদিত সীমাও ছাড়িয়ে যায় সেই শব্দ ৷ শুক্রবার করে এটা আরও দীর্ঘ সময় ধরে চলে ৷ অসুস্থ অনেকের জন্য বা যাঁরা বিশ্রাম নিচ্ছেন অথবা যে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, তাঁদের জন্য এটা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে ৷ যাঁরা রোজ এই কষ্ট ভোগ করেন তাঁদের তালিকাটা অনেক দীর্ঘ, এখানে কয়েক জনের কথাই উল্লেখ করা হল ৷"
আরও পড়ুন : PM Narendra Modi : এবার গোটা বিশ্ব ভারতকে করোনা সুরক্ষিত ভাববে : নরেন্দ্র মোদি
গোয়েঙ্কাদের এই বিজ্ঞাপন হিন্দুদের আবেগে আঘাত করে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ ৷ তিনি লিখেছেন, "আপনি যেহেতু জনগণের সমস্যার প্রতি সংবেদনশীল এবং আপনি যেহেতু হিন্দু সম্প্রদায়ভুক্ত আমি নিশ্চিত যে, শতাব্দী ধরে হিন্দুরা যে বৈষম্যের শিকার হয়ে এসেছেন, তা আপনি অনুভব করবেন ৷" হেগড়ের অভিযোগ, আজকাল হিন্দুবিরোধী একদল অভিনেতা সবসময় হিন্দুদের আবেগে আঘাত করেন, তবে নিজেদের সম্প্রদায়ে কোনও আঁচ লাগতে দেন না ৷
আরও পড়ুন : Road Accident : হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের আট সদস্য
গোয়েঙ্কার কাছে বিজেপি সাংসদের আর্জি, "আপনাদের কোম্পানির বিজ্ঞাপন হিন্দুদের মধ্যে অস্থিরতা তৈরি করছে, এ বিষয়ে অনুগ্রহ করে ব্যবস্থা নিন ৷" হেগড়ে বলেন, ভবিষ্যতে গোয়েঙ্কার প্রতিষ্ঠান হিন্দুদের আবেগকে শ্রদ্ধা করবে এবং কোনও ভাবেই হিন্দুদের ভাবাবেগে আঘাত করবে না বলে আশা করছেন তিনি ৷
আরও পড়ুন: Firhad Hakim : কাজের চেয়ে প্রচার বেশি, 100 কোটির টিকাকরণ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ ফিরহাদের