ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত মেকআপ আর্টিস্ট, হোম আইসোলেশনে সোহিনী - sohini home isolation

কোরোনায় আক্রান্ত সোহিনী সরকারের মেকআপ আর্টিস্ট শানু সিংহ রায় । আর সেই কারণেই এখন 7দিন হোম আইসোলেশনে থাকবেন অভিনেত্রী ।

োে্
োে্
author img

By

Published : Sep 1, 2020, 10:48 AM IST

কলকাতা : 'এই আমি রেণু' ছবির শুটিং শুরু করেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার । সৌমেন সুরের এই ছবিতে রেণুর চরিত্রে অভিনয় করছিলেন তিনি । সাহিত্যিক সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল শুটিং । আর তার মাঝেই হোম আইসোলেশনে যেতে হল অভিনেত্রীকে ।

আসলে এই ছবিতে সোহিনীর মেকআপ করছিলেন শানু সিংহ রায় । সম্প্রতি ওই মেকআপ আর্টিস্টের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না । তবে ছবির জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন ছিল তাঁর । নিয়ম অনুযায়ী সেই সময় কোরোনা পরীক্ষা করান তিনি । তখনই রিপোর্ট পজ়িটিভ আসে । তার আগেই সোহিনীর মেকআপ করেছিলেন তিনি । তাই বাধ্য হয়ে হোম আইসোলেশনে রয়েছেন সোহিনী ।

sdf
.

আপাতত শুটিং করছেন না সোহিনী । বেশ অনেকদিন ধরেই রণজয় বিষ্ণুকে ডেট করছেন তিনি । রণজয়ের সঙ্গে লিভ ইন করেন তিনি । তাই সোহিনীর পাশাপাশি টানা 7দিন আইসোলেশনে থাকতে হবে রণজয়কেও । এরপর দু'জনেই কোরোনা পরীক্ষা করাবেন । রিপোর্ট নেগেটিভ এলেই শুটিং ফ্লোরে যোগ দেবেন অভিনেত্রী ।

কলকাতা : 'এই আমি রেণু' ছবির শুটিং শুরু করেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার । সৌমেন সুরের এই ছবিতে রেণুর চরিত্রে অভিনয় করছিলেন তিনি । সাহিত্যিক সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল শুটিং । আর তার মাঝেই হোম আইসোলেশনে যেতে হল অভিনেত্রীকে ।

আসলে এই ছবিতে সোহিনীর মেকআপ করছিলেন শানু সিংহ রায় । সম্প্রতি ওই মেকআপ আর্টিস্টের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না । তবে ছবির জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন ছিল তাঁর । নিয়ম অনুযায়ী সেই সময় কোরোনা পরীক্ষা করান তিনি । তখনই রিপোর্ট পজ়িটিভ আসে । তার আগেই সোহিনীর মেকআপ করেছিলেন তিনি । তাই বাধ্য হয়ে হোম আইসোলেশনে রয়েছেন সোহিনী ।

sdf
.

আপাতত শুটিং করছেন না সোহিনী । বেশ অনেকদিন ধরেই রণজয় বিষ্ণুকে ডেট করছেন তিনি । রণজয়ের সঙ্গে লিভ ইন করেন তিনি । তাই সোহিনীর পাশাপাশি টানা 7দিন আইসোলেশনে থাকতে হবে রণজয়কেও । এরপর দু'জনেই কোরোনা পরীক্ষা করাবেন । রিপোর্ট নেগেটিভ এলেই শুটিং ফ্লোরে যোগ দেবেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.