কলকাতা : ফের কোরোনার থাবা চলচ্চিত্র জগতে । এবার কোরোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী ব়্যাচেল হোয়াইট । টুইট করেই একথা জানান অভিনেত্রী নিজেই । হোম কোয়ারানটিনে রয়েছেন বলেও জানান তিনি ।
গতকাল টুইট করে তিনি লেখেন, "আমি কোরোনায় সংক্রমিত হয়েছি । হোম কোয়ারানটিনে রয়েছি ।" টুইটে সবাইকে প্রার্থনা করার জন্য অনুরোধ করেন তিনি ।
-
I have tested COViD19 positive. Quarantined at home. Please keep me in your prayers as I set off on my path to recovery. 🙏
— Rachel White (@whitespeaking) July 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I have tested COViD19 positive. Quarantined at home. Please keep me in your prayers as I set off on my path to recovery. 🙏
— Rachel White (@whitespeaking) July 11, 2020I have tested COViD19 positive. Quarantined at home. Please keep me in your prayers as I set off on my path to recovery. 🙏
— Rachel White (@whitespeaking) July 11, 2020
ব়্যাচেলের এই টুইট প্রকাশ্যে আসার পরই সেখানে কমেন্ট করতে শুরু করেন তাঁর ফ্যানরা । একজন লেখেন, "বেশি চিন্তা করবেন না । আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ।" আরেকজন লেখেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন । সঠিক নিয়ম মেনে চলুন ।"
তবে শুধু ফ্যানরাই নন, অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন একাধিক টলি তারকাও । তার মধ্যে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যশ দাশগুপ্ত, দেব সহ আরও অনেকেই ।
শারীরিক অবস্থার কথা জানতে ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল ব়্যাচেলের সঙ্গে । তিনি বলেন, "আমার শরীর খুব দুর্বল । কথাই বলতে পারছি না । হোম কোয়ারানটিনে রয়েছি ।"
তবে শুধু ব়্যাচেলই নন । গত দু'দিনে কোরোনায় আক্রান্ত হয়েছেন টলিউড ও বলিউডের একাধিক তারকা । কোরোনায় আক্রান্ত কোয়েল মল্লিক সহ তাঁর বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল সিং রানে । শুক্রবার সন্ধেয় টুইট করে একথা জানান কোয়েল নিজেই । এরপর কোরোনায় আক্রান্ত হন অমিতাভ বচ্চন ও অভিষেক । গতকাল রাতে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । তার কয়েক ঘণ্টা পরই সামনে আসে যে কোরোনা থাবা বসিয়েছে অনুপম খেরের বাড়িতেও । কোরোনায় আক্রান্ত তাঁর মা, ভাইঝি, দাদা ও বউদি ৷ তারপরই সামনে আসে ব়্যাচেলের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর ।
2014-তে 'উঙ্গলি' ছবির মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন ব়্যাচেল । সেখানে ইমরান হাসমির বিপরীতে অভিনয় করেন তিনি । এরপর বাংলা ছবি 'হর হর ব্যোমকেশ', 'দেবী', 'ওয়ান' ও 'ভবিষ্যতের ভূত' ছবিতে দেখা গিয়েছে তাঁকে ।