কলকাতা, 15 মার্চ: 'অংশু বচ এবং শিভাস ক্রিয়েশন'-এর উদ্যোগে সম্প্রতি 'হাংরি টপ কলকাতা সুপার 50'-র ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয় আলিপুরে (Actors plays Cricket tournament)। খেলে মোট আটটি টিম ।
শুধুই লাইট-ক্যামেরা-অ্যাকশন নয়, মাঠেও সমান পারদর্শী টলিউডের মহারথীরা (Cricket tournament for underprivileged child)। প্রমাণ মিলল 'অংশু বচ এবং শিভাস ক্রিয়েশন' আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে । 'হাংরি টপ কলকাতা সুপার 50' শিরোনামের টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বনি সেনগুপ্ত, জয়দীপ মুখোপাধ্যায়, অংশু, রাজীব, জয়ী দেব রায়, সায়ন মুখোপাধ্যায়, রেজওয়ান রব্বানি শেখ, ধ্রুব সরকার, সুমন বন্দ্যোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, ফোটোগ্রাফার সুদীপ্ত চন্দ, লিগাল কারিকুলাম এর প্রতিষ্ঠাতা প্রান্তিক চক্রবর্তী-সহ আরও অনেকে (Tollywood actors play cricket)।
আরও পড়ুন: Holi celebration in Television: দোল উপলক্ষ্যে টেলিভিশনে রংয়ের খেলা, রইল তালিকা
টলিউডের প্রতিনিধিরা ছাড়াও অংশ নেন ক্রীড়া, শিক্ষা, রাজনৈতিক জগতের মানুষেরা । উল্লেখ্য, এই টুর্নামেন্টে নারী এবং পুরুষ উভয়েই অংশগ্রহণ করেন ৷ মহিলা টিমের নেতৃত্বে ছিলেন প্রিয়াঙ্কা রায় । তিনি আন্তর্জাতিক স্তরে বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৷ পেশাদার মহিলা টিম অংশগ্রহণ করে এদিন ।
সাধারণত 6 বলের ওভার হয় ক্রিকেটে ৷ তবে এটি ছিল 50 বলের টুর্নামেন্ট । এ ক্ষেত্রে 5 বলের ওভার ছিল ৷ এর বেঙ্গল টিমের কোচ সুশীল স্যর কলকাতা সুপার 50-এর অন্যতম সদস্য ৷
আয়োজক অংশু জানিয়েছেন, "আমি এবং শিভাস ক্রিয়েশন এর ডিরেক্টর শিবাশিস দাস প্রথমবার এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করলাম এত বড় পরিসরে ।বছরের শুরুতেই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে পিছিয়ে যায় । বহুদিন পরে সবাই একসঙ্গে খেলতে খেলতে আনন্দ উদযাপনের সুযোগ হল ৷ ক্রিকেট টুর্নামেন্ট থেকে প্রাপ্ত সমস্ত অর্থ দেওয়া হবে গরিব শিশুদের কল্যাণে এবং পথপশুদের দেখভালের জন্য ৷"
আরও পড়ুন: Anirban Bhattacharya on Tiktiki: টিকটিকির ট্রেলার লঞ্চে সোজাসাপটা ধ্রুব-অনির্বাণ