চেন্নাই, 17 এপ্রিল: প্রয়াত হলেন দক্ষিণী অভিনেতা বিবেক ৷ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর ৷
তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ অ্যাঞ্জিওপ্লাস্টির পর তাঁর ইমার্জেন্সি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হয় বলে মেডিক্যাল বুলেটিনে জানানো হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷
আজ ভোর 4.35-এ জীবনাবসান হয় বিবেকের ৷ গত 15 এপ্রিল তিনি কোভিড 19 টিকার প্রথম ডোজ় নিয়েছিলেন ৷ অভিনেতা অসুস্থ হওয়ার পরই অনেকে মনে করেছিলেন, কোভিড টিকা নেওয়ার সঙ্গে তাঁর অসুস্থতার যোগ রয়েছে ৷ যদিও তামিলনাড়ু স্বাস্থ্য দফতর সাংবাদিক সম্মেলন করে একে গুজব বলে দাবি করে ৷ স্বাস্থ্যসচিব জে রাধাকৃষ্ণণ সেই দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, ওই একই হাসপাতালে গত বৃহস্পতিবার 830 জনকে কোভ্যাক্সিন দেওয়া হয়েছে ৷ প্রত্যেকেই ভালো আছেন ৷
আরও পড়ুন: পয়লা বৈশাখে সাবেকি সাজে টলিউড তারকারা
বিবেকের প্রয়াণে শোকের ছায়া নেমে আসে দক্ষিণী চলচ্চিত্র জগতে ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানান অনেকেই ৷ তামিল স্টারের প্রয়াণে হতবাক এআর রহমান টুইট করে লেখেন, "তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো, ভাবতেই পারছি না...দশকের পর দশক তুমি আমাদের বিনোদন দিয়েছো ৷"
আমাদের তরফেও অভিনেতার জন্য রইল আন্তরিক শ্রদ্ধা ৷