কলকাতা, 19 এপ্রিল: সারাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস । সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি একে একে আক্রান্ত হচ্ছেন অনেকেই । এ বার কোভিড পজ়িটিভ হলেন শান্তিলাল মুখোপাধ্যায় ছেলে অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় । করোনাকে রুখতে অবিলম্বে রাজনৈতিক জনসভা বন্ধ রাখার আর্জি জানিয়েছেন তিনি ৷
ঋতব্রত তাঁর কোভিড পজ়িটিভ হওয়ার খবর জানানোর পাশাপাশি এটাও জানিয়েছেন যে, তাঁর বাড়ির সকলে সুস্থ রয়েছেন ৷ বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীদের কাছে তিনি অনুরোধ করেছেন, করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে মানুষের কথা ভেবে অবিলম্বে জমায়েত জনসভা বন্ধ করা হোক ।
আরও পড়ুন: কোভিড পজ়িটিভ অর্জুন রামপাল, বাড়িতেই আছেন কোয়ারানটিনে
ইতিমধ্যেই বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায় । 'ওপেন টি বাইস্কোপ' দিয়ে তাঁর ফিল্মি কেরিয়ার শুরু । এরপর 'জেনারেশন আমি' ছবিটি করে সকলের নজরে আসেন ঋতব্রত । শুধু বড় পর্দায় নয়, থিয়েটারেও সমানভাবে কাজ করছেন তিনি । সম্প্রতি ঋতব্রত, ঋদ্ধি সেন, অনির্বাণ ভট্টাচার্য-সহ নানা শিল্পীদের গাওয়া গান 'আমি অন্য কোথাও যাব না, এই দেশেতে থাকব' গানটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে ।