ETV Bharat / sitara

রাজনৈতিক দল গঠন করছেন না, ভোলবদল রজনীকান্তের - Rajinikanth takes a U turn

আগামী বছরের জানুয়ারিতেই নিজের রাজনৈতিক দল গঠন করতে চলেছেন বলে জানিয়েছিলেন রজনীকান্ত । কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি ।

asd
asd
author img

By

Published : Dec 29, 2020, 12:14 PM IST

Updated : Dec 29, 2020, 1:06 PM IST

চেন্নাই, 29 ডিসেম্বর : জল্পনাটা শুরু হয়েছিল বছরের শুরু থেকেই । শোনা যাচ্ছিল, রাজনীতিতে পা রাখতে চলেছেন রজনীকান্ত । আর সেই জল্পনাকে উসকে দিয়ে 31 ডিসেম্বর নতুন দল ঘোষণার কথাও জানিয়েছিলেন তিনি । যদিও আজ তিনি জানিয়ে দেন, কোনও রাজনৈতিক দল গঠন করছেন না ।

টুইটারে তিনি লেখেন, "অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি রাজনীতিতে পা রাখছি না । এই কথা ঘোষণা করতে গিয়ে আমার খুবই খারাপ লাগছে । রাজনীতিতে প্রবেশ না করেও আমি সাধারণ মানুষের জন্য অনেক কিছুই করতে পারি । আমার এই সিদ্ধান্ত অনুরাগী ও সবাইকে যে আশাহত করেছে তা আমি জানি । দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন ।"

আরও পড়ুন : নিজের রাজনৈতিক দল তৈরি করছেন রজনীকান্ত, লঞ্চ হবে জানুয়ারিতে

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের মাত্র পাঁচ মাস আগেই নতুন দল গঠন করার কথা ঘোষণা করেছিলেন রজনীকান্ত । সেই মতো বছরের শুরুতেই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করার কথা ছিল তাঁর । এমনকী তিনি নতুন দল গঠন করলে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর সঙ্গে জোট করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন কমল হাসান ।

আরও পড়ুন : হাসপাতাল থেকে ফেরার পর রজনীকান্তকে বরণ স্ত্রী-র

এদিকে হায়দরাবাদে 'আন্নাথে'-র শুটিংয়ের সময় রক্তচাপ ওঠানামার সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন রজনীকান্ত । দু'দিন শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । রবিবারই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর চেন্নাইতে নিজের বাড়িতে চলে যান । আর তারপরই আজ রাজনীতিতে পা না রাখার কথা জানান তিনি ।

চেন্নাই, 29 ডিসেম্বর : জল্পনাটা শুরু হয়েছিল বছরের শুরু থেকেই । শোনা যাচ্ছিল, রাজনীতিতে পা রাখতে চলেছেন রজনীকান্ত । আর সেই জল্পনাকে উসকে দিয়ে 31 ডিসেম্বর নতুন দল ঘোষণার কথাও জানিয়েছিলেন তিনি । যদিও আজ তিনি জানিয়ে দেন, কোনও রাজনৈতিক দল গঠন করছেন না ।

টুইটারে তিনি লেখেন, "অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি রাজনীতিতে পা রাখছি না । এই কথা ঘোষণা করতে গিয়ে আমার খুবই খারাপ লাগছে । রাজনীতিতে প্রবেশ না করেও আমি সাধারণ মানুষের জন্য অনেক কিছুই করতে পারি । আমার এই সিদ্ধান্ত অনুরাগী ও সবাইকে যে আশাহত করেছে তা আমি জানি । দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন ।"

আরও পড়ুন : নিজের রাজনৈতিক দল তৈরি করছেন রজনীকান্ত, লঞ্চ হবে জানুয়ারিতে

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের মাত্র পাঁচ মাস আগেই নতুন দল গঠন করার কথা ঘোষণা করেছিলেন রজনীকান্ত । সেই মতো বছরের শুরুতেই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করার কথা ছিল তাঁর । এমনকী তিনি নতুন দল গঠন করলে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর সঙ্গে জোট করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন কমল হাসান ।

আরও পড়ুন : হাসপাতাল থেকে ফেরার পর রজনীকান্তকে বরণ স্ত্রী-র

এদিকে হায়দরাবাদে 'আন্নাথে'-র শুটিংয়ের সময় রক্তচাপ ওঠানামার সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন রজনীকান্ত । দু'দিন শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । রবিবারই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর চেন্নাইতে নিজের বাড়িতে চলে যান । আর তারপরই আজ রাজনীতিতে পা না রাখার কথা জানান তিনি ।

Last Updated : Dec 29, 2020, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.