ETV Bharat / sitara

Kartikey Tripathi acting in Mumbai: মুম্বইয়ে চুটিয়ে কাজ করছেন প্রসেনজিৎ প্রযোজিত সিরিজের কার্তিকে - অলৌকিক না লৌকিক

মুম্বইতে (Kartikey Tripathi acting in Mumbai) চুটিয়ে কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত সিরিজ 'অলৌকিক না লৌকিক'-এর কার্তিকে ত্রিপাঠি (Kartikey Tripathi news)৷

actor Kartikey Tripathi doing great job in mumbai, shares his experiences
মুম্বইতে চুটিয়ে কাজ করছেন প্রসেনজিৎ প্রযোজিত সিরিজের কার্তিকে
author img

By

Published : Dec 23, 2021, 1:03 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর: কেরিয়ারের দশ বছর অতিক্রান্ত । কোন কাজে ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত 'অলৌকিক না লৌকিক' সিরিজের রজত, মানে কার্তিকে ত্রিপাঠি (Kartikey Tripathi news)? খোঁজ নিল ইটিভি ভারত ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত 'অলৌকিক না লৌকিক' সিরিজের রজত চরিত্রটি নজর কেড়েছিল বাংলা টেলিভিশনে ৷ সেই রজত থুড়ি কার্তিকে ত্রিপাঠি শুধুই নিজেকে অভিনয়ে বেঁধে রাখেননি । আজ তিনি সমান ব্যস্ত চিত্রনাট্য আর সংলাপের লেখনীতে । একইসঙ্গে চুটিয়ে করছেন অভিনয় । মঞ্চ এবং পর্দা, দুই প্ল্যাটফর্মেই সাবলীল কার্তিকে ।

তাঁর কথায়, "দশ বছরের কেরিয়ারে এ বছর সবথেকে বেশি কাজ করলাম সম্ভবত । অভিনয়, সংলাপ লেখা, চিত্রনাট্য লেখা, দুটো ছবি, তিনটে ক্যাম্পেন, দু‘টো ওয়েব সিরিজ করলাম । ওয়েব সিরিজ দু‘টো রিলিজ হয়েছে । তিনটে ছবির সংলাপ লিখে ফেলেছি । তার মধ্যে দু‘টো পোস্ট প্রোডাকশনে আছে, পরের বছর হয়ত শুটিং । সেখানে আমাকে অভিনয়েও পাবেন দর্শক ।"

কয়েকটা কাজের উল্লেখ করা যায় ? কার্তিকে জানান, "কেন নয় ? সানি রায়ের পরিচালনায় চন্দন রায় সান্যাল আর ঋতুপর্ণা সেনগুপ্তর 'সল্ট'-এর সংলাপ, অর্জুন দত্ত'র শর্ট ফিল্ম 'বিরিয়ানি'র চিত্রনাট্য, সংলাপ আমি লিখেছি । আরেকটা স্ক্রিপ্ট-এর সংলাপও আমি লিখলাম ৷ নাম বলা যাবে না এখনই । বারণ আছে । এ ছাড়া তিনটে ক্যাম্পেন করলাম কর্পোরেট ফিল্মের জন্য । বিক্রম কোচারের সঙ্গে কাজ করলাম । জাতীয় স্তরের ক্যাম্পেনেও কাজ করলাম ।"

actor Kartikey Tripathi doing great job in mumbai, shares his experiences
কার্তিকে ত্রিপাঠি

আরও পড়ুন: bengali serial Alta Foring : ধারাবাহিকের কেন্দ্রে এবার জিমন্যাস্টিকস, আসছে আলতা ফড়িং

কার্তিকে চুটিয়ে কাজ করছেন মুম্বইতে (Kartikey Tripathi in Hindi movie)। উল্লেখযোগ্য- শমিক সেনের 'নাকাব', সৌকর্য ঘোষালের ফিল্ম 'ওসিডি', অ্যামাজন প্রাইম ভিডিয়োর জন্য 'দ্য গার্ল' সহ একাধিক ক্যাম্পেনে দেখা গিয়েছে তাঁকে । পাশাপাশি অভিষেক বাগচির 'অন্তর্ধান', অভিনয় দেও-র 'মাই 11 টিভিসি' আছে তালিকায় । অনিরুদ্ধ রায়চৌধুরীর 'লস্ট'ও রয়েছে ।

কার্তিকের (Kartikey Tripathi acting in Mumbai) কি পরিচালনায় আসার ইচ্ছে আছে ? জানতে চাইলে অভিনেতা-লেখক জানান, "এখনই না । ইচ্ছে আছে । গল্পও আছে । জানি না কবে কী করতে পারব । তবে, যে গল্প আছে সে রকম গল্প নিয়ে অন্য কেউ এর মধ্যে ছবি না বানালে আমি বানাব । তবে, তার আগে নিজেকে অভিনেতা হিসেবে তৈরি করি । এই শহরের অনেকেই বলেছে, আমার নাকি এখানে কাজ টেনে নিয়ে যাওয়ার বুকের পাটা নেই । তাঁদেরকে একটু কাজটাজ দেখাই তারপর তো পরিচালনা ।"

actor Kartikey Tripathi doing great job in mumbai, shares his experiences
মুম্বইতে চুটিয়ে কাজ করছেন প্রসেনজিৎ প্রযোজিত সিরিজের কার্তিকে

মুম্বইতেও কাজ করছ । এখানকার ইন্ডাস্ট্রির সঙ্গে পার্থক্য কী ? "মুম্বইয়ের সঙ্গে অনেক পার্থক্য এখানকার । সবথেকে বড় পার্থক্য এখানে টিডিএস মারে । ওখানে মারে না । এখানে এক ওটিটির মালিক আছেন আমার 15 হাজার টাকা মেরে বসে আছেন । ফোন, মেসেজ করেছিলাম জবাব দেননি । এরপর নিরুপায় হয়ে ফেসবুকে আপডেট দিতেই পাই সব পাওনাগণ্ডা । আমার মতো পেমেন্ট না পাওয়ার দলে আরও যারা ছিল, তাদের নাম নেওয়াতে তারাও টাকা পায় । সেই মালিকের নাম আমি বলব না । তবে, এটা বলব না যে কলকাতা আমায় ভালবাসে না । কলকাতায় যথেষ্ট ভালবাসা পাই । যেখানেই কাজ করতে যাই না কেন, বলতে গর্ব বোধ করি যে আমি "কলকাতার অভিনেতা"।

আরও পড়ুন: Bengali serial Sarbojaya: বদলে যাচ্ছে সর্বজয়ার ইমেজ, কী বলছে চৌধুরী পরিবার ?

actor Kartikey Tripathi doing great job in mumbai, shares his experiences
মঞ্চে কার্তিকে

মুম্বইয়ের সঙ্গে এখানকার আরেকটা পার্থক্য হল, মুম্বইতে শুটিংয়ে যাওয়ার পর আগে বলে, ব্রেকফাস্ট করে নিন বা আগে লাঞ্চ করে নিন । তারপর আমরা মেক আপ করে কাজ করব । আর এখানে শুটিংয়ে পৌঁছলেই মেক আপ রুমে ঢুকিয়ে দেয় । ওখানে সময়মতো টাকাও পেয়ে যাই । পার্থক্য আছে অডিশনেও । ওখানে যে কাজই হোক তার জন্য অডিশন দিতে হয় । অন্তত আমি যে কটা কাজ করেছি, তার জন্য অডিশন দিতে হয়েছে আমায় । এখানে কটা অডিশন হয় বলো তো ? এই দশ বছরে সেভাবে অডিশনের খবর পেলাম কই ? এ বার আসি শুটিংয়ের কথায় । এখানে আগের দিন রাতে হয়ত বলে দিল পরদিন কলটাইম সকাল 9টা । প্রত্যুত্তরে কখন সিন জানতে চাইলে আর বলে না । বলে, আগে তো আসুন, তারপর দেখছি । এখানে একে অপরকে সম্মান দিতে জানে না । তবে, কাজ পাওয়া যায় না, এটা বলব না ।"

কার্তিকের সাফ কথা, "ইন্ডাস্ট্রিতে আমার বাবা, কাকা, দাদা কেউ নেই । যা করতে হবে নিজেকেই করতে হবে । তাই লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি । লড়তে প্রস্তুত আমি ।"

অভিনয়ে নিজেকে আরও পরিশীলিত করতে চান কার্তিকে । রইল শুভেচ্ছা ।

কলকাতা, 23 ডিসেম্বর: কেরিয়ারের দশ বছর অতিক্রান্ত । কোন কাজে ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত 'অলৌকিক না লৌকিক' সিরিজের রজত, মানে কার্তিকে ত্রিপাঠি (Kartikey Tripathi news)? খোঁজ নিল ইটিভি ভারত ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত 'অলৌকিক না লৌকিক' সিরিজের রজত চরিত্রটি নজর কেড়েছিল বাংলা টেলিভিশনে ৷ সেই রজত থুড়ি কার্তিকে ত্রিপাঠি শুধুই নিজেকে অভিনয়ে বেঁধে রাখেননি । আজ তিনি সমান ব্যস্ত চিত্রনাট্য আর সংলাপের লেখনীতে । একইসঙ্গে চুটিয়ে করছেন অভিনয় । মঞ্চ এবং পর্দা, দুই প্ল্যাটফর্মেই সাবলীল কার্তিকে ।

তাঁর কথায়, "দশ বছরের কেরিয়ারে এ বছর সবথেকে বেশি কাজ করলাম সম্ভবত । অভিনয়, সংলাপ লেখা, চিত্রনাট্য লেখা, দুটো ছবি, তিনটে ক্যাম্পেন, দু‘টো ওয়েব সিরিজ করলাম । ওয়েব সিরিজ দু‘টো রিলিজ হয়েছে । তিনটে ছবির সংলাপ লিখে ফেলেছি । তার মধ্যে দু‘টো পোস্ট প্রোডাকশনে আছে, পরের বছর হয়ত শুটিং । সেখানে আমাকে অভিনয়েও পাবেন দর্শক ।"

কয়েকটা কাজের উল্লেখ করা যায় ? কার্তিকে জানান, "কেন নয় ? সানি রায়ের পরিচালনায় চন্দন রায় সান্যাল আর ঋতুপর্ণা সেনগুপ্তর 'সল্ট'-এর সংলাপ, অর্জুন দত্ত'র শর্ট ফিল্ম 'বিরিয়ানি'র চিত্রনাট্য, সংলাপ আমি লিখেছি । আরেকটা স্ক্রিপ্ট-এর সংলাপও আমি লিখলাম ৷ নাম বলা যাবে না এখনই । বারণ আছে । এ ছাড়া তিনটে ক্যাম্পেন করলাম কর্পোরেট ফিল্মের জন্য । বিক্রম কোচারের সঙ্গে কাজ করলাম । জাতীয় স্তরের ক্যাম্পেনেও কাজ করলাম ।"

actor Kartikey Tripathi doing great job in mumbai, shares his experiences
কার্তিকে ত্রিপাঠি

আরও পড়ুন: bengali serial Alta Foring : ধারাবাহিকের কেন্দ্রে এবার জিমন্যাস্টিকস, আসছে আলতা ফড়িং

কার্তিকে চুটিয়ে কাজ করছেন মুম্বইতে (Kartikey Tripathi in Hindi movie)। উল্লেখযোগ্য- শমিক সেনের 'নাকাব', সৌকর্য ঘোষালের ফিল্ম 'ওসিডি', অ্যামাজন প্রাইম ভিডিয়োর জন্য 'দ্য গার্ল' সহ একাধিক ক্যাম্পেনে দেখা গিয়েছে তাঁকে । পাশাপাশি অভিষেক বাগচির 'অন্তর্ধান', অভিনয় দেও-র 'মাই 11 টিভিসি' আছে তালিকায় । অনিরুদ্ধ রায়চৌধুরীর 'লস্ট'ও রয়েছে ।

কার্তিকের (Kartikey Tripathi acting in Mumbai) কি পরিচালনায় আসার ইচ্ছে আছে ? জানতে চাইলে অভিনেতা-লেখক জানান, "এখনই না । ইচ্ছে আছে । গল্পও আছে । জানি না কবে কী করতে পারব । তবে, যে গল্প আছে সে রকম গল্প নিয়ে অন্য কেউ এর মধ্যে ছবি না বানালে আমি বানাব । তবে, তার আগে নিজেকে অভিনেতা হিসেবে তৈরি করি । এই শহরের অনেকেই বলেছে, আমার নাকি এখানে কাজ টেনে নিয়ে যাওয়ার বুকের পাটা নেই । তাঁদেরকে একটু কাজটাজ দেখাই তারপর তো পরিচালনা ।"

actor Kartikey Tripathi doing great job in mumbai, shares his experiences
মুম্বইতে চুটিয়ে কাজ করছেন প্রসেনজিৎ প্রযোজিত সিরিজের কার্তিকে

মুম্বইতেও কাজ করছ । এখানকার ইন্ডাস্ট্রির সঙ্গে পার্থক্য কী ? "মুম্বইয়ের সঙ্গে অনেক পার্থক্য এখানকার । সবথেকে বড় পার্থক্য এখানে টিডিএস মারে । ওখানে মারে না । এখানে এক ওটিটির মালিক আছেন আমার 15 হাজার টাকা মেরে বসে আছেন । ফোন, মেসেজ করেছিলাম জবাব দেননি । এরপর নিরুপায় হয়ে ফেসবুকে আপডেট দিতেই পাই সব পাওনাগণ্ডা । আমার মতো পেমেন্ট না পাওয়ার দলে আরও যারা ছিল, তাদের নাম নেওয়াতে তারাও টাকা পায় । সেই মালিকের নাম আমি বলব না । তবে, এটা বলব না যে কলকাতা আমায় ভালবাসে না । কলকাতায় যথেষ্ট ভালবাসা পাই । যেখানেই কাজ করতে যাই না কেন, বলতে গর্ব বোধ করি যে আমি "কলকাতার অভিনেতা"।

আরও পড়ুন: Bengali serial Sarbojaya: বদলে যাচ্ছে সর্বজয়ার ইমেজ, কী বলছে চৌধুরী পরিবার ?

actor Kartikey Tripathi doing great job in mumbai, shares his experiences
মঞ্চে কার্তিকে

মুম্বইয়ের সঙ্গে এখানকার আরেকটা পার্থক্য হল, মুম্বইতে শুটিংয়ে যাওয়ার পর আগে বলে, ব্রেকফাস্ট করে নিন বা আগে লাঞ্চ করে নিন । তারপর আমরা মেক আপ করে কাজ করব । আর এখানে শুটিংয়ে পৌঁছলেই মেক আপ রুমে ঢুকিয়ে দেয় । ওখানে সময়মতো টাকাও পেয়ে যাই । পার্থক্য আছে অডিশনেও । ওখানে যে কাজই হোক তার জন্য অডিশন দিতে হয় । অন্তত আমি যে কটা কাজ করেছি, তার জন্য অডিশন দিতে হয়েছে আমায় । এখানে কটা অডিশন হয় বলো তো ? এই দশ বছরে সেভাবে অডিশনের খবর পেলাম কই ? এ বার আসি শুটিংয়ের কথায় । এখানে আগের দিন রাতে হয়ত বলে দিল পরদিন কলটাইম সকাল 9টা । প্রত্যুত্তরে কখন সিন জানতে চাইলে আর বলে না । বলে, আগে তো আসুন, তারপর দেখছি । এখানে একে অপরকে সম্মান দিতে জানে না । তবে, কাজ পাওয়া যায় না, এটা বলব না ।"

কার্তিকের সাফ কথা, "ইন্ডাস্ট্রিতে আমার বাবা, কাকা, দাদা কেউ নেই । যা করতে হবে নিজেকেই করতে হবে । তাই লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি । লড়তে প্রস্তুত আমি ।"

অভিনয়ে নিজেকে আরও পরিশীলিত করতে চান কার্তিকে । রইল শুভেচ্ছা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.