ETV Bharat / sitara

Oscar Fan Favourite Film: নতুন সিদ্ধান্ত অ্যাকাডেমির, অস্কার পুরস্কারের বিচারক এবার আপনিও - academy starts new awards to recognise the fan votes

এবার অস্কার পুরস্কারের জন্য় নিজেদের পছন্দের ছবি বেছে নিতে পারবেন দর্শকরাও (Academy starts two new awards) ৷ এর জন্য দু‘টি নতুন পুরস্কার চালু করল অস্কার কর্তৃপক্ষ ৷

Oscar Fan Favorite Film
নতুন সিদ্ধান্ত অ্যাকাডেমির , অস্কার পুরস্কারের বিচারক এবার আপনিও
author img

By

Published : Feb 15, 2022, 1:10 PM IST

ওয়াশিংটন, 15 ফেব্রুয়ারি : আর শুধুমাত্র অ্য়াকাডেমির বিচারকরা ঠিক করবেন না কোন ছবি অস্কার পুরস্কার পাবে আর কোন ছবি পাবে না ৷ বরং এবছর অ্য়াকাডেমি এনেছে এমন এক নতুন নিয়ম যার জেরে গুরুত্ব পেতে চলেছে সিনেমাপ্রেমী মানুষদের মতামতও ৷ এবার ফ্য়ানদের ভোটিংয়ে নির্বাচিত সেরা ছবিটিকেও পুরস্কৃত করবে কমিটি ৷ এর জন্য় যে নতুন বিভাগটি তৈরি করা হয়েছে তার নাম 'অস্কারস ফ্য়ান ফেভারিট' ৷ মার্চের 3 তারিখ অবধি নিজের পছন্দের ছবিকে ভোট করার সুযোগ পাবেন দর্শকরা (Academy starts new Fan Favorite awards)৷

সোমবার অ্য়াকাডেমির পক্ষ টুইট করে জানানো হয়েছে এই নতুন পুরস্কারের নাম ৷ কীভাবে এর জন্য় ভোটিং করতে পারবেন দর্শকরা, তাও জানিয়ে দিয়েছেন তারা ৷ দর্শকরা 2021 সালের যে কোনও ছবির জন্য #OscarsFanFavorite এই হ্য়াশট্য়াগ ব্য়বহার করে টুইটারে ভোটিং করতে পারেন ৷ অস্কারের মঞ্চেই ঘোষিত হবে পুরস্কার বিজেতার নাম ৷ শুধু তাই নয়, অ্য়াকাডেমির পক্ষ থেকে বেছে নেওয়া হবে এমন তিনজন ভোটদাতাকে, যাঁরা উপস্থিত থাকতে পারবেন লস অ্যাঞ্জেলসে 2023 সালের অস্কার প্রদান অনুষ্ঠানে ৷ এর পুরো খরচ বহন করবে কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির প্রিমিয়ারের জন্য় বার্লিন যাত্রা আলিয়ার

এছাড়া #OscarsCheerMoment এই হ্য়াশট্য়াগ ব্য়বহার করেও ভোট করতে পারেন আপনি ৷ আপনাকে এর মাধ্যমে বেছে নিতে হবে যেকোনও ছবির সবচেয়ে সুন্দর মুহূর্তটিকে ৷ একইভাবে সেরা ছবির মত পুরস্কৃত করা হবে ছবির সেরা মুহূর্তটিও ৷ এই উদ্য়োগ বাস্তবায়নে সাহায্য় করার জন্য় টুইটারকে ধন্য়বাদ জানিয়েছেন অ্য়াকাডেমির ডিজিটাল মার্কেটিং বিভাগের ভাইস-প্রেসিডেন্ট মেরিল জনসন ৷

ওয়াশিংটন, 15 ফেব্রুয়ারি : আর শুধুমাত্র অ্য়াকাডেমির বিচারকরা ঠিক করবেন না কোন ছবি অস্কার পুরস্কার পাবে আর কোন ছবি পাবে না ৷ বরং এবছর অ্য়াকাডেমি এনেছে এমন এক নতুন নিয়ম যার জেরে গুরুত্ব পেতে চলেছে সিনেমাপ্রেমী মানুষদের মতামতও ৷ এবার ফ্য়ানদের ভোটিংয়ে নির্বাচিত সেরা ছবিটিকেও পুরস্কৃত করবে কমিটি ৷ এর জন্য় যে নতুন বিভাগটি তৈরি করা হয়েছে তার নাম 'অস্কারস ফ্য়ান ফেভারিট' ৷ মার্চের 3 তারিখ অবধি নিজের পছন্দের ছবিকে ভোট করার সুযোগ পাবেন দর্শকরা (Academy starts new Fan Favorite awards)৷

সোমবার অ্য়াকাডেমির পক্ষ টুইট করে জানানো হয়েছে এই নতুন পুরস্কারের নাম ৷ কীভাবে এর জন্য় ভোটিং করতে পারবেন দর্শকরা, তাও জানিয়ে দিয়েছেন তারা ৷ দর্শকরা 2021 সালের যে কোনও ছবির জন্য #OscarsFanFavorite এই হ্য়াশট্য়াগ ব্য়বহার করে টুইটারে ভোটিং করতে পারেন ৷ অস্কারের মঞ্চেই ঘোষিত হবে পুরস্কার বিজেতার নাম ৷ শুধু তাই নয়, অ্য়াকাডেমির পক্ষ থেকে বেছে নেওয়া হবে এমন তিনজন ভোটদাতাকে, যাঁরা উপস্থিত থাকতে পারবেন লস অ্যাঞ্জেলসে 2023 সালের অস্কার প্রদান অনুষ্ঠানে ৷ এর পুরো খরচ বহন করবে কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির প্রিমিয়ারের জন্য় বার্লিন যাত্রা আলিয়ার

এছাড়া #OscarsCheerMoment এই হ্য়াশট্য়াগ ব্য়বহার করেও ভোট করতে পারেন আপনি ৷ আপনাকে এর মাধ্যমে বেছে নিতে হবে যেকোনও ছবির সবচেয়ে সুন্দর মুহূর্তটিকে ৷ একইভাবে সেরা ছবির মত পুরস্কৃত করা হবে ছবির সেরা মুহূর্তটিও ৷ এই উদ্য়োগ বাস্তবায়নে সাহায্য় করার জন্য় টুইটারকে ধন্য়বাদ জানিয়েছেন অ্য়াকাডেমির ডিজিটাল মার্কেটিং বিভাগের ভাইস-প্রেসিডেন্ট মেরিল জনসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.