কলকাতা : স্কুল জীবনে ফিরে যেতে কে না চায় । ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া । টিফিনের সময়কার আনন্দ । ছুটির ঘণ্টা বাজলে মজা করতে করতে বাড়ি ফেরা । হাসি, কান্না ও অভিমানে ভরা কত ছোটো ছোটো স্মৃতি রয়েছে স্কুল জীবকে ঘিরে । আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় স্কুল জীবনটা । তারপর বড় হয়ে কাজের চাপে হারিয়ে যায় এক সময়কার প্রিয় বন্ধুরা । সোশাল মিডিয়ার এই যুগে শুধু সম্পর্কটাই রয়ে যায় কোনওরকমে । আর সেই বন্ধুদের সঙ্গে যদি 20 বছর পর দেখা হয় তাহলে পরিস্থিতিটা ঠিক কেমন হবে ? সেটাই এবার ছবিতে তুলে ধরেছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত ।
রিইউনিয়ন নিয়ে গল্প নতুন কিছু নয় । বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় এই বিষয়ের উপর একাধিক ছবি তৈরি হয়েছে । বহু বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হলে যে উত্তেজনা সবার মধ্যে দেখতে পাওয়া যায় সেটাই তুলে ধরা হয় একাধিক ছবিতে । তবুও রিইউনিয়ন নিয়ে গল্পের প্রতি দর্শকের আকর্ষণ বরাবরের । যে কারণে, বারবার এই বিষয়ের উপর ছবি তৈরি করে চলেছেন পরিচালকরা । ঠিক যেন, 'ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল'। আর এই বিষয় নিয়ে ফের বাংলায় তৈরি হতে চলেছে একটি নতুন ছবি ।
রিউনিয়ন নিয়ে তৈরি হতে চলেছে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর ছবি 'আবার বছর কুড়ি পর'। ছবিটি প্রযোজনা করছে PSS এন্টারটেনমেন্ট ও প্রমোদ ফিল্মস । সামনে এসেছে ছবিতে চরিত্রদের লুকও ।
যেহেতু বন্ধুদের পুনর্মিলনের গল্প, তাই বলাই বাহুল্য যে এই ছবিতে একাধিক তারকাকে দেখতে পাওয়া যাবে । অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রবি শাউ, স্বাগতা বসু, আর্য দাশগুপ্ত, পুষণ দাশগুপ্ত, দিব্যাশা দাস, তনিকা বসু, রাজর্ষি নাগ ও অরিত্র দত্ত বণিক ।
ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শ্রীমন্ত মুখোপাধ্যায় ও মোনালি সেন চৌধুরি । সংলাপ লেখেন শ্রীমন্ত সেনগুপ্ত । ছবির ডিরেক্টর অফ ফটোগ্রাফি হলেন প্রদীপ মুখোপাধ্যায় । সংগীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য ।
'আবার বছর কুড়ি পর' আবেগে ভরপুর একটি ছবি । ছবিটি এমনকিছু স্কুলের বন্ধুদের কথা বলে, যারা পরবর্তী জীবনে দৈনন্দিন ডামাডোলে দিন কাটায় । তাঁদের একটি রিইউনিয়ন হয় কুড়ি বছর পর ।