ETV Bharat / sitara

Abhishek Chatterjee Dies : ইন্দ্রজিতে চুমকির সঙ্গে অভিষেকের নাচ এখনও দর্শকের হৃদয়ে - Abhishek Chatterjee films

বহু ফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee dies)। চুমকি চৌধুরীর (Chumki Choudhury on Abhishek Chatterjee death) সঙ্গে ইন্দ্রজিৎ ছবিতে তাঁর নাচ আজও মনে রেখেছে দর্শক ৷

Abhishek Chatterjee No More
ইন্দ্রজিতে চুমকির সঙ্গে অভিষেকের নাচ এখনও দর্শকের হৃদয়ে
author img

By

Published : Mar 24, 2022, 2:15 PM IST

কলকাতা, 24 মার্চ: ফিল্ম থেকে ছোট পর্দা ৷ চুটিয়ে অভিনয় করেছেন ৷ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ছিলেন ক্যামেরার সামনেই ৷ প্রখ্যাত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে হারিয়ে শোকস্তব্ধ তাঁর ভক্তকূল ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাপস পালের সমসাময়িক অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee Dies) । 1964 সালের 30 এপ্রিল বরাহনগরে জন্মগ্রহণ করেন তিনি । তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'পথভোলা' । এরপর একে একে 'মা', 'ওরা চারজন', 'সংঘর্ষ', 'দহন', 'সখী তুমি কার', 'মায়ার বাঁধন, 'ককটেল', 'মায়াবিনী', 'রাজমহল', 'ইন্দ্রজিৎ', 'আলো', 'তুফান', 'পুরুষোত্তম', গীত সঙ্গীত', 'সুজন সখী', 'আমি যে তোমার', 'চোরা বালি', 'রাজমহল'-সহ বহু ছবিতে অভিনয় করেছেন (Abhishek Chatterjee Films) ।

এরপর বড় পর্দা থেকে বেশ কিছুদিনের ব্রেক নেন অভিষেক (Abhishek Chatterjee news)। অবশ্য ফের স্বমহিমায় ফিরে আসেন ছোটপর্দায় । আর জমিয়ে ফেলেন নিজের পসার । একের পর এক ধারাবাহিকে অভিনয় করেন তিনি । তালিকায় রয়েছে 'মোহর', 'টাপুর টুপুর', 'খড়কুটো', 'অন্দরমহল'-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিক । এছাড়াও 'আঁচল', 'ময়ূরপঙখী', 'কুসুম দোলা', 'পিতা', 'চোখের তারা তুই', 'ফাগুন বউ'য়ের মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা । তাঁকে এত তাড়াতাড়ি হারিয়ে ফের দেউলিয়া টলিউড । আরও অনেক কাজ বাকি ছিল তাঁর ।

Abhishek Chatterjee No More
ইন্দ্রজিতে অভিষেক চুমকি

আরও পড়ুন: Abhishek Chatterjee Passes Away : মাত্র 57-তেই চিরঘুমে অভিষেক চট্টোপাধ্যায়

তাঁর সঙ্গে জুটি বেঁধে 'ইন্দ্রজিৎ' এবং 'গীত সংগীত' ছবি-সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন অভিনেত্রী চুমকি চৌধুরী । সমুদ্রের পাড়ে দু'জনে একটি গানে নাচও করেন । 'ও রূপা... ও অভি'... গানে তাঁদের দুজনের নাচ আজও মনে রেখেছে বাঙালি দর্শক । সহ-অভিনেতাকে হারিয়ে বাকরুদ্ধ অভিনেত্রী চুমকি চৌধুরী (Chumki Choudhury on Abhishek Chatterjee Death) । ইটিভি ভারতকে তিনি জানান, "আমি ভাবতে পারছি না । এক্ষুণি কথা বলার মতো অবস্থায় আমি নেই ।"

কলকাতা, 24 মার্চ: ফিল্ম থেকে ছোট পর্দা ৷ চুটিয়ে অভিনয় করেছেন ৷ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ছিলেন ক্যামেরার সামনেই ৷ প্রখ্যাত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে হারিয়ে শোকস্তব্ধ তাঁর ভক্তকূল ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাপস পালের সমসাময়িক অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee Dies) । 1964 সালের 30 এপ্রিল বরাহনগরে জন্মগ্রহণ করেন তিনি । তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'পথভোলা' । এরপর একে একে 'মা', 'ওরা চারজন', 'সংঘর্ষ', 'দহন', 'সখী তুমি কার', 'মায়ার বাঁধন, 'ককটেল', 'মায়াবিনী', 'রাজমহল', 'ইন্দ্রজিৎ', 'আলো', 'তুফান', 'পুরুষোত্তম', গীত সঙ্গীত', 'সুজন সখী', 'আমি যে তোমার', 'চোরা বালি', 'রাজমহল'-সহ বহু ছবিতে অভিনয় করেছেন (Abhishek Chatterjee Films) ।

এরপর বড় পর্দা থেকে বেশ কিছুদিনের ব্রেক নেন অভিষেক (Abhishek Chatterjee news)। অবশ্য ফের স্বমহিমায় ফিরে আসেন ছোটপর্দায় । আর জমিয়ে ফেলেন নিজের পসার । একের পর এক ধারাবাহিকে অভিনয় করেন তিনি । তালিকায় রয়েছে 'মোহর', 'টাপুর টুপুর', 'খড়কুটো', 'অন্দরমহল'-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিক । এছাড়াও 'আঁচল', 'ময়ূরপঙখী', 'কুসুম দোলা', 'পিতা', 'চোখের তারা তুই', 'ফাগুন বউ'য়ের মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা । তাঁকে এত তাড়াতাড়ি হারিয়ে ফের দেউলিয়া টলিউড । আরও অনেক কাজ বাকি ছিল তাঁর ।

Abhishek Chatterjee No More
ইন্দ্রজিতে অভিষেক চুমকি

আরও পড়ুন: Abhishek Chatterjee Passes Away : মাত্র 57-তেই চিরঘুমে অভিষেক চট্টোপাধ্যায়

তাঁর সঙ্গে জুটি বেঁধে 'ইন্দ্রজিৎ' এবং 'গীত সংগীত' ছবি-সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন অভিনেত্রী চুমকি চৌধুরী । সমুদ্রের পাড়ে দু'জনে একটি গানে নাচও করেন । 'ও রূপা... ও অভি'... গানে তাঁদের দুজনের নাচ আজও মনে রেখেছে বাঙালি দর্শক । সহ-অভিনেতাকে হারিয়ে বাকরুদ্ধ অভিনেত্রী চুমকি চৌধুরী (Chumki Choudhury on Abhishek Chatterjee Death) । ইটিভি ভারতকে তিনি জানান, "আমি ভাবতে পারছি না । এক্ষুণি কথা বলার মতো অবস্থায় আমি নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.