ETV Bharat / sitara

রবীন্দ্রজয়ন্তীতে হইচইয়ের বিশেষ উপহার 'মানভঞ্জন'

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অভিনব কায়দায় পালন করল ১৫৮তম রবীন্দ্রজয়ন্তী। দক্ষিণ কলকাতায় তাঁদের অফিসে হয়ে গেল একটি বিশেষ ঘোষণা। ভেঙ্কটেশের ডিজিটাল প্লাটফর্ম 'হইচই অরিজিনালস'-এ আসতে চলেছে রবীন্দ্রনাথের "মানভঞ্জন"।

মানভঞ্জন
author img

By

Published : May 9, 2019, 6:03 PM IST

Updated : May 9, 2019, 7:54 PM IST

ছবিটি পরিচালনা করেছেন 'আস্তে লেডিস' ওয়েব সিরিজ়ের পরিচালক অভিজিৎ চৌধুরি। ফের একবার প্রমাণ হয়ে গেল, রবীন্দ্রনাথ কীভাবে বর্তমান পরিচালকদেরও অনুপ্রাণিত করছেন।

ছবিতে অভিনয় করেছেন সোহিনী সরকার, অমৃতা চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। 'ভূমিকন্যা' ধারাবাহিকের পর ফের সোহিনী এবং অনির্বাণকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখতে চলেছে দর্শক।

রবীন্দ্রনাথ মানভঞ্জন লিখেছিলেন ১৮৯৫ সালে। রচনার ১২৪ বছর পরেও ছোট গল্পটি ভাবনার দিক থেকে প্রাসঙ্গিক। গল্পটি তিনটি চরিত্রকে কেন্দ্র করে - গিরিবালা, গোপীনাথ এবং লবঙ্গ। ছবিতে গিরিবালা চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার। স্বামী গোপীনাথের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য এবং লবঙ্গের চরিত্রে অমৃতা চট্টোপাধ্যায়। সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মানভঞ্জন হয়ে উঠেছিল নারীস্বাধীনতা এবং নারীকেন্দ্রিক একটি গল্প। হইচই অরিজিনাল্সে 'মানভঞ্জন' দেখানো শুরু হবে ৩১ মে থেকে।

দেখুন ভিডিয়ো

ছবিটি পরিচালনা করেছেন 'আস্তে লেডিস' ওয়েব সিরিজ়ের পরিচালক অভিজিৎ চৌধুরি। ফের একবার প্রমাণ হয়ে গেল, রবীন্দ্রনাথ কীভাবে বর্তমান পরিচালকদেরও অনুপ্রাণিত করছেন।

ছবিতে অভিনয় করেছেন সোহিনী সরকার, অমৃতা চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। 'ভূমিকন্যা' ধারাবাহিকের পর ফের সোহিনী এবং অনির্বাণকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখতে চলেছে দর্শক।

রবীন্দ্রনাথ মানভঞ্জন লিখেছিলেন ১৮৯৫ সালে। রচনার ১২৪ বছর পরেও ছোট গল্পটি ভাবনার দিক থেকে প্রাসঙ্গিক। গল্পটি তিনটি চরিত্রকে কেন্দ্র করে - গিরিবালা, গোপীনাথ এবং লবঙ্গ। ছবিতে গিরিবালা চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার। স্বামী গোপীনাথের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য এবং লবঙ্গের চরিত্রে অমৃতা চট্টোপাধ্যায়। সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মানভঞ্জন হয়ে উঠেছিল নারীস্বাধীনতা এবং নারীকেন্দ্রিক একটি গল্প। হইচই অরিজিনাল্সে 'মানভঞ্জন' দেখানো শুরু হবে ৩১ মে থেকে।

দেখুন ভিডিয়ো
Intro:শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অভিনব কায়দায় পালন করল ১৫৮তম রবীন্দ্রজয়ন্তী। দক্ষিণ কলকাতায় তাদের অফিসে হয়ে গেল একটি বিশেষ ঘোষণা। ভেঙ্কটেশের ডিজিটাল প্লাটফর্ম হইচই অরিজিনালসে আসতে চলেছে রবীন্দ্রনাথের "মানভঞ্জন"।


Body:ছবিটি পরিচালনা করেছেন "আস্তে লেডিস" ওয়েব সিরিজের পরিচালক অভিজিৎ চৌধুরী। ফের একবার প্রমাণ হয়ে গেল, রবীন্দ্রনাথ কীভাবে তৎকালীন পরিচালকদেরও ছবি তৈরিতে সাহায্য করছেন।

ছবিতে অভিনয় করেছেন সোহিনী সরকার, অমৃতা চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। ভূমিকন্যা ধারাবাহিকের পর ফের সোহিনী এবং অনির্বাণকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখতে চলেছে দর্শক।

রবীন্দ্রনাথ মানভঞ্জন লিখেছিলেন ১৮৯৫ সালে। ছোট গল্পটি রচনার ১২৪ বছর পরও ভাবনার দিক থেকে তা আজও প্রাসঙ্গিক। গল্পটি তিনটি চরিত্রকে কেন্দ্র করে - গিরিবালা, গোপীনাথ এবং লবঙ্গ। ছবিতে গিরিবালা চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার। গিরিবাজ আর স্বামী গোপীনাথের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। এবং লবঙ্গের চরিত্রে অমৃতা চট্টোপাধ্যায়। সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মানভঞ্জন হয়ে উঠেছিল নারীস্বাধীনতা এবং নারীকেন্দ্রিক একটি গল্প। হইচই অরিজিনালস মান ভঞ্জন দেখানো শুরু হবে ৩১ মে থেকে।


Conclusion:ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক অভিজিৎ চৌধুরী সোহিনী সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য। কী বললেন তাঁরা, দেখুন ভিডিও :
Last Updated : May 9, 2019, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.