হায়দরাবাদ, 12 জুন : অসহায়ের ভগবান বলিউড অভিনেতা সোনু সুদ ৷ গত বছর অতিমারির সময় থেকেই তিনি ক্রমাগত অসহায়, দুস্থ মানুষদের জন্য কাজ করে আসছেন ৷ কোনও সময় অভুক্তের মুখে অন্ন তুলে দেওয়া, আবার কোনও সময় পরিযায়ী শ্রমিকদের তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, সব সময় তাঁকে দুস্থ মানুষগুলোর পাশে দেখা গিয়েছে ৷ সেই কারণে তিনি মানুষের মনে জায়গাও করে নিয়েছেন ৷ এবার শুধুমাত্র তাঁর সঙ্গে দেখা করবে বলে খালি পায়ে হেঁটে হায়দরাবাদ থেকে মুম্বই পৌঁছাল এক ভক্ত ৷
বৃহস্পতিবার সোনু ইনস্টাগ্রামে সেই ভক্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, " ভেঙ্কটেশ নামের এই ছেলেটি আমার সঙ্গে দেখা করার জন্য হায়দরাবাদ থেকে মুম্বই খালি পায়ে হেঁটে এসেছে ৷ তার জন্য কোনও রকম পরিবহনের ব্যবস্থাও সে আমায় করতে দেয়নি ৷ ছেলেটি খুবই অনুপ্রেরণাশীল, এবং আমি আপ্লুত ৷"
সেই সঙ্গে অভিনেতা এও বলেন, "আমি আমার এই ভক্তের উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই, তবে আমি চাই না আমার ভক্তরা আমার জন্য কোনও সমস্যায় পড়ুক, আমি তাদের সবাইকেই ভালবাসি ৷ "
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিলীপ কুমার, ধন্যবাদ জ্ঞাপন অনুরাগীদের
তবে এই সব কিছুর মধ্যেই করোনা পরিস্থিতি সামাল দিতে কাজ চালিয়ে যাচ্ছেন সোনু সুদ ৷ তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, দেশের 16 থেকে 18 টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ করবেন ৷ তিনি জানিয়েছেন ইতিমধ্যেই অন্ধ্র প্রদেশের নেল্লোর (nellore) এবং কুরনুলে অক্সিজেন প্ল্যান্টের জায়গা ঠিক হয়ে গিয়েছে ৷ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন ৷