ETV Bharat / sitara

থ্রি ইডিয়টস-যোগ ! আমিরের পরেই ভাইরাসের কবলে মাধবন - থ্রি ইডিয়টস

আমির খানের পরে এ বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন আর মাধবন ৷ টুইটে এ কথা জানিয়ে এর সঙ্গে থ্রি ইডিয়টস যোগ খুঁজলেন অভিনেতা ৷ তবে এ ক্ষেত্রে ফিল্মের আর এক বন্ধুকে তাঁরা সঙ্গী চান না বলে জানালেন মাধবন ৷

a day after aamir khan, r madhavan catches the virus - it makes the 3 idiots connection
থ্রি ইডিয়টস-যোগ ! আমিরের পরেই ভাইরাসের কবলে মাধবন
author img

By

Published : Mar 25, 2021, 5:15 PM IST

মুম্বই. 25 মার্চ: আমির খান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরদিনই কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এল আর মাধবনের ৷ নিজেই এই খবর জানিয়েছেন অভিনেতা ৷ টুইটে রসিকতার ছলে তিনি টেনে এনেছেন থ্রি ইডিয়টসের প্রসঙ্গ ৷ ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ওই ফিল্মের এক বন্ধু আর এক বন্ধুর পথ অনুসরণ করলেন বলে মনে করছেন তিনি ৷

বুধবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা আমির খান ৷ তাঁকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান অভিনেতার মুখপাত্র ৷ এর ঠিক পরদিনই বৃহস্পতিবার মাধবন জানালেন তিনিও কোভিড 19-এ সংক্রমিত হয়েছেন ৷ থ্রি ইডিয়টস ফিল্মে দুই বেস্ট ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন আমির ও মাধবন ৷ একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন রাঞ্চো ও ফারহান ৷ তাঁদের কলেজের ডিনকে ভাইরাস বলে ডাকতেন তাঁরা ৷

আরও পড়ুন: করোনায় আক্রান্ত আমির, বাড়িতেই আছেন আইসোলেশনে

টুইটে সেই প্রসঙ্গ টেনে মাধবন লিখেছেন, "ফারহানকে রাঞ্চোর পথ অনুসরণ করতেই হত আর ভাইরাস সবসময় আমাদের পিছু নেয় কিন্তু এ বার সেটা খারাপভাবে ধরেছে ৷ তবে অল ইজ় ওয়েল ৷ কোভিড শিগগিরই সেরে যাবে ৷ যদিও এই একটা জায়গায় আমরা রাজুকে চাই না ৷ ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ৷ তাড়াতাড়ি সেরে উঠছি ৷"এই টুইটের সঙ্গে থ্রি ইডিয়টস ফিল্মের পোস্টারও পোস্ট করেছেন মাধবন ৷

  • Farhan HAS to follow Rancho and Virus has always been after us BUT this time he bloody caught up. 😡😡😄😄BUT-ALL IS WELL and the Covid🦠 will be in the Well soon. Though this is one place we don’t want Raju in😆😆. Thank you for all the love ❤️❤️I am recuperating well.🙏🙏🙏 pic.twitter.com/xRWAeiPxP4

    — Ranganathan Madhavan (@ActorMadhavan) March 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2009 সালের এই ফিল্মের আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন শরমন যোশি ৷ তাঁর চরিত্রের নামই ছিল রাজু ৷ তাঁর ছবি ইচ্ছে করেই পোস্টার থেকে শরমনের ছবি বাদ দিয়েছেন তিনি ৷ রাজকুমার হিরানির এই ফিল্মে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন করিনা কাপুর, বোমান ইরানি ও মোনা সিং ৷

মুম্বই. 25 মার্চ: আমির খান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরদিনই কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এল আর মাধবনের ৷ নিজেই এই খবর জানিয়েছেন অভিনেতা ৷ টুইটে রসিকতার ছলে তিনি টেনে এনেছেন থ্রি ইডিয়টসের প্রসঙ্গ ৷ ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ওই ফিল্মের এক বন্ধু আর এক বন্ধুর পথ অনুসরণ করলেন বলে মনে করছেন তিনি ৷

বুধবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা আমির খান ৷ তাঁকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান অভিনেতার মুখপাত্র ৷ এর ঠিক পরদিনই বৃহস্পতিবার মাধবন জানালেন তিনিও কোভিড 19-এ সংক্রমিত হয়েছেন ৷ থ্রি ইডিয়টস ফিল্মে দুই বেস্ট ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন আমির ও মাধবন ৷ একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন রাঞ্চো ও ফারহান ৷ তাঁদের কলেজের ডিনকে ভাইরাস বলে ডাকতেন তাঁরা ৷

আরও পড়ুন: করোনায় আক্রান্ত আমির, বাড়িতেই আছেন আইসোলেশনে

টুইটে সেই প্রসঙ্গ টেনে মাধবন লিখেছেন, "ফারহানকে রাঞ্চোর পথ অনুসরণ করতেই হত আর ভাইরাস সবসময় আমাদের পিছু নেয় কিন্তু এ বার সেটা খারাপভাবে ধরেছে ৷ তবে অল ইজ় ওয়েল ৷ কোভিড শিগগিরই সেরে যাবে ৷ যদিও এই একটা জায়গায় আমরা রাজুকে চাই না ৷ ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ৷ তাড়াতাড়ি সেরে উঠছি ৷"এই টুইটের সঙ্গে থ্রি ইডিয়টস ফিল্মের পোস্টারও পোস্ট করেছেন মাধবন ৷

  • Farhan HAS to follow Rancho and Virus has always been after us BUT this time he bloody caught up. 😡😡😄😄BUT-ALL IS WELL and the Covid🦠 will be in the Well soon. Though this is one place we don’t want Raju in😆😆. Thank you for all the love ❤️❤️I am recuperating well.🙏🙏🙏 pic.twitter.com/xRWAeiPxP4

    — Ranganathan Madhavan (@ActorMadhavan) March 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2009 সালের এই ফিল্মের আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন শরমন যোশি ৷ তাঁর চরিত্রের নামই ছিল রাজু ৷ তাঁর ছবি ইচ্ছে করেই পোস্টার থেকে শরমনের ছবি বাদ দিয়েছেন তিনি ৷ রাজকুমার হিরানির এই ফিল্মে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন করিনা কাপুর, বোমান ইরানি ও মোনা সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.