ETV Bharat / sitara

83 Trailer release : 83-র ট্রেলার প্রকাশ রণবীরের, উচ্ছ্বসিত নেট নাগরিকরা

কবীর খানের ফিল্ম 83-র ট্রেলার (83 Trailer release) প্রকাশ করলেন রণবীর সিং (Ranveer Singh shares 83 Trailer) ৷ ভারতীয় ক্রিকেটের গৌরবের ইতিহাস (India's World Cup win in 1983) তুলে ধরবে এই ছবি ৷

83 Trailer releases: internet loves it, waiting for Ranveer Singh, Deepika Padukone's film
83-র ট্রেলার প্রকাশ রণবীরের, উচ্ছ্বসিত নেট নাগরিকরা
author img

By

Published : Nov 30, 2021, 11:34 AM IST

Updated : Nov 30, 2021, 1:25 PM IST

মুম্বই, 30 নভেম্বর: অপেক্ষার অবসান ৷ ভারতীয় ক্রিকেটের গৌরবের ইতিহাস (India's World Cup win in 1983) আবারও চাক্ষুষ করুন রণবীর সিং (Ranveer Singh shares 83 Trailer)-এর হাত ধরে ৷ হাজির কবীর খানের ফিল্ম 83-র ট্রেলার (83 Trailer release), যা দেখে উচ্ছ্বসিত নেট নাগরিকরা ৷ তাঁদের আশা, খেলা, দেশপ্রেম, অভিনয়, ইতিহাস - সবকিছুর দুরন্ত মেলবন্ধন ঘটতে চলেছে এই ছবিতে ৷ ট্রেলার দেখেই ছবি দেখার জন্য উৎসাহ আরও বেড়ে গিয়েছে দর্শকদের ৷

বিনোদনের সব রসদ নিয়ে হাজির 83 ৷ টিজারে আগেই ঘোষণা হয়েছিল 30 নভেম্বর প্রকাশিত হবে ট্রেলার ৷ অপেক্ষায় ছিলেন দর্শকরা ৷ মঙ্গলবার সাতসকালেই নিজের টুইটার হ্যান্ডেলে ট্রেলারের লিঙ্ক শেয়ার করলেন বলিউডের অভিনেতা রণবীর সিং ৷

ক্যাপশনে তিনি লিখেছেন, "আন্ডারডগদের অবিশ্বাস্য সত্যি ঘটনা যাঁরা অকল্পনীয় বিষয়কে তুলে ধরেছিল ৷" রণবীর আরও একবার জানিয়ে দেন যে, 24 ডিসেম্বর হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লম ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি ৷ ছবি মুক্তি পাবে থ্রি-ডিতেও ৷

ছবির ট্রেলার দেখে দারুণ খুশি নেট নাগরিকরা ৷ টুইটার ভেসে গিয়েছে প্রশংসার জোয়ারে ৷

এই ছবিতে ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের (Ranveer Singh as Kapil Dev) চরিত্রে অভিনয় করেছেন রণবীর ৷ কপিলের স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা যাবে রণবীরের রিয়েল লাইফ স্ত্রী দীপিকা পাড়ুকোনকে ৷ কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামায় রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, অ্যামি ভির্ক, হার্ডি সাঁধু, পঙ্কজ ত্রিপাঠি ও সাহিল খাট্টার ৷

আরও পড়ুন: Ranveer Singh shares 83 teaser: নজরকাড়া 83-র টিজার, ট্রেলার মুক্তির দিন ঘোষণা রণবীরের

মুম্বই, 30 নভেম্বর: অপেক্ষার অবসান ৷ ভারতীয় ক্রিকেটের গৌরবের ইতিহাস (India's World Cup win in 1983) আবারও চাক্ষুষ করুন রণবীর সিং (Ranveer Singh shares 83 Trailer)-এর হাত ধরে ৷ হাজির কবীর খানের ফিল্ম 83-র ট্রেলার (83 Trailer release), যা দেখে উচ্ছ্বসিত নেট নাগরিকরা ৷ তাঁদের আশা, খেলা, দেশপ্রেম, অভিনয়, ইতিহাস - সবকিছুর দুরন্ত মেলবন্ধন ঘটতে চলেছে এই ছবিতে ৷ ট্রেলার দেখেই ছবি দেখার জন্য উৎসাহ আরও বেড়ে গিয়েছে দর্শকদের ৷

বিনোদনের সব রসদ নিয়ে হাজির 83 ৷ টিজারে আগেই ঘোষণা হয়েছিল 30 নভেম্বর প্রকাশিত হবে ট্রেলার ৷ অপেক্ষায় ছিলেন দর্শকরা ৷ মঙ্গলবার সাতসকালেই নিজের টুইটার হ্যান্ডেলে ট্রেলারের লিঙ্ক শেয়ার করলেন বলিউডের অভিনেতা রণবীর সিং ৷

ক্যাপশনে তিনি লিখেছেন, "আন্ডারডগদের অবিশ্বাস্য সত্যি ঘটনা যাঁরা অকল্পনীয় বিষয়কে তুলে ধরেছিল ৷" রণবীর আরও একবার জানিয়ে দেন যে, 24 ডিসেম্বর হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লম ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি ৷ ছবি মুক্তি পাবে থ্রি-ডিতেও ৷

ছবির ট্রেলার দেখে দারুণ খুশি নেট নাগরিকরা ৷ টুইটার ভেসে গিয়েছে প্রশংসার জোয়ারে ৷

এই ছবিতে ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের (Ranveer Singh as Kapil Dev) চরিত্রে অভিনয় করেছেন রণবীর ৷ কপিলের স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা যাবে রণবীরের রিয়েল লাইফ স্ত্রী দীপিকা পাড়ুকোনকে ৷ কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামায় রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, অ্যামি ভির্ক, হার্ডি সাঁধু, পঙ্কজ ত্রিপাঠি ও সাহিল খাট্টার ৷

আরও পড়ুন: Ranveer Singh shares 83 teaser: নজরকাড়া 83-র টিজার, ট্রেলার মুক্তির দিন ঘোষণা রণবীরের

Last Updated : Nov 30, 2021, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.