ETV Bharat / sitara

83 features on Burj Khalifa: 83-তে মাতল বুর্জ খলিফা, সাক্ষী থাকলেন দীপবীর - বুর্জ খলিফায় রণবীর সিং

83-তে মাতল বুর্জ খলিফা (83 features on Burj Khalifa)৷ সাক্ষী থাকলেন রণবীর সিং (Ranveer Singh in 83) ও দীপিকা পাড়ুকোন ৷ ছিলেন কবীর খান, তাঁর স্ত্রী মিনি মাথুরও ৷

'83' glimpse features on Burj Khalifa, Ranveer Singh Deepika Padukone enjoy the moment
83-তে মাতল বুর্জ খলিফা, সাক্ষী থাকলেন দীপবীর
author img

By

Published : Dec 17, 2021, 11:13 AM IST

মুম্বই, 17 ডিসেম্বর: এগিয়ে এসেছে ছবি মুক্তির তারিখ ৷ বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা 83-র প্রচার চলছে জোরকদমে ৷ দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও প্রচার তুঙ্গে ৷ ইতিমধ্যেই জেড্ডায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে দর্শকদের কুর্নিশ কুড়িয়ে নিয়েছে 83 ৷ এ বার তার উদযাপন হল দুবাইয়ের বুর্জ খলিফায় (83 features on Burj Khalifa)৷ সেই সম্মানের সাক্ষী থাকল টিম 83 ৷ বুর্জ খলিফায় জ্বলজ্বল করে ওঠা হাবির লুক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone in 83)৷ তাঁর পাশেই ছিলেন স্বয়ং রণবীর সিং-ও (Ranveer Singh in 83)৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্যের ফুটেজ ৷ বুর্জ খলিফায় দেখানো হল কপিল দেবের চরিত্রে রণবীর সিং-কে ৷ সেই দেখে উচ্ছ্বসিত ছবির কুশীলবরা ৷ রণবীর, দীপিকা ছাড়াও ছিলেন কবীর খান, তাঁর স্ত্রী মিনি মাথুর ও অন্যান্যরা ৷

'83' glimpse features on Burj Khalifa, Ranveer Singh Deepika Padukone enjoy the moment
বুর্জ খলিফায় 83

ভক্তদের নজর কেড়েছে দীপ-বীরের সাজপোশাকও ৷ চিকমিকে মেটালিক গোল্ডের হাইনেক টি ও হলুদ ট্রাউজার্সে বরাবরের মতো আলাদা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন রণবীর ৷ আর টকটকে লাল শর্ট ড্রেস, একই রঙের স্টকিংসে মোহময়ী দেখাচ্ছিল দীপিকাকে ৷ রংমিলন্তির রাফল হেডব্যান্ডে বাঁধা ছিল তাঁর চুল ৷

'83' glimpse features on Burj Khalifa, Ranveer Singh Deepika Padukone enjoy the moment
টিম 83

আরও পড়ুন: Ranveer Singh shares 83 teaser: নজরকাড়া 83-র টিজার, ট্রেলার মুক্তির দিন ঘোষণা রণবীরের

শুক্রবার জেড্ডায় রেড সি ফেস্টিভ্যালে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে 83 ৷ সেখানে উপস্থিত ছিলেন রণবীর, দীপিকা, কবীর ও মিনি ৷ এই ছবিতে ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের (Ranveer Singh as Kapil Dev) চরিত্রে অভিনয় করেছেন রণবীর ৷ কপিলের স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা যাবে রণবীরের রিয়েল লাইফ স্ত্রী দীপিকা পাড়ুকোনকে ৷

আরও পড়ুন: 83 Trailer release : 83-র ট্রেলার প্রকাশ রণবীরের, উচ্ছ্বসিত নেট নাগরিকরা

'83' glimpse features on Burj Khalifa, Ranveer Singh Deepika Padukone enjoy the moment
দুবাইয়ে দীপবীর

কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামায় রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, অ্যামি ভির্ক, হার্ডি সাঁধু, পঙ্কজ ত্রিপাঠি ও সাহিল খাট্টার ৷ 83 হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লম ভাষায় 24 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৷

মুম্বই, 17 ডিসেম্বর: এগিয়ে এসেছে ছবি মুক্তির তারিখ ৷ বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা 83-র প্রচার চলছে জোরকদমে ৷ দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও প্রচার তুঙ্গে ৷ ইতিমধ্যেই জেড্ডায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে দর্শকদের কুর্নিশ কুড়িয়ে নিয়েছে 83 ৷ এ বার তার উদযাপন হল দুবাইয়ের বুর্জ খলিফায় (83 features on Burj Khalifa)৷ সেই সম্মানের সাক্ষী থাকল টিম 83 ৷ বুর্জ খলিফায় জ্বলজ্বল করে ওঠা হাবির লুক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone in 83)৷ তাঁর পাশেই ছিলেন স্বয়ং রণবীর সিং-ও (Ranveer Singh in 83)৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্যের ফুটেজ ৷ বুর্জ খলিফায় দেখানো হল কপিল দেবের চরিত্রে রণবীর সিং-কে ৷ সেই দেখে উচ্ছ্বসিত ছবির কুশীলবরা ৷ রণবীর, দীপিকা ছাড়াও ছিলেন কবীর খান, তাঁর স্ত্রী মিনি মাথুর ও অন্যান্যরা ৷

'83' glimpse features on Burj Khalifa, Ranveer Singh Deepika Padukone enjoy the moment
বুর্জ খলিফায় 83

ভক্তদের নজর কেড়েছে দীপ-বীরের সাজপোশাকও ৷ চিকমিকে মেটালিক গোল্ডের হাইনেক টি ও হলুদ ট্রাউজার্সে বরাবরের মতো আলাদা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন রণবীর ৷ আর টকটকে লাল শর্ট ড্রেস, একই রঙের স্টকিংসে মোহময়ী দেখাচ্ছিল দীপিকাকে ৷ রংমিলন্তির রাফল হেডব্যান্ডে বাঁধা ছিল তাঁর চুল ৷

'83' glimpse features on Burj Khalifa, Ranveer Singh Deepika Padukone enjoy the moment
টিম 83

আরও পড়ুন: Ranveer Singh shares 83 teaser: নজরকাড়া 83-র টিজার, ট্রেলার মুক্তির দিন ঘোষণা রণবীরের

শুক্রবার জেড্ডায় রেড সি ফেস্টিভ্যালে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে 83 ৷ সেখানে উপস্থিত ছিলেন রণবীর, দীপিকা, কবীর ও মিনি ৷ এই ছবিতে ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের (Ranveer Singh as Kapil Dev) চরিত্রে অভিনয় করেছেন রণবীর ৷ কপিলের স্ত্রী রোমি দেবের চরিত্রে দেখা যাবে রণবীরের রিয়েল লাইফ স্ত্রী দীপিকা পাড়ুকোনকে ৷

আরও পড়ুন: 83 Trailer release : 83-র ট্রেলার প্রকাশ রণবীরের, উচ্ছ্বসিত নেট নাগরিকরা

'83' glimpse features on Burj Khalifa, Ranveer Singh Deepika Padukone enjoy the moment
দুবাইয়ে দীপবীর

কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামায় রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, অ্যামি ভির্ক, হার্ডি সাঁধু, পঙ্কজ ত্রিপাঠি ও সাহিল খাট্টার ৷ 83 হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লম ভাষায় 24 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.