ETV Bharat / sitara

রাজের নামে ভুয়ো প্রোফাইল বানিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার 3

রাজের নামে ভুয়ো প্রোফাইল তৈরি করে অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে । তাদের গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ।

asd
asd
author img

By

Published : Oct 5, 2020, 2:24 PM IST

কলকাতা : তারকাদের নামে ভুয়ো প্রোফাইল তৈরি করা কোনও নতুন বিষয় নয় । বিভিন্ন সোশাল মিডিয়ায় একাধিক প্রোফাইল তৈরি করা হয় তাঁদের নামে । পরিচালক রাজ চক্রবর্তীর নামেও একাধিক প্রোফাইল তৈরি করা হয়েছে । আর সেই প্রোফাইল থেকে অভিনয়ে সুযোগ করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে । ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ।

এ প্রসঙ্গে ফেসবুকে রাজ লেখেন, "ফেসবুকে আমার এবং আমার কোম্পানি 'রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট '- এর নাম করে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে । এবং, প্রচুর মানুষ নিজের অজান্তেই বুঝতে না পেরেই সেই সব ভুয়ো অ্যাকাউন্ট ফলো করছে । তাদের সহজ মানসিকতার সুযোগ নিয়ে কিছু ভুয়ো লোকজন এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে মেয়েদের সঙ্গে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অশ্লীল চ্যাট করছে । অনেকের কাছ থেকে অভিনয় করার সুযোগ দেওয়ার বিনিময়ে প্রচুর টাকাও নিচ্ছে ৷"

  • ফেসবুকে আমার এবং আমার কোম্পানি 'রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট '- এর নাম করে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবং,...

    Posted by Raj Chakraborty on Saturday, 3 October 2020
" class="align-text-top noRightClick twitterSection" data="

ফেসবুকে আমার এবং আমার কোম্পানি 'রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট '- এর নাম করে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবং,...

Posted by Raj Chakraborty on Saturday, 3 October 2020
">

ফেসবুকে আমার এবং আমার কোম্পানি 'রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট '- এর নাম করে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবং,...

Posted by Raj Chakraborty on Saturday, 3 October 2020

কলকাতা : তারকাদের নামে ভুয়ো প্রোফাইল তৈরি করা কোনও নতুন বিষয় নয় । বিভিন্ন সোশাল মিডিয়ায় একাধিক প্রোফাইল তৈরি করা হয় তাঁদের নামে । পরিচালক রাজ চক্রবর্তীর নামেও একাধিক প্রোফাইল তৈরি করা হয়েছে । আর সেই প্রোফাইল থেকে অভিনয়ে সুযোগ করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে । ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ।

এ প্রসঙ্গে ফেসবুকে রাজ লেখেন, "ফেসবুকে আমার এবং আমার কোম্পানি 'রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট '- এর নাম করে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে । এবং, প্রচুর মানুষ নিজের অজান্তেই বুঝতে না পেরেই সেই সব ভুয়ো অ্যাকাউন্ট ফলো করছে । তাদের সহজ মানসিকতার সুযোগ নিয়ে কিছু ভুয়ো লোকজন এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে মেয়েদের সঙ্গে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অশ্লীল চ্যাট করছে । অনেকের কাছ থেকে অভিনয় করার সুযোগ দেওয়ার বিনিময়ে প্রচুর টাকাও নিচ্ছে ৷"

  • ফেসবুকে আমার এবং আমার কোম্পানি 'রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট '- এর নাম করে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবং,...

    Posted by Raj Chakraborty on Saturday, 3 October 2020
" class="align-text-top noRightClick twitterSection" data="

ফেসবুকে আমার এবং আমার কোম্পানি 'রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট '- এর নাম করে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবং,...

Posted by Raj Chakraborty on Saturday, 3 October 2020
">

ফেসবুকে আমার এবং আমার কোম্পানি 'রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট '- এর নাম করে প্রচুর ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবং,...

Posted by Raj Chakraborty on Saturday, 3 October 2020

অনুরাগীদের উদ্দেশে তিনি লেখেন, "আমি আগেও বলেছি, ফেসবুকে কারও সঙ্গে ব্যক্তিগতভাবে চ্যাট করি না । আর, সোশাল মিডিয়াতে আমার বা আমার কোম্পানির প্রত্যেকটি পেজই ভেরিফায়েড । অর্থাৎ, পেজের পাশে একটি 'নীল টিক' দেওয়া আছে । আমাদের এখানে টাকার বিনিময়ে কোনওরকম কাজ করার সুযোগ দেওয়া হয় না । কাজ করার মাপকাঠি শুধুমাত্র তোমাদের যোগ্যতা ।"

বিষয়টি জানার পরই কসবা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানান রাজ । সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয় । এ প্রসঙ্গে রাজ লেখেন, "আমরা তিনজন ভুয়ো ব্যক্তির নামে কসবা থানায় ডায়েরি করেছি । এখন তারা পুলিশের হেপাজতে । সুতরাং, আপনাদের বারংবার অনুরোধ করছি এই ধরনের মিথ্যে প্রলোভনে পা দেবেন না । ধন্যবাদ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.