মুম্বই : সমস্ত জল্পনায় জল ঢেলে জ়ায়রা জানালেন, হ্যাকড হয়নি তাঁর অ্যাকাউন্ট। সজ্ঞানে, সচেতনভাবে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টুইট করে জ়ায়রা লিখেছেন, "আমি সবাইকে এটা জানাতে চাই যে, আমার কোনও সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকড হয়নি কখনই। আমিই আমার অ্যাকাউন্ট হ্যান্ডল করি।"
সোশাল মিডিয়া ব্যবহারকারীদের উদ্দেশ্যে জ়ায়রা বলেন যে, "যদি কেউ ভুল খবর ছড়ায়, সেই খবর বিশ্বাস করবেন না, নিজে ছড়াবেন না।"
-
This to clarify that none of my social media accounts were or are hacked and are being handled by me personally. Kindly refrain from believing or sharing claims that state otherwise! Thanks.
— Zaira Wasim (@ZairaWasimmm) July 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This to clarify that none of my social media accounts were or are hacked and are being handled by me personally. Kindly refrain from believing or sharing claims that state otherwise! Thanks.
— Zaira Wasim (@ZairaWasimmm) July 1, 2019This to clarify that none of my social media accounts were or are hacked and are being handled by me personally. Kindly refrain from believing or sharing claims that state otherwise! Thanks.
— Zaira Wasim (@ZairaWasimmm) July 1, 2019
এদিন জ়ায়রার ম্যানেজার তুহিন মিশ্র একই কথা জানান। তিনি বলেন, "জ়ায়রা নিজে ওই পোস্টটি করেছেন। আমরা কখনও বলিনি যে ওঁর অ্যাকাউন্ট হ্য়াকড হয়েছে।"