ETV Bharat / sitara

পঞ্চাশ বছরের জন্মদিনে যশরাজ ফিল্মসের বড় চমক ! - যশরাজ ফিল্মস

পঞ্চাশ বছরের জন্মদিনে বড় চমক দিতে চলছে যশরাজ ফিল্মস । নিজের চেহারাটাই বদলে ফেলতে চলেছে এই ঐতিহ্যশালী প্রোযজনা সংস্থা । কীভাবে ? নতুন লোগো লঞ্চ করতে চলেছে যশরাজ ফিল্মস (YRF) ।

Yash Raj film logo
Yash Raj film logo
author img

By

Published : Aug 25, 2020, 4:12 PM IST

মুম্বই : যশরাজ ফিল্মসের 50 বছরের জন্মদিনে এই প্রোডাকশন হাউজ়ের অফিশিয়াল লোগোয় বদল আসতে চলেছে । লোগোটি লঞ্চ করবেন YRF-এর চেয়ারম্যান আদিত্য চোপড়া । খবরটি জানা যাচ্ছে IANS সূত্রে ।

আগামী 27 সেপ্টেম্বর YRF-এর প্রতিষ্ঠাতা যশ চোপড়ার জন্মবার্ষিকী । সেই দিনেই সম্ভবত লোগোটি লঞ্চ করা হবে । সবকটি অফিশিয়াল ভারতীয় ভাষায় প্রকাশ পাবে লোগোটি ।

ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, "YRF এক ঐতিহ্যশালী প্রযোজনা সংস্থা । ওদের লাইব্রেরিতে দারুণ সব আইকনিক ফিল্ম আছে । একাধিক সুপারস্টারকে প্রোডিউস করেছে এই সংস্থা । এই সংস্থার 50 বছরটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা দারুণ ব্যাপার ।"

22 টি অফিশিয়াল ভারতীয় ভাষায় মুক্তি পাবে লোগোটি । জানা গেল, "সারা দেশজুড়ে প্রতিটি রাজ্যের দর্শককে শ্রদ্ধা জানানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাদের ফিল্ম, তাদের স্টার ভারতে পপ কালচারের সূচনা করেছে । দর্শক সেই কালচার গ্রহণ করেছে । তাই এটা প্রযোজনা সংস্থার তরফ থেকে একটা ছোট্ট ধন্যবাদ ।"

50 বছরের সেলিব্রেশনকে "পারফেক্ট" বানাতে কোনও কসুর করছে না YRF ।

মুম্বই : যশরাজ ফিল্মসের 50 বছরের জন্মদিনে এই প্রোডাকশন হাউজ়ের অফিশিয়াল লোগোয় বদল আসতে চলেছে । লোগোটি লঞ্চ করবেন YRF-এর চেয়ারম্যান আদিত্য চোপড়া । খবরটি জানা যাচ্ছে IANS সূত্রে ।

আগামী 27 সেপ্টেম্বর YRF-এর প্রতিষ্ঠাতা যশ চোপড়ার জন্মবার্ষিকী । সেই দিনেই সম্ভবত লোগোটি লঞ্চ করা হবে । সবকটি অফিশিয়াল ভারতীয় ভাষায় প্রকাশ পাবে লোগোটি ।

ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, "YRF এক ঐতিহ্যশালী প্রযোজনা সংস্থা । ওদের লাইব্রেরিতে দারুণ সব আইকনিক ফিল্ম আছে । একাধিক সুপারস্টারকে প্রোডিউস করেছে এই সংস্থা । এই সংস্থার 50 বছরটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা দারুণ ব্যাপার ।"

22 টি অফিশিয়াল ভারতীয় ভাষায় মুক্তি পাবে লোগোটি । জানা গেল, "সারা দেশজুড়ে প্রতিটি রাজ্যের দর্শককে শ্রদ্ধা জানানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাদের ফিল্ম, তাদের স্টার ভারতে পপ কালচারের সূচনা করেছে । দর্শক সেই কালচার গ্রহণ করেছে । তাই এটা প্রযোজনা সংস্থার তরফ থেকে একটা ছোট্ট ধন্যবাদ ।"

50 বছরের সেলিব্রেশনকে "পারফেক্ট" বানাতে কোনও কসুর করছে না YRF ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.