ETV Bharat / sitara

"আপনি আমার জীবন বদলে দিলেন", কাকে বললেন অনুপম?

অনুপম খের কারোর কাছে চিরঋণী। কে তিনি?

অনুপম খের
author img

By

Published : May 26, 2019, 10:11 AM IST

মুম্বই : বলিউডে নিজের জায়গাটা শক্তপোক্ত করার পিছনে একজনকে ক্রেডিট দিতে চান অনুপম খের। তিনি আর কেউ নন, মহেশ ভাট। কারণ একটাই, 'সারাংশ'।

অনুপম নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "আমার প্রথম ছবি সারাংশ মুক্তি পেয়েছিল ২৫ মে ১৯৮৪ সালে। আজ ৩৫ বছর পূর্ণ হল। আমি ২৮ বছরের ছিলাম আর ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ বি.ভি.প্রধানের চরিত্রে অভিনয় করেছিলাম। শুনে মনে হচ্ছে অনেক লম্বা জার্নি, তবে আমার কাছে এটা শুধুমাত্র একটা শুরু।"

অনুপমের এই টুইটের উত্তরে মহেশ ভাট তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ অনুপম এই ছবিটি করতে নিজের জীবনটা ঢেলে দিয়েছিলেন। মহেশের এই প্রতিক্রিয়ায় অনুপম প্রত্যুত্তর দিয়েছেন।

অনুপম লিখেছেন, "ধন্যবাদ মহেশ ভাট সাহেব। একজন ২৮ বছরের নবাগত অভিনেতার উপর আপনি ভরসা রেখেছিলেন। আপনি আমার জীবনের সেরা চরিত্রটা দিয়েছিলেন। আপনি আমার জীবনটাই বদলে দিলেন।"

'সারাংশ' দিয়ে শুরু। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অনুপমকে। সঞ্জীব কুমার সঠিকই বলেছেন, "অনুপম এই চরিত্রটা করার জন্যই জন্মেছিল।"

মুম্বই : বলিউডে নিজের জায়গাটা শক্তপোক্ত করার পিছনে একজনকে ক্রেডিট দিতে চান অনুপম খের। তিনি আর কেউ নন, মহেশ ভাট। কারণ একটাই, 'সারাংশ'।

অনুপম নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "আমার প্রথম ছবি সারাংশ মুক্তি পেয়েছিল ২৫ মে ১৯৮৪ সালে। আজ ৩৫ বছর পূর্ণ হল। আমি ২৮ বছরের ছিলাম আর ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ বি.ভি.প্রধানের চরিত্রে অভিনয় করেছিলাম। শুনে মনে হচ্ছে অনেক লম্বা জার্নি, তবে আমার কাছে এটা শুধুমাত্র একটা শুরু।"

অনুপমের এই টুইটের উত্তরে মহেশ ভাট তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ অনুপম এই ছবিটি করতে নিজের জীবনটা ঢেলে দিয়েছিলেন। মহেশের এই প্রতিক্রিয়ায় অনুপম প্রত্যুত্তর দিয়েছেন।

অনুপম লিখেছেন, "ধন্যবাদ মহেশ ভাট সাহেব। একজন ২৮ বছরের নবাগত অভিনেতার উপর আপনি ভরসা রেখেছিলেন। আপনি আমার জীবনের সেরা চরিত্রটা দিয়েছিলেন। আপনি আমার জীবনটাই বদলে দিলেন।"

'সারাংশ' দিয়ে শুরু। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অনুপমকে। সঞ্জীব কুমার সঠিকই বলেছেন, "অনুপম এই চরিত্রটা করার জন্যই জন্মেছিল।"

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.