ETV Bharat / sitara

আমিই আমার প্রতিদ্বন্দ্বী : হানি সিং - হানি সিংয়ের খবর

এক সময় হিন্দি প্লেব্যাকের দুনিয়ায় ঝড় তুলেছিলেন হানি সিং । নামের আগে জুড়েছিলেন 'ইয়ো ইয়ো' । সেই 'ইয়ো' লোকের মুখে মুখে ঘুরতে শুরু করে । জনপ্রিয়তার শিখরে পৌঁছান হানি । তবে হারিয়ে যেতেও বেশি সময় লাগে না তাঁর । বিস্মৃত হয়ে পড়েন গায়ক । তবে আবার একটু একটু করে লাইমলাইটে আসছেন হানি ।

honey singh pop star
honey singh pop star
author img

By

Published : Sep 18, 2020, 9:10 AM IST

মুম্বই : 'লুঙ্গি ডান্স' বা 'আংরেজ়ি বিট'-এর মতো আরও অনেক গানের মাধ্যমে হিন্দি প্লেব্যাকের দুনিয়ায় এক নতুন জঁর তৈরি করেছিলেন হানি সিং । তবে সময় বদলেছে, গানের ধরনও বদলেছে অনেকটা । এই সময় দাঁড়িয়ে কাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে হানি ? উত্তরে বললেন, "আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী ।"

IANS-কে দেওয়া সাক্ষাৎকারে গায়ক বলেন, "আমি নিজেই আমার প্রতিদ্বন্দ্বী । কারণ প্রত্যেকটা দিন আমি নিজের সঙ্গে লড়াই করি । নিজের সঙ্গে প্রতিযোগিতায় নামি আমি, প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করি । জানি এটা খুবই পরিচিত একটা লাইন, তবে এটাই সত্যি ।"

হানিকে অনেকেই ব়্যাপার বলে গুলিয়ে ফেলেন । সেই প্রসঙ্গে গায়ক বললেন, "আমি নিজেকে ব়্যাপ আর্টিস্ট বলে মনে করি না । আমি পপ মিউজ়িকের সঙ্গে হয়তো ব়্যাপকে মিক্স করি । তাই আমি কখনই ব়্যাপ আর্টিস্ট নই, বরং আমি পপস্টার ।"

হানি এটাও স্বীকার করলেন যে, পপ ইন্ডাস্ট্রি অনেক বদলে গেছে । অনেক ভালো ভালো শিল্পী এসে গেছেন, বদলেছে গানের ধরন । তাহলে কি হানি নিজের প্রাসঙ্গিকতা হারিয়েছেন ? না, তা তিনি মনে করেন না ।

মুম্বই : 'লুঙ্গি ডান্স' বা 'আংরেজ়ি বিট'-এর মতো আরও অনেক গানের মাধ্যমে হিন্দি প্লেব্যাকের দুনিয়ায় এক নতুন জঁর তৈরি করেছিলেন হানি সিং । তবে সময় বদলেছে, গানের ধরনও বদলেছে অনেকটা । এই সময় দাঁড়িয়ে কাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে হানি ? উত্তরে বললেন, "আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী ।"

IANS-কে দেওয়া সাক্ষাৎকারে গায়ক বলেন, "আমি নিজেই আমার প্রতিদ্বন্দ্বী । কারণ প্রত্যেকটা দিন আমি নিজের সঙ্গে লড়াই করি । নিজের সঙ্গে প্রতিযোগিতায় নামি আমি, প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করি । জানি এটা খুবই পরিচিত একটা লাইন, তবে এটাই সত্যি ।"

হানিকে অনেকেই ব়্যাপার বলে গুলিয়ে ফেলেন । সেই প্রসঙ্গে গায়ক বললেন, "আমি নিজেকে ব়্যাপ আর্টিস্ট বলে মনে করি না । আমি পপ মিউজ়িকের সঙ্গে হয়তো ব়্যাপকে মিক্স করি । তাই আমি কখনই ব়্যাপ আর্টিস্ট নই, বরং আমি পপস্টার ।"

হানি এটাও স্বীকার করলেন যে, পপ ইন্ডাস্ট্রি অনেক বদলে গেছে । অনেক ভালো ভালো শিল্পী এসে গেছেন, বদলেছে গানের ধরন । তাহলে কি হানি নিজের প্রাসঙ্গিকতা হারিয়েছেন ? না, তা তিনি মনে করেন না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.