ETV Bharat / sitara

সুশান্ত সিং রাজপুতের গল্পটা কি অন্যরকম হতে পারত ?

author img

By

Published : Jun 22, 2020, 9:07 PM IST

Updated : Jun 22, 2020, 9:56 PM IST

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা অনেকগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে, যার আঁচ এসে লেগেছে কলকাতার টলিপাড়াতেও । অভিনয় করতে এসে যে এত দ্বন্দ্ব, এত রাজনীতির মধ্যে পড়তে হবে তাঁকে, সেটা হয়তো ভাবেননি সুশান্ত । এই অপ্রত্যাশিত চাপের কাছে হার মেনেছেন তিনি । কিন্তু, তাঁর গল্পটা কি অন্যরকম হতে পারত ?

Sushant Singh Rajput lost these films
Sushant Singh Rajput lost these films

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আলোচনা আর সেই নিয়ে পর্যালোচনার অন্ত নেই । তাঁর আত্মহত্যার কারণ খুঁজে চলেছেন সেলেব্রিটি থেকে শুরু করে নেটিজেন, মুম্বই পুলিশ ও তাঁর পরিবারের মানুষগুলো । অভিনেতার শোকে একের পর এক আত্মহত্য়ার খবর উড়ে আসছে । কিন্তু, ঠিক কী হয়েছিল সুশান্তের সঙ্গে ? শোনা গেছে একাধিক ছবি হাতছাড়া হয়ে গেছিল সুশান্তের, তাই নাকি তিনি সামলাতে পারেননি নিজেকে । ছবিগুলো থাকলে কি মিস্টার রাজপুতের গল্পটা কি অন্যরকম হত ?

Sushant Singh Rajput lost these films
ছবি সৌজন্যে ডাব্বু রত্নানি..

'আশিকি 2' বা 'সড়ক 2' ছবির জন্য বেশ আগ্রহী ছিলেন সুশান্ত । মহেশ ভাটের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা । অডিশন দিয়েছিলেন একাধিকবার । খুব আশা করেছিলেন যে ছবিটা বোধহয় তাঁর কাছেই আসবে । কিন্তু, শেষমুহূর্তে দু'টো ছবিই গিয়ে পড়ে আদিত্য রায় কাপুরের ঝুলিতে । মন ভেঙে যায় সুশান্তের । ছবিগুলো থাকলে কি এতটা ভেঙে পড়তেন না তিনি ?

Sushant Singh Rajput lost these films
ছবি সৌজন্যে ইউটিউব

'রামলীলা' রণবীরের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট । হারিয়ে যেতে যেতে ঘুরে দাঁড়ায় ছেলেটা । তবে জানেন কি এই আইকনিক চরিত্র সুশান্তের করার কথা ছিল ? হ্যাঁ, রামলীলার রাম তাঁরই হওয়ার কথা ছিল । তবে সেটা হল না । হলে কি রণবীরের মতো সুশান্তের ক্যারিয়ারও ঝলমল করে উঠত ? তিনিও কি বলিউডের প্রথম সারিতে ঢুকতে পারতেন ? না, এই উত্তরও আর পাওয়া যাবে না ।

ছবি সৌজন্যে সোশাল মিডিয়া..
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া..

সুশান্ত দাগা খেয়েছেন যশরাজ ফিল্মসের কাছ থেকেও । শোনা যায়, 'বেফিকরে' ছবির জন্য প্রায় সিলেক্টেড হয়ে গেছিলেন সুশান্ত । সব ঠিকঠাক, আর এমন সময়েই মাথায় হাত ! ছবি চলে গেল রণবীর সিংয়ের কাছে । কেন ? সেই কারণ অজানা । তবে দুই অভিনেতারই কনট্র্যাক্ট ছিল যশরাজ ফিল্মসের সঙ্গে । কিন্তু দড়ি টানাটানিতে রণবীরেরই জয় । যদিও বক্স অফিসে 'বেফিকরে' চূড়ান্ত অসফল হয় ।

Sushant Singh Rajput lost these films
ছবি সৌজন্যে ডাব্বু রত্নানি..

সুশান্তের জীবনে আরও একটা কালো ছায়া হয়ে আসে লকডাউন । ভাবুন তো, লকডাউন না থাকলে, সুশান্ত নিশ্চয়ই কোনও ফিল্মের সেটে থাকতেন । হাসি মুখে, প্রবল ইচ্ছেশক্তিকে সঙ্গী করে । এমন তো নয়, যে সুশান্তের হাতে কাজ ছিল না । ছিল একাধিক প্রোজেক্ট । লকডাউন না হলে তেমনই কোনও একটা ফিল্মের সেটে থাকতেন তিনি । তাহলে কি ডিপ্রেশনের থাবা থেকে বেরিয়ে আসতে পারতেন ? সেই উত্তরও আজ নীরব ।

Sushant Singh Rajput lost these films
ছবি সৌজন্যে ইউটিউব..

বলিউডের সায়েন্স ফিকশন 'চন্দা মামা দূর কে'-তে অভিনয় করার কথা ছিল সুশান্তের । রুমি জাফরির পরিচালনায় তাঁর কাজ করার কথা ছিল রিয়া চক্রবর্তীর সঙ্গেও । সন্দীপ সিং জানান যে, সুশান্তের সঙ্গে 'বন্দে মাতরম' নামে এক দেশাত্মবোধক ছবি তৈরির সব পরিকল্পনা করা হয়ে গেছিল । 1962-র ভারত-চিন যুদ্ধের উপর 'রাইফেলম্যান' ছবিটিও ছিল সুশান্তের ঝুলিতে । তার পরেও কেন ডিপ্রেশনে ছিলেন তিনি ? ছবিগুলোর ভবিষ্যৎ নিয়ে কি দ্বিধায় ছিলেন অভিনেতা ? উত্তর খুঁজছে সবাই ।

Sushant Singh Rajput lost these films
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া..

আত্মহত্যা করে সুশান্ত শান্তি পেয়েছেন কিনা জানা নেই । মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তাঁর মধ্যে কী চলছিল, সেটাও অজানা । ক্যারিয়ার নাকি একেবারেই অন্য কোনও কারণে এই পথ বেছে নিলেন তিনি সেটা খতিয়ে দেখবে পুলিশ । তবে তাঁর মৃত্যু যে ইন্ডাস্ট্রির একটা বড়সড় ক্ষতি সেটা আর বলার অপেক্ষা রাখে না । সুশান্ত সিং রাজপুতের আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আলোচনা আর সেই নিয়ে পর্যালোচনার অন্ত নেই । তাঁর আত্মহত্যার কারণ খুঁজে চলেছেন সেলেব্রিটি থেকে শুরু করে নেটিজেন, মুম্বই পুলিশ ও তাঁর পরিবারের মানুষগুলো । অভিনেতার শোকে একের পর এক আত্মহত্য়ার খবর উড়ে আসছে । কিন্তু, ঠিক কী হয়েছিল সুশান্তের সঙ্গে ? শোনা গেছে একাধিক ছবি হাতছাড়া হয়ে গেছিল সুশান্তের, তাই নাকি তিনি সামলাতে পারেননি নিজেকে । ছবিগুলো থাকলে কি মিস্টার রাজপুতের গল্পটা কি অন্যরকম হত ?

Sushant Singh Rajput lost these films
ছবি সৌজন্যে ডাব্বু রত্নানি..

'আশিকি 2' বা 'সড়ক 2' ছবির জন্য বেশ আগ্রহী ছিলেন সুশান্ত । মহেশ ভাটের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা । অডিশন দিয়েছিলেন একাধিকবার । খুব আশা করেছিলেন যে ছবিটা বোধহয় তাঁর কাছেই আসবে । কিন্তু, শেষমুহূর্তে দু'টো ছবিই গিয়ে পড়ে আদিত্য রায় কাপুরের ঝুলিতে । মন ভেঙে যায় সুশান্তের । ছবিগুলো থাকলে কি এতটা ভেঙে পড়তেন না তিনি ?

Sushant Singh Rajput lost these films
ছবি সৌজন্যে ইউটিউব

'রামলীলা' রণবীরের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট । হারিয়ে যেতে যেতে ঘুরে দাঁড়ায় ছেলেটা । তবে জানেন কি এই আইকনিক চরিত্র সুশান্তের করার কথা ছিল ? হ্যাঁ, রামলীলার রাম তাঁরই হওয়ার কথা ছিল । তবে সেটা হল না । হলে কি রণবীরের মতো সুশান্তের ক্যারিয়ারও ঝলমল করে উঠত ? তিনিও কি বলিউডের প্রথম সারিতে ঢুকতে পারতেন ? না, এই উত্তরও আর পাওয়া যাবে না ।

ছবি সৌজন্যে সোশাল মিডিয়া..
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া..

সুশান্ত দাগা খেয়েছেন যশরাজ ফিল্মসের কাছ থেকেও । শোনা যায়, 'বেফিকরে' ছবির জন্য প্রায় সিলেক্টেড হয়ে গেছিলেন সুশান্ত । সব ঠিকঠাক, আর এমন সময়েই মাথায় হাত ! ছবি চলে গেল রণবীর সিংয়ের কাছে । কেন ? সেই কারণ অজানা । তবে দুই অভিনেতারই কনট্র্যাক্ট ছিল যশরাজ ফিল্মসের সঙ্গে । কিন্তু দড়ি টানাটানিতে রণবীরেরই জয় । যদিও বক্স অফিসে 'বেফিকরে' চূড়ান্ত অসফল হয় ।

Sushant Singh Rajput lost these films
ছবি সৌজন্যে ডাব্বু রত্নানি..

সুশান্তের জীবনে আরও একটা কালো ছায়া হয়ে আসে লকডাউন । ভাবুন তো, লকডাউন না থাকলে, সুশান্ত নিশ্চয়ই কোনও ফিল্মের সেটে থাকতেন । হাসি মুখে, প্রবল ইচ্ছেশক্তিকে সঙ্গী করে । এমন তো নয়, যে সুশান্তের হাতে কাজ ছিল না । ছিল একাধিক প্রোজেক্ট । লকডাউন না হলে তেমনই কোনও একটা ফিল্মের সেটে থাকতেন তিনি । তাহলে কি ডিপ্রেশনের থাবা থেকে বেরিয়ে আসতে পারতেন ? সেই উত্তরও আজ নীরব ।

Sushant Singh Rajput lost these films
ছবি সৌজন্যে ইউটিউব..

বলিউডের সায়েন্স ফিকশন 'চন্দা মামা দূর কে'-তে অভিনয় করার কথা ছিল সুশান্তের । রুমি জাফরির পরিচালনায় তাঁর কাজ করার কথা ছিল রিয়া চক্রবর্তীর সঙ্গেও । সন্দীপ সিং জানান যে, সুশান্তের সঙ্গে 'বন্দে মাতরম' নামে এক দেশাত্মবোধক ছবি তৈরির সব পরিকল্পনা করা হয়ে গেছিল । 1962-র ভারত-চিন যুদ্ধের উপর 'রাইফেলম্যান' ছবিটিও ছিল সুশান্তের ঝুলিতে । তার পরেও কেন ডিপ্রেশনে ছিলেন তিনি ? ছবিগুলোর ভবিষ্যৎ নিয়ে কি দ্বিধায় ছিলেন অভিনেতা ? উত্তর খুঁজছে সবাই ।

Sushant Singh Rajput lost these films
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া..

আত্মহত্যা করে সুশান্ত শান্তি পেয়েছেন কিনা জানা নেই । মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তাঁর মধ্যে কী চলছিল, সেটাও অজানা । ক্যারিয়ার নাকি একেবারেই অন্য কোনও কারণে এই পথ বেছে নিলেন তিনি সেটা খতিয়ে দেখবে পুলিশ । তবে তাঁর মৃত্যু যে ইন্ডাস্ট্রির একটা বড়সড় ক্ষতি সেটা আর বলার অপেক্ষা রাখে না । সুশান্ত সিং রাজপুতের আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।

Last Updated : Jun 22, 2020, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.