ETV Bharat / sitara

সহ অভিনেতার সমান পারিশ্রমিক চাই : করিনা - Would love to get paid as much as my male costars

সম্প্রতি একটি ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ভাট, করিনা কাপুর ও করণ জোহরকে । সেখানেই পারিশ্রমিকের ভেদাভেদ নিয়ে বেবোকে প্রশ্ন করেন সাংবাদিকরা । তিনি বলেন, "ছবি ছেড়ে বেরিয়ে যাওয়া আলাদা বিষয় । কিন্তু, আমি সহ অভিনেতার সমান পারিশ্রমিক চাই ।"

ছবি
author img

By

Published : Oct 14, 2019, 11:13 PM IST

মুম্বই : লিঙ্গ ও পারিশ্রমিক নিয়ে ভেদাভেদ বলিউডের একটা চর্চিত বিষয় । বিভিন্ন ক্ষেত্রেই বার বার ফিরে আসে এই বিতর্ক । পারিশ্রমিকের ভেদাভেদ নিয়ে করিনা কাপুর খানকে একটি প্রশ্ন করা হয় । তাতে অবশ্য বেবো সাফ জানিয়ে দেন, "সহ অভিনেতার সমান পারিশ্রমিক চাই আমি ।"

সম্প্রতি একটি ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ভাট, করিনা কাপুর ও করণ জোহরকে । সেখানেই পারিশ্রমিকের ভেদাভেদ নিয়ে বেবোকে প্রশ্ন করেন সাংবাদিকরা । তিনি বলেন, "ছবি ছেড়ে বেরিয়ে যাওয়া আলাদা বিষয় । কিন্তু, আমি সহ অভিনেতার সমান পারিশ্রমিক চাই ।"

১৯ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত করিনা । দর্শকদের একাধিক ছবি উপহার দিয়েছেন তিনি । ধরমা প্রোডাকশনের আপকামিং ছবি 'গুড নিউজ়ে' অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাঁকে । শোনা যাচ্ছে এই ছবির জন্য অক্ষয় ও করিনাকে সমান পারিশ্রমিক দেওয়া হচ্ছে ।

একথা শোনার পর করণ জোহর বলেন, "ছবির অর্থনীতি সম্পর্কে অনেকেই বোঝেন না । না বুঝেই অনেকে ভুলভাল মন্তব্য করেন । আমি একমাত্র ব্যক্তি যে সব সময় সঠিক পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করি । অনেক ক্ষেত্রে সেটা করিও । অনেক মহিলা পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্যতা রাখে । আবার পুরুষরাও নিজেদের কাজ ও ট্যালেন্ট দিয়ে পরিশ্রমিক আদায় করে নেন । এর কোনও বাধা ধরা নিয়ম নেই । আমি পারিশ্রমিক দেওয়ার ও ভালোবাসার ক্ষেত্রে সমতা বজায় রাখি । "

তবে পারশ্রমিক নিয়ে কোনও মাথা ব্যথা নেই আলিয়ার । পারিশ্রমিকের ভেদাভেদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যে পারিশ্রমিক আমাকে দেওয়া হয় তা নিয়ে আমি খুশি ।"

মুম্বই : লিঙ্গ ও পারিশ্রমিক নিয়ে ভেদাভেদ বলিউডের একটা চর্চিত বিষয় । বিভিন্ন ক্ষেত্রেই বার বার ফিরে আসে এই বিতর্ক । পারিশ্রমিকের ভেদাভেদ নিয়ে করিনা কাপুর খানকে একটি প্রশ্ন করা হয় । তাতে অবশ্য বেবো সাফ জানিয়ে দেন, "সহ অভিনেতার সমান পারিশ্রমিক চাই আমি ।"

সম্প্রতি একটি ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ভাট, করিনা কাপুর ও করণ জোহরকে । সেখানেই পারিশ্রমিকের ভেদাভেদ নিয়ে বেবোকে প্রশ্ন করেন সাংবাদিকরা । তিনি বলেন, "ছবি ছেড়ে বেরিয়ে যাওয়া আলাদা বিষয় । কিন্তু, আমি সহ অভিনেতার সমান পারিশ্রমিক চাই ।"

১৯ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত করিনা । দর্শকদের একাধিক ছবি উপহার দিয়েছেন তিনি । ধরমা প্রোডাকশনের আপকামিং ছবি 'গুড নিউজ়ে' অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাঁকে । শোনা যাচ্ছে এই ছবির জন্য অক্ষয় ও করিনাকে সমান পারিশ্রমিক দেওয়া হচ্ছে ।

একথা শোনার পর করণ জোহর বলেন, "ছবির অর্থনীতি সম্পর্কে অনেকেই বোঝেন না । না বুঝেই অনেকে ভুলভাল মন্তব্য করেন । আমি একমাত্র ব্যক্তি যে সব সময় সঠিক পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করি । অনেক ক্ষেত্রে সেটা করিও । অনেক মহিলা পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্যতা রাখে । আবার পুরুষরাও নিজেদের কাজ ও ট্যালেন্ট দিয়ে পরিশ্রমিক আদায় করে নেন । এর কোনও বাধা ধরা নিয়ম নেই । আমি পারিশ্রমিক দেওয়ার ও ভালোবাসার ক্ষেত্রে সমতা বজায় রাখি । "

তবে পারশ্রমিক নিয়ে কোনও মাথা ব্যথা নেই আলিয়ার । পারিশ্রমিকের ভেদাভেদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যে পারিশ্রমিক আমাকে দেওয়া হয় তা নিয়ে আমি খুশি ।"

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.