ETV Bharat / sitara

সিনেমা দুনিয়ায় মহিলারা অনেকটা অগ্রসর হয়েছে : গুলজ়ার

গুলজ়ার, অক্ষরের দুনিয়ায় অন্যতম বড় ম্যাজিশিয়ান, মনে করেন যে, সিনেমা দুনিয়ায় মহিলারা অনেকটা অগ্রসর হয়েছে ।

Deepika Padukone latest news
Deepika Padukone latest news
author img

By

Published : Jan 4, 2020, 1:39 PM IST

মুম্বই : 'ছপক'-এর মিউজ়িক লঞ্চে পরিচালক কন্যা মেঘনা গুলজ়ারের পাশে ছিলেন বাবা গুলজ়ার । নানা চ্যালেঞ্জিং বিষয় নিয়ে মেয়ের তৈরি ছবি দেখে বাবা হিসেবে গর্বিত গুলজ়ার ।

'ছপক'-এর গান লিখেছেন গুলজ়ার । মেঘনাকে তিনি বললেন, "তুমি আমায় কোনওদিন সহজ কাজ দাওনি আর তুমি নিজেও কোনওদিন সহজ কাজ করোনি । আমরা সবাই এই ছবির মিউজ়িক তৈরিতে একসঙ্গে কাজ করেছি । 'ছপক' নামটা যেভাবে ব্যবহার হয়েছে সেটাও পারফেক্ট, এর মধ্যে একটা সাউন্ড এফেক্ট আছে ।"

গুলজ়ার আরও বলেন যে, সিনেমা দুনিয়ায় এখন মহিলারা অনেক বেশি সক্রিয় । আগে যেখানে ইন্ডাস্ট্রিতে মহিলাদের খুঁজে পাওয়া যেত না, খুব বেশি হলে হেয়ারড্রেসারের ভূমিকায় পাওয়া যেত, এখন তাঁদের মধ্যে থেকে উঠে আসছেন পরিচালক, লেখিকা, পারফর্মার, প্রযোজক । এখন সিনেমাও লেখা হচ্ছে মহিলাদের কেন্দ্র করে, যা নিয়ে উচ্ছ্বসিত গুলজ়ার ।

মেয়েদের এই এগিয়ে আসা দেখে নিশ্চিন্ত গুলজ়ার । তিনি জানেন যে, মেয়েরা এখন নিজেদের খেয়াল রাখতে পারে, কোনও পুরুষের সাহায্য ছাড়াই । ভিডিয়োতে শুনে নিন গুলজ়ারের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

মুম্বই : 'ছপক'-এর মিউজ়িক লঞ্চে পরিচালক কন্যা মেঘনা গুলজ়ারের পাশে ছিলেন বাবা গুলজ়ার । নানা চ্যালেঞ্জিং বিষয় নিয়ে মেয়ের তৈরি ছবি দেখে বাবা হিসেবে গর্বিত গুলজ়ার ।

'ছপক'-এর গান লিখেছেন গুলজ়ার । মেঘনাকে তিনি বললেন, "তুমি আমায় কোনওদিন সহজ কাজ দাওনি আর তুমি নিজেও কোনওদিন সহজ কাজ করোনি । আমরা সবাই এই ছবির মিউজ়িক তৈরিতে একসঙ্গে কাজ করেছি । 'ছপক' নামটা যেভাবে ব্যবহার হয়েছে সেটাও পারফেক্ট, এর মধ্যে একটা সাউন্ড এফেক্ট আছে ।"

গুলজ়ার আরও বলেন যে, সিনেমা দুনিয়ায় এখন মহিলারা অনেক বেশি সক্রিয় । আগে যেখানে ইন্ডাস্ট্রিতে মহিলাদের খুঁজে পাওয়া যেত না, খুব বেশি হলে হেয়ারড্রেসারের ভূমিকায় পাওয়া যেত, এখন তাঁদের মধ্যে থেকে উঠে আসছেন পরিচালক, লেখিকা, পারফর্মার, প্রযোজক । এখন সিনেমাও লেখা হচ্ছে মহিলাদের কেন্দ্র করে, যা নিয়ে উচ্ছ্বসিত গুলজ়ার ।

মেয়েদের এই এগিয়ে আসা দেখে নিশ্চিন্ত গুলজ়ার । তিনি জানেন যে, মেয়েরা এখন নিজেদের খেয়াল রাখতে পারে, কোনও পুরুষের সাহায্য ছাড়াই । ভিডিয়োতে শুনে নিন গুলজ়ারের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...
Intro:Body:

সিনেমা দুনিয়ায় মহিলারা অনেকটা অগ্রসর হয়েছে : গুলজ়ার



গুলজ়ার, শব্দের দুনিয়ায় অন্যতম বড় ম্যাজিশিয়ান, মনে করেন যে, সিনেমা দুনিয়ায় মহিলারা অনেকটা অগ্রসর হয়েছে ।



মুম্বই : 'ছপক'-এর মিউজ়িক লঞ্চে পরিচালক কন্যা মেঘনা গুলজ়ারের পাশে ছিলেন বাবা গুলজ়ার । নানা চ্যালেঞ্জিং বিষয় নিয়ে মেয়ের তৈরি ছবি দেখে বাবা হিসেবে গর্বিত গুলজ়ার ।



'ছপক'-এর গান লিখেছেন গুলজ়ার । মেঘনাকে তিনি বললেন, "তুমি আমায় কোনওদিন সহজ কাজ দাওনি আর তুমি নিজেও কোনওদিন সহজ কাজ করোনি । আমরা সবাই এই ছবির মিউজ়িক তৈরিতে একসঙ্গে কাজ করেছি । 'ছপক' নামটা যেভাবে ব্যবহার হয়েছে সেটাও পারফেক্ট, এর মধ্যে একটা সাউন্ড এফেক্ট আছে ।"



গুলজ়ার আরও বলেন যে, সিনেমা দুনিয়ায় এখন মহিলারা অনেক বেশি সক্রিয় । আগে যেখানে ইন্ডাস্ট্রিতে মহিলাদের খুঁজে পাওয়া যেত না, খুব বেশি হলে হেয়ারড্রেসারের ভূমিকায় পাওয়া যেত, এখন তাঁদের মধ্যে থেকে উঠে আসছেন পরিচালক, লেখিকা, পারফর্মার, প্রযোজক । এখন সিনেমাও লেখা হচ্ছে মহিলাদের কেন্দ্র করে, যা নিয়ে উচ্ছ্বসিত গুলজ়ার ।



মেয়েদের এই এগিয়ে আসা দেখে নিশ্চিন্ত গুলজ়ার । তিনি জানেন যে, মেয়েরা এখন নিজেদের খেয়াল রাখতে পারে, কোনও পুরুষের সাহায্য ছাড়াই । ভিডিয়োতে শুনে নিন গুলজ়ারের বক্তব্য...  






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.