ETV Bharat / sitara

"বিনা পরিশ্রমে জীবনে কিছুই মেলে না", জন্মদিনেও বাবার দেখানো পথে অমিতাভ - amitabh bachchan on his birthday

"কাজ না করলে জীবনে কোনও কিছুই পাওয়া সম্ভব নয় ।" একথা অমিতাভকে বলেছিলেন তাঁর বাবা হরিবংশ রাই । এই উপদেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি । তাই জন্মদিনের শুরুটাও করলেন কাজ দিয়েই । গতকাল মাঝরাত পর্যন্ত কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ।

jkh
hjg
author img

By

Published : Oct 11, 2020, 11:09 AM IST

মুম্বই : বলিউডের শাহেনশা তিনি । তাঁর অভিনয়ের জাদু এবং গম্ভীর ও ব্যারিটন কণ্ঠস্বরে মুগ্ধ গোটা বিশ্ব । তিনি অমিতাভ বচ্চন । আজ 78 বছরে পা দিলেন তিনি । তবে তাঁর জন্মদিনের শুরুটা হল কিছুটা অন্যভাবেই । আর তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি ।

"পরিশ্রম না করলে জীবনে কোনও কিছুই পাওয়া সম্ভব নয় ।" একথা অমিতাভকে বলেছিলেন তাঁর বাবা হরিবংশ রাই । এই উপদেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি । তাই জন্মদিনের শুরুটাও করলেন কাজ দিয়েই । গতকাল মাঝরাত পর্যন্ত কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ।

টুইটারে একটি পোস্ট করেন বি গি । সেখানে 'কউন বনেগা ক্রোড়পতি'-র সেটে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন । সেখানে ডাবিং স্টুডিয়োর মধ্যে ক্যাজ়ুয়াল পোশাকে দেখা গিয়েছে । এই ছবির ক্যাপশনে লেখেন, "কাজের জায়গায়...সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত KBC-র শুটিং...তারপর এখানে, রেকর্ডিং...মাঝরাত পর্যন্ত...বিনা পরিশ্রমে জীবনে কিছুই পাওয়া সম্ভব নয় । বাবা বলেছিলেন । যতদিন জীবন আছে ততদিন সংঘর্ষ আছে ।"

  • T 3686 - ... at work .. KBC from 9 am to 9 pm .. then here , at recording .. till beyond midnight .. बिना मेहनत के जीवन में कुछ मिलता नहीं ।
    बाबूजी कहते थे " जब तक जीवन है तब तक संघर्ष है " 🙏🙏🙏 pic.twitter.com/MuLclny2mk

    — Amitabh Bachchan (@SrBachchan) October 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিবছর 11 অক্টোবর সকালে জলসার সামনে ভিড় জমান অনুরাগীরা । ওইদিন অনুরাগীদের সঙ্গে বাড়ির বাইরে এসে দেখা করেন বিগ বি । কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে সেই চেনা ছবিটা আজ আর দেখা যাচ্ছে না । একেবারেই অন্যরকম । তবে সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা । আর তাঁদের ধন্যবাদও জানিয়েছেন অমিতাভ । টুইটারে লেখেন, "ভালোবাসার এই সম্পদই 11 তারিখের সেরা পাওনা আমার কাছে । এর থেকে বেশি কিছুই চাইতে পারি না ।"

  • T 3687 - .. your generosity and love be the greatest gift for me for the 11th .. I cannot possibly ask for more ..🙏 pic.twitter.com/Val1wZCMNh

    — Amitabh Bachchan (@SrBachchan) October 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : বলিউডের শাহেনশা তিনি । তাঁর অভিনয়ের জাদু এবং গম্ভীর ও ব্যারিটন কণ্ঠস্বরে মুগ্ধ গোটা বিশ্ব । তিনি অমিতাভ বচ্চন । আজ 78 বছরে পা দিলেন তিনি । তবে তাঁর জন্মদিনের শুরুটা হল কিছুটা অন্যভাবেই । আর তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি ।

"পরিশ্রম না করলে জীবনে কোনও কিছুই পাওয়া সম্ভব নয় ।" একথা অমিতাভকে বলেছিলেন তাঁর বাবা হরিবংশ রাই । এই উপদেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি । তাই জন্মদিনের শুরুটাও করলেন কাজ দিয়েই । গতকাল মাঝরাত পর্যন্ত কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ।

টুইটারে একটি পোস্ট করেন বি গি । সেখানে 'কউন বনেগা ক্রোড়পতি'-র সেটে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন । সেখানে ডাবিং স্টুডিয়োর মধ্যে ক্যাজ়ুয়াল পোশাকে দেখা গিয়েছে । এই ছবির ক্যাপশনে লেখেন, "কাজের জায়গায়...সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত KBC-র শুটিং...তারপর এখানে, রেকর্ডিং...মাঝরাত পর্যন্ত...বিনা পরিশ্রমে জীবনে কিছুই পাওয়া সম্ভব নয় । বাবা বলেছিলেন । যতদিন জীবন আছে ততদিন সংঘর্ষ আছে ।"

  • T 3686 - ... at work .. KBC from 9 am to 9 pm .. then here , at recording .. till beyond midnight .. बिना मेहनत के जीवन में कुछ मिलता नहीं ।
    बाबूजी कहते थे " जब तक जीवन है तब तक संघर्ष है " 🙏🙏🙏 pic.twitter.com/MuLclny2mk

    — Amitabh Bachchan (@SrBachchan) October 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিবছর 11 অক্টোবর সকালে জলসার সামনে ভিড় জমান অনুরাগীরা । ওইদিন অনুরাগীদের সঙ্গে বাড়ির বাইরে এসে দেখা করেন বিগ বি । কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে সেই চেনা ছবিটা আজ আর দেখা যাচ্ছে না । একেবারেই অন্যরকম । তবে সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা । আর তাঁদের ধন্যবাদও জানিয়েছেন অমিতাভ । টুইটারে লেখেন, "ভালোবাসার এই সম্পদই 11 তারিখের সেরা পাওনা আমার কাছে । এর থেকে বেশি কিছুই চাইতে পারি না ।"

  • T 3687 - .. your generosity and love be the greatest gift for me for the 11th .. I cannot possibly ask for more ..🙏 pic.twitter.com/Val1wZCMNh

    — Amitabh Bachchan (@SrBachchan) October 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.