ETV Bharat / sitara

"রিয়ার সঙ্গে এই ব্যবহার দেখে কি সুশান্তের ভালো লাগত ?" প্রশ্ন শত্রুঘ্নর - শত্রুঘ্ন সিনহার খবর

সুশান্ত সিং রাজপুতের ফ্যানেদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন শত্রুঘ্ন সিনহা । রিয়া চক্রবর্তীর সঙ্গে সোশাল মিডিয়ায় যে ব্যবহারটা করা হচ্ছে, জাতীয় সংবাদমাধ্যম যেভাবে রিয়াকে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করে দিয়েছে, তা দেখে কি সুশান্তের ভালো লাগত ?

Sushant Singh Rajput relationship with Rhea chakrabarty
Sushant Singh Rajput relationship with Rhea chakrabarty
author img

By

Published : Sep 7, 2020, 9:14 AM IST

মুম্বই : এই সময়ে দাঁড়িয়ে ভারতের সবথেকে বড় অপরাধী রিয়া চক্রবর্তী । তাঁকে নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশাল মিডিয়ায় যা চলছে, তা নিয়ে সরব হয়েছেন অনেকেই । বিশেষ করে গতকাল NCB-র অফিসে ঢোকার সময়ে মিডিয়ার লোকজন যেভাবে হামলে পড়ে তাঁর উপর, তাই দেখে চমকেছেন সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষও । মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, "আমি মেয়েটিকে চিনি না । তবে এটুকু জানি যে, ও সুশান্ত সিং রাজপুতের কাছের মানুষ ছিল । আমি সুশান্তের ফ্যানেদের প্রশ্ন করতে চাই, রিয়ার সঙ্গে যে ব্যবহারটা করা হচ্ছে, তা দেখে কি সুশান্তের ভালো লাগত ?"

মিডিয়া থেকে হারিয়ে যাওয়া সেলেবরা, যারা সুশান্ত মামলাকে হাতিয়ার করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে কটাক্ষ করেছেন শত্রুঘ্ন ।

তিনি বলেছেন, "অনেকেই দেখছি নিজের ব্যক্তিগত মত জানাচ্ছেন সুশান্তের ব্যাপারে । তাদের মধ্যে কয়েকজনকে অনেকদিন ধরে খবরে দেখা যায়নি । এই সুযোগে তারা নিজেরা প্রাসঙ্গিক হতে চাইছেন । খুব দুঃখের এটা ।"

খুব কি ভুল কিছু বলেছেন শত্রুঘ্ন ? সোশাল মিডিয়ার ন্যায় আদালতে এতদিনে রিয়ারে শূলে চড়িয়ে দেওয়া হয়েছে । সুপ্রিম কোর্টের উপর কি আমরা একটু ভরসা করতে পারি না ? প্রশ্ন তুলছেন অনেকেই ।

মুম্বই : এই সময়ে দাঁড়িয়ে ভারতের সবথেকে বড় অপরাধী রিয়া চক্রবর্তী । তাঁকে নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশাল মিডিয়ায় যা চলছে, তা নিয়ে সরব হয়েছেন অনেকেই । বিশেষ করে গতকাল NCB-র অফিসে ঢোকার সময়ে মিডিয়ার লোকজন যেভাবে হামলে পড়ে তাঁর উপর, তাই দেখে চমকেছেন সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষও । মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, "আমি মেয়েটিকে চিনি না । তবে এটুকু জানি যে, ও সুশান্ত সিং রাজপুতের কাছের মানুষ ছিল । আমি সুশান্তের ফ্যানেদের প্রশ্ন করতে চাই, রিয়ার সঙ্গে যে ব্যবহারটা করা হচ্ছে, তা দেখে কি সুশান্তের ভালো লাগত ?"

মিডিয়া থেকে হারিয়ে যাওয়া সেলেবরা, যারা সুশান্ত মামলাকে হাতিয়ার করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে কটাক্ষ করেছেন শত্রুঘ্ন ।

তিনি বলেছেন, "অনেকেই দেখছি নিজের ব্যক্তিগত মত জানাচ্ছেন সুশান্তের ব্যাপারে । তাদের মধ্যে কয়েকজনকে অনেকদিন ধরে খবরে দেখা যায়নি । এই সুযোগে তারা নিজেরা প্রাসঙ্গিক হতে চাইছেন । খুব দুঃখের এটা ।"

খুব কি ভুল কিছু বলেছেন শত্রুঘ্ন ? সোশাল মিডিয়ার ন্যায় আদালতে এতদিনে রিয়ারে শূলে চড়িয়ে দেওয়া হয়েছে । সুপ্রিম কোর্টের উপর কি আমরা একটু ভরসা করতে পারি না ? প্রশ্ন তুলছেন অনেকেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.