মুম্বই, 17 জুন : স্টারকিড হিসেবে সব সময় লাইম লাইটে থাকেন জাহ্নবী কাপুর । প্রথম সিনেমা 'ধড়ক' থেকেই দর্শক মনে সাড়া জাগিয়েছেন শ্রীদেবি কন্যা । অভিনয়ের সঙ্গে সঙ্গে নাচেও বেশ পারদর্শী তিনি । মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে তাঁর বিভিন্ন ধরনের নাচের ভিডিয়ো । সম্প্রতি শাহরুখের 'অশোকা' ছবির গানে বেলি ড্যান্স করে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তোলেন করগিল গার্ল ।
করোনা আবহে সকলের জীবনই ঘরবন্দি । তাই একটু প্রকোপ কমতেই প্রকৃতির সান্নিধ্যে এলেন অভিনেত্রী । সমুদ্র সৈকতে ফুরফুরে মেজাজে শ্রীদেবি কন্যা । নিজের ইন্সটা হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করলেন । কিন্তু জায়গাটি কোথায় সেই সম্পর্কে মুখে কুলুপ এটেঁছেন তিনি । সুইমিং কস্টিউম পরে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ালেন । তবে আরও একটি ছবি পোষ্ট করে নেট জনতাদের নজর কেড়েছেন তিনি । সমুদ্র সৈকতে জাহ্নবীর সঙ্গে দেখা গেল একটি যুবককে । ছবি আপলোড হতেই ভক্তদের মনে একাধিক প্রশ্ন এই যুবককে নিয়ে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অরহান অতরামানি নামের এই যুবক জাহ্নবীর খুবই কাছের বন্ধু । অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করছেন তিনি । জাহ্নবী-সহ সারা, আলাভিয়া জাফেরি প্রমুখ স্টারকিডদেরও খুব কাছের বন্ধু তিনি । উল্লেখ্য, জাহ্নবীকে পরবর্তী 'দোস্তানা 2' এবং 'লাক জেরি' এই দুটি ছবিতে দেখা যাবে ।