ETV Bharat / sitara

জীবনে বাবা-মায়ের শূন্যতা পূরণ করতে অভিনয়কে বেছে নিয়েছিলেন শাহরুখ - শাহরুখ খান

2018 সালে মুক্তি পেয়েছিল রানি মুখার্জির 'হিচকি'। এই ছবি প্রচারের সময় ইন্ডাস্ট্রির বন্ধুদের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন রানি । তখন শাহরুখের সাক্ষাৎকারও নিয়েছিলেন । আর সেখানেই বাবা-মায়ের মৃত্যু পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করেছিলেন কিং খান ।

asd
asd
author img

By

Published : Nov 30, 2020, 10:58 AM IST

Updated : Nov 30, 2020, 11:32 AM IST

মুম্বই : একজন আউটসাইডার হিসেবেই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি । অভিনয় দক্ষতার জোরে মন জয় করে নিয়েছিলেন দর্শকদের । ধীরে ধীরে হয়ে ওঠেন সুপারস্টার । তবে একজন অভিনেতা থেকে তাঁর সুপারস্টার হয়েও ওঠার যাত্রাটা দেখে যেতে পারেননি বাবা-মা । কারণ খুব কম বয়সেই তাঁদের হারিয়েছিলেন শাহরুখ খান । যার জন্য আজও আক্ষেপ হয় তাঁর । আর সেই শূন্যতা পূরণ করার জন্যই অভিনয় শুরু করেছিলেন তিনি ।

2018 সালে মুক্তি পেয়েছিল রানি মুখার্জির 'হিচকি'। এই ছবি প্রচারের সময় ইন্ডাস্ট্রির বন্ধুদের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন রানি । তখন শাহরুখের সাক্ষাৎকারও নিয়েছিলেন । আর সেখানেই বাবা-মায়ের মৃত্যু পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করেছিলেন কিং খান ।

শাহরুখ বলেছিলেন, "আমার জীবনে সবথেকে কষ্টের মুহূর্ত হল বাবা-মাকে হারানো । মাত্র 15 বছর বয়সেই বাবাকে হারাই । এরপর 26 বছর বয়সে হারাই মাকে । এটা আমার ও বোনের কাছে খুবই কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল । অভিভাবকদের ছাড়া ফাঁকা বাড়িটা আমাদের যেন গিলে খেতে আসত । বাবা-মাকে হারানোর পর যে কষ্ট হয়েছিল সেটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না । খুব একা হয়ে পড়েছিলাম ।"

আর সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য অভিনয় শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান শাহরুখ । কারণ তার মাধ্যমেই একমাত্র নিজের মনের ভাব প্রকাশ করার সুযোগ পাওয়া যাবে বলে ভেবেছিলেন তিনি । এ প্রসঙ্গে বলেন, "এই শূন্যতা পূরণ করার জন্য অভিনয় শুরু করি । পরে জানতে পেরেছিলাম বাবা ও মায়ের ক্যানসার হয়েছিল । একেবারে শেষ মুহূর্তে গিয়ে ধরা পড়েছিল । তাদের মৃত্যুর পর কী করব সেটা বুঝতে পারছিলাম না । এরপর একদিন রাতে ঠিক করি এই কষ্ট কাটিয়ে ওঠার জন্য আমাকে কিছু করতে হবে । তখনই অভিনয়ের কথা মাথায় আসে । আর সেই সময়ই প্রথম ব্রেকে পেয়ে যাই । আমার কাছে অভিনয় শুধুমাত্র কাজ নয়, নিজের অনুভূতি প্রকাশের একটা জায়গা ।" আর এর জেরেই দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি ।

2018 সালে মুক্তি পেয়েছিল শাহরুখের 'জ়িরো'। তারপর আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে । তবে শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী ছবি 'পাঠান'। সেখানে দীপিকা পাডুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এছাড়াও দেখা যাবে জন আব্রাহামকে ।

মুম্বই : একজন আউটসাইডার হিসেবেই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি । অভিনয় দক্ষতার জোরে মন জয় করে নিয়েছিলেন দর্শকদের । ধীরে ধীরে হয়ে ওঠেন সুপারস্টার । তবে একজন অভিনেতা থেকে তাঁর সুপারস্টার হয়েও ওঠার যাত্রাটা দেখে যেতে পারেননি বাবা-মা । কারণ খুব কম বয়সেই তাঁদের হারিয়েছিলেন শাহরুখ খান । যার জন্য আজও আক্ষেপ হয় তাঁর । আর সেই শূন্যতা পূরণ করার জন্যই অভিনয় শুরু করেছিলেন তিনি ।

2018 সালে মুক্তি পেয়েছিল রানি মুখার্জির 'হিচকি'। এই ছবি প্রচারের সময় ইন্ডাস্ট্রির বন্ধুদের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন রানি । তখন শাহরুখের সাক্ষাৎকারও নিয়েছিলেন । আর সেখানেই বাবা-মায়ের মৃত্যু পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করেছিলেন কিং খান ।

শাহরুখ বলেছিলেন, "আমার জীবনে সবথেকে কষ্টের মুহূর্ত হল বাবা-মাকে হারানো । মাত্র 15 বছর বয়সেই বাবাকে হারাই । এরপর 26 বছর বয়সে হারাই মাকে । এটা আমার ও বোনের কাছে খুবই কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল । অভিভাবকদের ছাড়া ফাঁকা বাড়িটা আমাদের যেন গিলে খেতে আসত । বাবা-মাকে হারানোর পর যে কষ্ট হয়েছিল সেটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না । খুব একা হয়ে পড়েছিলাম ।"

আর সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য অভিনয় শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান শাহরুখ । কারণ তার মাধ্যমেই একমাত্র নিজের মনের ভাব প্রকাশ করার সুযোগ পাওয়া যাবে বলে ভেবেছিলেন তিনি । এ প্রসঙ্গে বলেন, "এই শূন্যতা পূরণ করার জন্য অভিনয় শুরু করি । পরে জানতে পেরেছিলাম বাবা ও মায়ের ক্যানসার হয়েছিল । একেবারে শেষ মুহূর্তে গিয়ে ধরা পড়েছিল । তাদের মৃত্যুর পর কী করব সেটা বুঝতে পারছিলাম না । এরপর একদিন রাতে ঠিক করি এই কষ্ট কাটিয়ে ওঠার জন্য আমাকে কিছু করতে হবে । তখনই অভিনয়ের কথা মাথায় আসে । আর সেই সময়ই প্রথম ব্রেকে পেয়ে যাই । আমার কাছে অভিনয় শুধুমাত্র কাজ নয়, নিজের অনুভূতি প্রকাশের একটা জায়গা ।" আর এর জেরেই দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি ।

2018 সালে মুক্তি পেয়েছিল শাহরুখের 'জ়িরো'। তারপর আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে । তবে শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী ছবি 'পাঠান'। সেখানে দীপিকা পাডুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এছাড়াও দেখা যাবে জন আব্রাহামকে ।

Last Updated : Nov 30, 2020, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.