মুম্বই : প্রয়াত কোরিয়োগ্রাফার সরোজ খান । বুধবার রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হয়েছিল । গতকাল রাত 1টা 52 মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 71 বছর । মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর মেয়ে । প্রিয় 'মাস্টারজি'-র মৃত্যু মেনে নিতে পারেননি বলিউডের একাধিক তারকা । শোকপ্রকাশ করেছেন অনেকেই । বাদ যাননি শাহরুখ খানও । 'প্রথম প্রকৃত শিক্ষিকা'-র মৃত্যুতে মন খারাপ তাঁরও ।
ক্যারিয়ারে বলিউডের প্রথম সারির বহু তারকাকেই নাচ শিখিয়েছন সরোজ খান । বাদ যাননি শাহরুখও । যদিও শাহরুখের তাঁর থেকে নাচ শেখার অভিজ্ঞতা মোটেই আনন্দের ছিল না । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে শাহরুখ বলেন, "মনে আছে ক্যারিয়ারের শুরুর দিকে সরোজজির সঙ্গে কাজ করছিলাম । সেই সময় তিনটি শিফটে কাজ করতাম । ক্লান্ত হয়ে চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসেছিলাম । এরপর তাঁকে বলি 'সরোজজি এত কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি'। সে সময় উনি আমার গালে আলতো করে চড় মেরে বলেন, 'কখনও বলবে না যে কাজ অনেক বেশি'। কাজের জায়গায় কাজ কখনও বেশি হয় না । সৌভাগ্য যে ওই কাজের জন্য আমাকে বেছে নেওয়া হয়েছিল । তাই কোনও চাপ নেই ।"
সরোজ খানের মৃত্যুতে মন খারাপ শাহরুখের । শিক্ষিকার প্রয়াণের খবর পাওয়ার পরই সঙ্গে সঙ্গে টুইটে শোকপ্রকাশ করেন তিনি । লেখেন, "ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার প্রথম প্রকৃত শিক্ষিকা । কীভাবে গভীরে গিয়ে সিনেমার নাচ তুলতে হয় সেটা ঘণ্টার পর ঘণ্টা শিখিয়েছেন । সরোজজি আপনাকে খুব মিস করব । আপনার আত্মার শান্তি কামনা করি । আমার খেয়াল রাখার জন্য অনেক ধন্যবাদ ।"