ETV Bharat / sitara

বাবাকে 'ওল্ড ম্যান' বলে উল্লেখ ইব্রাহিমের !

একটি ছবির ক্যাপশনে সইফকে 'ওল্ড ম্যান' বলে উল্লেখ করেছিলেন ইব্রাহিম । যদিও বিষয়টিকে 'মজার' বলে উড়িয়ে দেন সইফ ।

zxc
zxc
author img

By

Published : Mar 18, 2020, 11:59 PM IST

মুম্বই : বাবা সইফ আলি খানের সঙ্গে সম্প্রতি একটি ছবি তুলেছিলেন ইব্রাহিম আলি খান । দেখলে মনে হয় সইফের কার্বোন কপি ইব্রাহিম । এদিকে সেই ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই রীতিমতো শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়ায় । সৌজন্যে ইব্রাহিমের ক্যাপশন ।

ছবিটি তোলা হয়েছে সম্ভবত কোনও হোটেল বা রেস্তরাঁর সামনে দাঁড়িয়ে । ছবির ক্যাপশনে ইব্রাহিম লেখেন, "আমি আর ওল্ড ম্যান..."। তাঁর এই ক্যাপশন দেখে সইফের পাশে দাঁড়ান একাধিক নেটিজ়েন । তাঁদের মতে, এখনও সইফের এতটা বয়স হয়নি । আর তাঁকে মোটেও বুড়ো বলে মনে হয় না ।

এ নিয়ে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন সইফ । এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এটা একটা মজার বিষয় । বুড়ো হওয়াটা আমার কাছে চিন্তার কোনও বিষয় নয় । কিন্তু, আমি যতটা সম্ভব ফিট থাকার চেষ্টা করি । তবে আমাকে একবারের জন্যও বয়স্ক বলে মনে হয় না ।" আর সইফের এই বক্তব্যকে সঠিক প্রমাণ করে দিয়েছে 'জাওয়ানি জানেমন' ছবিটি । ছবিতে তাঁকে একবারের জন্যও বয়স্ক বলে মনে হয়নি ।

তবে সারা আলি খানের মতো কি এবার সিনেমায় দেখা যাবে ইব্রাহিমকেও । এর উত্তরে সইফ বলেন, "তাকে আমি লঞ্চ করব কি না সেটা জানি না । সিনেমা এখন তার জন্য একটা ভালো ক্যারিয়ার অপশন । তবে অন্য চাকরির থেকে ইব্রাহিমের অবশ্য সিনেমার প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে । আমাদের পরিবারের মধ্যে একমাত্র সারাই প্রথমে অন্য চাকরি শুরু করেছিল । কিন্তু, পরে সেও সিনেমায় চলে আসে ।" ইব্রাহিম অভিনয়ে আসবেন কি না সেটা অবশ্য বলে দেবে সময় ।

কাজের দিক থেকে শেষবার 'জাওয়ানি জানেমন' ছবিতে অভিনয় করেছিলেন সইফ । সেখানে তাঁর অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের । এছাড়া 'দিল বেচারা' ও 'বান্টি অউর বাবলি 2' ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।

মুম্বই : বাবা সইফ আলি খানের সঙ্গে সম্প্রতি একটি ছবি তুলেছিলেন ইব্রাহিম আলি খান । দেখলে মনে হয় সইফের কার্বোন কপি ইব্রাহিম । এদিকে সেই ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই রীতিমতো শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়ায় । সৌজন্যে ইব্রাহিমের ক্যাপশন ।

ছবিটি তোলা হয়েছে সম্ভবত কোনও হোটেল বা রেস্তরাঁর সামনে দাঁড়িয়ে । ছবির ক্যাপশনে ইব্রাহিম লেখেন, "আমি আর ওল্ড ম্যান..."। তাঁর এই ক্যাপশন দেখে সইফের পাশে দাঁড়ান একাধিক নেটিজ়েন । তাঁদের মতে, এখনও সইফের এতটা বয়স হয়নি । আর তাঁকে মোটেও বুড়ো বলে মনে হয় না ।

এ নিয়ে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন সইফ । এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এটা একটা মজার বিষয় । বুড়ো হওয়াটা আমার কাছে চিন্তার কোনও বিষয় নয় । কিন্তু, আমি যতটা সম্ভব ফিট থাকার চেষ্টা করি । তবে আমাকে একবারের জন্যও বয়স্ক বলে মনে হয় না ।" আর সইফের এই বক্তব্যকে সঠিক প্রমাণ করে দিয়েছে 'জাওয়ানি জানেমন' ছবিটি । ছবিতে তাঁকে একবারের জন্যও বয়স্ক বলে মনে হয়নি ।

তবে সারা আলি খানের মতো কি এবার সিনেমায় দেখা যাবে ইব্রাহিমকেও । এর উত্তরে সইফ বলেন, "তাকে আমি লঞ্চ করব কি না সেটা জানি না । সিনেমা এখন তার জন্য একটা ভালো ক্যারিয়ার অপশন । তবে অন্য চাকরির থেকে ইব্রাহিমের অবশ্য সিনেমার প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে । আমাদের পরিবারের মধ্যে একমাত্র সারাই প্রথমে অন্য চাকরি শুরু করেছিল । কিন্তু, পরে সেও সিনেমায় চলে আসে ।" ইব্রাহিম অভিনয়ে আসবেন কি না সেটা অবশ্য বলে দেবে সময় ।

কাজের দিক থেকে শেষবার 'জাওয়ানি জানেমন' ছবিতে অভিনয় করেছিলেন সইফ । সেখানে তাঁর অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের । এছাড়া 'দিল বেচারা' ও 'বান্টি অউর বাবলি 2' ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.