ETV Bharat / sitara

"দুঃখ পেও না, তোমরাও পারবে", পাকিস্তানি ক্রিকেটপ্রেমীকে রণবীর - পাকিস্তান

রবিরাবের ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে উত্তেজনার অন্ত ছিল না দুই দেশের মানুষের মধ্যে। খেলার নিয়মে একটি দল জেতে আর একটি দল হারে। ভারত জিতেছে আর পাকিস্তান হেরেছে। তবে এই হারে যেন মন ভেঙে না যায় পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের, উপদেশ দিলেন রণবীর।

রণবীর সিং
author img

By

Published : Jun 18, 2019, 4:59 PM IST

লন্ডন : ম্যানচেস্টারের মাঠে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে সোশাল মিডিয়ায় এক বাজ় তৈরি করেছিলেন রণবীর সিং। এবার সামনে এসেছে আর একটি ভিডিয়ো, যেখানে তিনি জড়িয়ে ধরেছেন এক পাকিস্তানি ক্রিকেটপ্রেমীকে। ভিডিয়োয় দেখা গেল সেই ব্যক্তিকে রণবীর উপদেশ দিচ্ছেন, যাতে ভারতের কাছে হেরে গিয়ে তাঁদের মন না ভাঙে।

রণবীরকে বলতে শোনা গেল, "সবার জন্য আর একটা সুযোগ অপেক্ষা করে আছে। দুঃখ পেও না। তোমরা ভালো খেলেছ। তোমাদের ক্রিকেটাররা প্রতিশ্রুতিবদ্ধ, প্রফেশনাল এবং তোমরা ঠিক পারবে।"

রণবীরকে জড়িয়ে থাকা সেই ফ্যানের নাম আতিফ নওয়াজ়। রণবীরের এই ব্যবহারে তিনিও নিজের সোশাল মিডিয়ায় টুইট করে লিখেছেন, "ভারতীয় ফ্যানেরা ভালো, ধন্যবাদ রণবীর।"

লন্ডন : ম্যানচেস্টারের মাঠে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে সোশাল মিডিয়ায় এক বাজ় তৈরি করেছিলেন রণবীর সিং। এবার সামনে এসেছে আর একটি ভিডিয়ো, যেখানে তিনি জড়িয়ে ধরেছেন এক পাকিস্তানি ক্রিকেটপ্রেমীকে। ভিডিয়োয় দেখা গেল সেই ব্যক্তিকে রণবীর উপদেশ দিচ্ছেন, যাতে ভারতের কাছে হেরে গিয়ে তাঁদের মন না ভাঙে।

রণবীরকে বলতে শোনা গেল, "সবার জন্য আর একটা সুযোগ অপেক্ষা করে আছে। দুঃখ পেও না। তোমরা ভালো খেলেছ। তোমাদের ক্রিকেটাররা প্রতিশ্রুতিবদ্ধ, প্রফেশনাল এবং তোমরা ঠিক পারবে।"

রণবীরকে জড়িয়ে থাকা সেই ফ্যানের নাম আতিফ নওয়াজ়। রণবীরের এই ব্যবহারে তিনিও নিজের সোশাল মিডিয়ায় টুইট করে লিখেছেন, "ভারতীয় ফ্যানেরা ভালো, ধন্যবাদ রণবীর।"

Intro:Body:

"দুঃখ পেও না, তোমরাও পারবে", পাকিস্তানি ক্রিকেট ফ্য়ানকে রণবীর



রবিরাবের ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে উত্তেজনার অন্ত ছিল না এই দুই দেশের মানুষের মধ্যে।  খেলার নিয়মে একটি দল জেতে আর একটি দল হারে। ভারত জিতেছে আর পাকিস্তান হেরেছে। তবে এই হারে যেন মন ভেঙে না যায় পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের, উপদেশ দিলেন রণবীর।



লন্ডন : ম্যানচেস্টারের মাঠে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে সোশাল মিডিয়ায় এক বাজ় তৈরি করেছিলেন রণবীর সিং। এবার সামনে এসেছে আর একটি ভিডিয়ো, যেখানে তিনি জড়িয়ে ধরেছেন এক পাকিস্তানি ক্রিকেটপ্রেমীকে। ভিডিয়োয় দেখা গেল, ভারতের কাছে হেরে গিয়ে যেন পাকিস্তানিদের মন না ভাঙে সেই নিয়ে তাঁকে উপদেশ দিচ্ছেন রণবীর।



রণবীরকে বলতে দেখা গেল, "সবার জন্য আর একটা সুযোগ অপেক্ষা করে আছে। দুঃখ পেও না। তোমরা ভালো খেলেছ। তোমাদের ক্রিকেটাররা প্রতিশ্রুতিবদ্ধ, প্রফেশনাল এবং তোমরা ঠিক পারবে।"



রণবীরকে জড়িয়ে থাকা সেই ফ্যানের নাম আতিফ নওয়াজ়। রণবীরের এই ব্যবহারে তিনিও নিজের সোশাল মিডিয়ায় টুইট করে লিখেছেন, "ভারতীয় ফ্যানেরা ভালো, ধন্যবাদ রণবীর।"






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.