মুম্বই : রামানন্দ সাগরের 'রামায়ণ'-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল লাহিড়ি । আর সেখানে সীতার চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা চিকলিয়া । যদিও ওই ধারাবাহিকের আগেও দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সুনীল । আর সেখানে তাঁর প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে ।
'রামায়ণ'-এর আগে 'বিক্রম অউর বেতাল' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন সুনীল ও দীপিকা । সম্প্রতি ইনস্টাগ্রামে 'বিক্রম অউর বেতাল'-এর একটি পুরোনো ছবি শেয়ার করেন সুনীল । সেখানে সুনীলের পাশাপাশি দেখা গিয়েছে দীপিকাকেও । সুনীলের হাতের উপর মুখ রেখে বসে আসেন তিনি । ছবির ক্যাপশনে সুনীল লেখেন, "রামায়ণের আগেও আমি ও দীপিকাজি একসঙ্গে অন্য একটি ধারাবাহিকে কাজ করেছিলাম"।
![sdf](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/94449571_256778398796792_2231590701104024812_n_2704newsroom_1587982614_324.jpg)
লকডাউনের মধ্যে দর্শকদের আনন্দ দিতে ফের টেলিভিশনে দেখানো হচ্ছে রামানন্দ সাগরের 'রামায়ণ'। আর এই মুহূর্তেও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিকটি ।
সোশাল মিডিয়ায় ধারাবাহিকের পুরোনো দিনের ছবিও শেয়ার করছেন তারকারা । ধারাবাহিকটি টেলিভিশনে দেখানোর সঙ্গে সঙ্গেই নস্টালজিক হয়ে পড়েন কলাকুশলীরা । আর সেই কারণে মাঝে মধ্যেই একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করছেন তাঁরা ।
কিছুদিন আগে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সঙ্গে তোলা 'রামায়ণ' টিমের একটি ছবি শেয়ার করেন দীপিকা । এই ধারাবাহিক সম্পর্কে দীপিকা বলেন, "খুব অন্যরকমভাবে তৈরি করা হয়েছিল 'রামায়ণ'। আমরা সবাই মন থেকে তৈরি করেছিলাম ধারাবাহিকটি । এমনকী, পরিচালকও বলেছিলেন, এই ধারাবাহিক আমরা তৈরি করিনি । এগুলি উপর থেকেই তৈরি হয়ে এসেছে ।"