মুম্বই : অল্পবয়সী শ্রীদেবীর সঙ্গে জাহ্নবী কাপুরের মুখের অনেক মিল রয়েছে । মায়ের সঙ্গে মেয়ের মিল খোঁজা সবসময় স্বাস্থ্যকর না হলেও, কিছু মিল তো চোখে পড়েই যায় । তার উপর জাহ্নবীর রেট্রো লুক ! মনে হল যেন মর্ত্যে ফিরে এসেছেন শ্রীদেবী ।
জাহ্নবীর নতুন সাজ দেখে মনেই হবে না তিনি এই যুগের অভিনেত্রী । পরনে শাড়ি, টানা টানা আইলাইনার, হালকা লিপস্টিক, ঝড়নার মতো বেয়ে আসা লম্বা চুল...সব মিলিয়ে এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী ।
বেশ কয়েকটি ছবি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, "মনে হচ্ছে একদিনের জন্য 1950 সালে রয়েছি আর ভীষণ উপভোগ করছি ।" এরই মধ্যে এই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় । প্রায় পাঁচ লক্ষের কাছে লাইক পড়েছে ইনস্টাগ্রামে ।
দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">