ETV Bharat / sitara

ওয়াহিদা রহমানের জুতো বয়েছিলেন বিগ-বি !

দীলিপ কুমার ও ওয়াহিদা রহমানকে নিজের জীবনের আইডল বলে মানেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন । ওয়াহিদা রহমানের সঙ্গে কর্মজীবনের অনেক কথা শেয়ার করলেন তিনি ।

ওয়াহিদা রহমানের জুতো বয়েছিলেন বিগ-বি
author img

By

Published : Sep 5, 2019, 7:10 PM IST

মুম্বই : ভক্তরা প্রায়শই নিজেদের পছন্দের তারকাদের পুজো করেন । তবে কোনও নায়ককে কখনও কারও পুজো করতে দেখেছেন ? হ্যাঁ, একসময়ের কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমানকে নিজের আইডল হিসেবে মানেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ।

বিগ বি বলেন, "রেশমা অর শেরা ছবিতে প্রথমবার তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাই । এমন একটা সিকোয়েন্সের শুটিং চলছিল, যেখানে সুনীল দত্ত ও ওয়াহিদাজি'কে খালি পায়ে বালির উপর বসে থাকতে হয়েছিল । অতিরিক্ত গরমের কারণে জুতো পরেই বালির উপর দাঁড়ানো যাচ্ছিল না । কিন্তু ওয়াহিদাজি খালি পায়েই এই চরম পরিস্থিতিতে শুট করে যাচ্ছিলেন, যা দেখে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম । তাই পরিচালক একটা করে টেক নেওয়ার পর ব্রেক বলার সঙ্গে সঙ্গেই সময় নষ্ট না করে আমি ওয়াহিদাজি'র জন্য জুতোগুলো নিয়ে তাঁর কাছে ছুটে যেতাম । আমার কাছে এই মুহূর্ত কতটা স্পেশাল ছিল তা বোঝাতে পারব না ।" পরে 'ত্রিশূল', 'আদালত', 'নমক হালাল' ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা ।

দীলিপ কুমার ও ওয়াহিদা রহমানকে নিজের জীবনের দু'জন উপাস্য ব্যক্তি মনে করেন অমিতাভ । তিনি বলেন, "আমার জীবনে দু'জন উপাস্য ব্যক্তি রয়েছে- দীলিপ কুমার ও ওয়াহিদা রহমান । ওয়াহিদা রহমান আমার কাছে এখনও দেখা সবচেয়ে সুন্দরী মহিলা । তিনি শুধু একজন দুর্দান্ত অভিনেত্রীই নন, একজন মহান মানুষও । আমার কাছে ওয়াহিদাজি ভারতীয় মহিলার এক নিখুঁত উদাহরণ । বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান ভাষায় প্রকাশ করার নয় ।"

একটি রিয়্যালিটি শো'তে ওয়াহিদা রহমান ও আশা পারেখের সঙ্গে লাইভ ভিডিয়ো কল চলাকালীন বিগ-বি আরও একটি আকর্ষণীয় সত্য প্রকাশ করেন । তিনি জানান, তিনটি আলাদা ছবিতে তাঁর নিজের, তাঁর স্ত্রী জয়া বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা রহমান । তিনি বলেন, "ওয়াহিদাজি সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি শেয়ার করতে চাই । তিনি আমার পরিবারের তিনজনের সঙ্গেই কাজ করেছেন । তিনটি ছবিতেই তিনি আমাদের তিনজনের মায়ের চরিত্রে ছিলেন । 1973 সালে ফাগুন ছবিতে তিনি আমার স্ত্রীর মায়ের চরিত্রে ছিলেন । 2002-তে ওম জয় জগদীশ ছবিতে তিনি অভিষেকের মায়ের চরিত্রে ছিলেন এবং 1978 সালে তিনি ত্রিশূল ছবিতে আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ।"

বিগ-বি'র এই কথা শুনে হেসে ফেলেন ওয়াহিদা । তিনি বলেন, "একই সঙ্গে আনন্দ ও অদ্ভূত অনুভব করছি । এইভাবে চলতে থাকলে অভিষেকের সন্তানের মায়ের বা ঠাকুমার চরিত্রেও অভিনয় করব কখনও ।"

মুম্বই : ভক্তরা প্রায়শই নিজেদের পছন্দের তারকাদের পুজো করেন । তবে কোনও নায়ককে কখনও কারও পুজো করতে দেখেছেন ? হ্যাঁ, একসময়ের কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমানকে নিজের আইডল হিসেবে মানেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ।

বিগ বি বলেন, "রেশমা অর শেরা ছবিতে প্রথমবার তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাই । এমন একটা সিকোয়েন্সের শুটিং চলছিল, যেখানে সুনীল দত্ত ও ওয়াহিদাজি'কে খালি পায়ে বালির উপর বসে থাকতে হয়েছিল । অতিরিক্ত গরমের কারণে জুতো পরেই বালির উপর দাঁড়ানো যাচ্ছিল না । কিন্তু ওয়াহিদাজি খালি পায়েই এই চরম পরিস্থিতিতে শুট করে যাচ্ছিলেন, যা দেখে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম । তাই পরিচালক একটা করে টেক নেওয়ার পর ব্রেক বলার সঙ্গে সঙ্গেই সময় নষ্ট না করে আমি ওয়াহিদাজি'র জন্য জুতোগুলো নিয়ে তাঁর কাছে ছুটে যেতাম । আমার কাছে এই মুহূর্ত কতটা স্পেশাল ছিল তা বোঝাতে পারব না ।" পরে 'ত্রিশূল', 'আদালত', 'নমক হালাল' ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা ।

দীলিপ কুমার ও ওয়াহিদা রহমানকে নিজের জীবনের দু'জন উপাস্য ব্যক্তি মনে করেন অমিতাভ । তিনি বলেন, "আমার জীবনে দু'জন উপাস্য ব্যক্তি রয়েছে- দীলিপ কুমার ও ওয়াহিদা রহমান । ওয়াহিদা রহমান আমার কাছে এখনও দেখা সবচেয়ে সুন্দরী মহিলা । তিনি শুধু একজন দুর্দান্ত অভিনেত্রীই নন, একজন মহান মানুষও । আমার কাছে ওয়াহিদাজি ভারতীয় মহিলার এক নিখুঁত উদাহরণ । বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান ভাষায় প্রকাশ করার নয় ।"

একটি রিয়্যালিটি শো'তে ওয়াহিদা রহমান ও আশা পারেখের সঙ্গে লাইভ ভিডিয়ো কল চলাকালীন বিগ-বি আরও একটি আকর্ষণীয় সত্য প্রকাশ করেন । তিনি জানান, তিনটি আলাদা ছবিতে তাঁর নিজের, তাঁর স্ত্রী জয়া বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা রহমান । তিনি বলেন, "ওয়াহিদাজি সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি শেয়ার করতে চাই । তিনি আমার পরিবারের তিনজনের সঙ্গেই কাজ করেছেন । তিনটি ছবিতেই তিনি আমাদের তিনজনের মায়ের চরিত্রে ছিলেন । 1973 সালে ফাগুন ছবিতে তিনি আমার স্ত্রীর মায়ের চরিত্রে ছিলেন । 2002-তে ওম জয় জগদীশ ছবিতে তিনি অভিষেকের মায়ের চরিত্রে ছিলেন এবং 1978 সালে তিনি ত্রিশূল ছবিতে আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ।"

বিগ-বি'র এই কথা শুনে হেসে ফেলেন ওয়াহিদা । তিনি বলেন, "একই সঙ্গে আনন্দ ও অদ্ভূত অনুভব করছি । এইভাবে চলতে থাকলে অভিষেকের সন্তানের মায়ের বা ঠাকুমার চরিত্রেও অভিনয় করব কখনও ।"

Intro:Body:

amitabh bachchan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.