মুম্বই : সে অনেক বছর আগের কথা । অভিষেক ও শ্বেতা তখন খুবই ছোটো । পরিবারের সঙ্গে নেদারল্যান্ড ঘুরতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন । যেখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় টিউলিপ বাগান, কেউকেনহোফ । সেখানে ঘুরতে গিয়েছিলেন তাঁরা । বিভিন্ন রঙের টিউলিপ দেখে মন ভরে গিয়েছিল তাঁদের । আর সেই টিউলিপের একটি ঝোঁপে পড়ে গিয়েছিল ছোট্ট অভিষেক । তাঁকে নাকি সেখানে খুঁজেই পাওয়া যাচ্ছিল না । প্রায় হারিয়েই যাচ্ছিলেন । বাড়িতে বসে এখন সেই সব স্মৃতিচারণাই করছেন অমিতাভ ।
কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে জারি লকডাউন । এই সময় বাড়িতেই সময় কাটছে তারকাদের । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । বাদ যাননি অমিতাভও । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি । আর স্মৃতির সরণি বেয়ে ফিরে যাচ্ছেন পুরোনো দিনগুলিতে ।
-
T 3524 - We are all living in ‘hortus conclusus’ .. wandering about within ourselves .. in our ‘enclosed garden’ .. BUT .. Keukenhof , the most beautiful open garden is different .. such fond memories of Jaya Abhishek and Shweta in these heavenly spaces .. pic.twitter.com/FQnbc7mEcq
— Amitabh Bachchan (@SrBachchan) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">T 3524 - We are all living in ‘hortus conclusus’ .. wandering about within ourselves .. in our ‘enclosed garden’ .. BUT .. Keukenhof , the most beautiful open garden is different .. such fond memories of Jaya Abhishek and Shweta in these heavenly spaces .. pic.twitter.com/FQnbc7mEcq
— Amitabh Bachchan (@SrBachchan) May 7, 2020T 3524 - We are all living in ‘hortus conclusus’ .. wandering about within ourselves .. in our ‘enclosed garden’ .. BUT .. Keukenhof , the most beautiful open garden is different .. such fond memories of Jaya Abhishek and Shweta in these heavenly spaces .. pic.twitter.com/FQnbc7mEcq
— Amitabh Bachchan (@SrBachchan) May 7, 2020
সম্প্রতি সোশাল মিডিয়ায় টিউলিপ বাগানের বেশ কিছু ছবি শেয়ার করেন অমিতাভ। ছবির ক্যাপশনে ছোট্ট অভিষেকের ওই বাগানে হারিয়ে যাওয়ার গল্প শেয়ার করেন । এছাড়া ওই ছবির মাধ্যমে আমাদের বর্তমান পরিস্থিতিও তুলে ধরতে চেয়েছেন তিনি ।
-
T 3523 - Pics ! pic.twitter.com/Zmnjd9VYGj
— Amitabh Bachchan (@SrBachchan) May 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">T 3523 - Pics ! pic.twitter.com/Zmnjd9VYGj
— Amitabh Bachchan (@SrBachchan) May 6, 2020T 3523 - Pics ! pic.twitter.com/Zmnjd9VYGj
— Amitabh Bachchan (@SrBachchan) May 6, 2020
মেয়ে শ্বেতা ও নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে এখন মুম্বইতে রয়েছেন অমিতাভ । আর জয়া রয়েছেন দিল্লিতে । সম্প্রতি নিউ ইয়র্কের একটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করছেন নভ্যা । তার একাধিক ছবি শেয়ার করে ফ্যানদের সেই খবর দেন অমিতাভ । লেখেন, "আমরা ঠিক করেছিলাম যে নিউ ইয়র্কে গিয়ে তার গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানে যোগ দেব । কিন্তু, কোরোনা ভাইরাসের জেরে তা সম্ভব হচ্ছে না । তাই বাড়িতে বসেই এই আনন্দের দিনটি পালন করতে হল ।"