ETV Bharat / sitara

Exclusive : ETV ভারত সিতারার মুখোমুখি 'পাতাল লোক' খ্যাত ইশওয়াক - ইশওয়াক সিংয়ের খবর

এই লকডাউনে মুক্তিপ্রাপ্ত অন্যতম সেরা ওয়েব সিরিজ় 'পাতাল লোক'। আমরা নয়, একথা দর্শকই বলছেন । অনুষ্কা শর্মার প্রযোজনায় তৈরি এই ওয়েব সিরিজ় নিয়ে সকলেই আলোচনা করছেন এখন । সিরিজ়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইশওয়াক সিং । দিল্লির এই তরুণ বিগত বেশ কয়েক বছর কাজ করেছেন থিয়েটার শিল্পী হিসেবে । সিনেমা ও ওয়েব সিরিজে়ও কাজ করছেন সমান তালে । ETV ভারত সিতারার সঙ্গে খোলামেলা আড্ডায় ইশওয়াক শেয়ার করলেন তাঁর 'পাতাল লোক' -এর অভিজ্ঞতা।

Ishwak Singh latest news
Ishwak Singh latest news
author img

By

Published : May 20, 2020, 11:49 PM IST

Updated : May 21, 2020, 12:34 AM IST

ETV ভারত সিতারা : 'পাতাল লোক'এর এই সাফল্যে কতটা খুশি ?

ইশওয়াক সিং : খুব খুশি । খুব ভালো লাগছে যে মানুষের ভালো লাগছে আমাদের কাজ ।

ETV : এরকম সাফল্য আশা করেছিলেন ?

ইশওয়াক : কাজ করতে এসে বুঝি, যে এটা খুব স্পেশাল একটা কাজ হতে চলেছে । স্ক্রিপ্ট খুব ভালো । একজন অভিনেতা হিসেবে অনেক কাজ করেছিলাম স্টেজে । আমি খুব খুঁটিয়ে চিত্রনাট্য পড়ি । অনেক স্ক্রিপ্ট আমি ডাউনলোড করে পড়ি । অস্কার পেয়েছে, সেরকম স্ক্রিপ্টও পড়েছি । 'পাতাল লোক'এর স্ক্রিপ্ট পড়ি যখন, মনে হয়, এটা খুব অন্যরকম । তবে যতক্ষণ না জিনিসটা তৈরি হয়, বোঝাই যায় না, যে কীরকম কাজ হয়েছে । সিরিজ়ের নির্মাতারা অসাধারণ । এখানে কোনও কিছু চাপিয়ে দেওয়া হয়নি । কোথাও খুব সিরিয়াস, কোথাও হাসিও পাবে । খুব রিয়েল মুহূর্তে তুলে ধরা হয়েছে । এরকম কাজ খুব কম হয়, যেখানে সোসাইটির সবকটি স্তরকে তুলে ধরা হয় । আমি জানতাম যে সবার পছন্দ হবে । কিন্তু এই মাত্রায় পছন্দ হবে সত্যিই আশা করিনি ।

ETV : কীভাবে অডিশন হল ?

ইশওয়াক : এই ইন্ডাস্ট্রিতে ছোটো থেকে ছোটো চরিত্রে অভিনয় করতে গেলে অডিশন দিতে হয় । 5 মিনিটের রোলের জন্যেও হয় । আনসারির মতো এরকম একটা রোলের জন্যে তো প্রচুর অডিশন হয়েছে । মুম্বইতে থাকলে এমনিতেই কাস্টিং ডিরেক্টরদের ডেটাবেসে থাকা যায় । আর কারও যদি কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে তো কথাই নেই । আমার বেশ লম্বা অডিশন হয়েছে । আমাকে ওরা এমনি ফোন করে ডাকে । ভালো অডিশন হয়েছিল ।

Ishwak Singh latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ETV : আনসারি চরিত্রটি তো একজন পুলিশের, যে IPS অফিসার হতে চায় । পুলিশের পোশাক পরে কেমন লেগেছিল ?

ইশওয়াক : অনেকধরনের প্রস্তুতি নিতে হয়েছে । আউটার যমুনা পার্ক ও আউটার ডিসট্রিক্ট পুলিশ স্টেশনের মতো পুলিশ স্টেশনে সময় কাটাই । সেখানে অনেক বন্ধু হয়ে গেছে । রোজ সকালে 8 টায় যেতাম আর রাত 8 টায় ফিরতাম । পুলিশদের সঙ্গে অনেক কথা বলেছি । ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা হত । সেখান থেকেই মাইন্ডসেট তৈরি হয়েছিল । আনসারি চরিত্রটা খুব নিম্নভাষী । সেটা কেন ? ওর বেড়ে ওঠার জন্য নাকি যে পজ়িশনে কাজ করে, সেই জন্য ? এভাবেই তো তৈরি হয় একটা চরিত্র । আমি স্টেজেও এই ধরনের চরিত্র করেছি, আর্মি অফিসার করেছি ।

ETV : আপনি তাহলে থিয়েটারের ছেলে ?

ইশওয়াক : হ্যাঁ । আমি আপনার শহর কলকাতাতেও পারফর্ম করেছি । 3 টে প্লে করেছি সেখানে । 2010 সালে থিয়েটারে আসি । 2018 পর্যন্ত সক্রিয় থিয়েটার করেছি । প্রতি মাসে 2-3 টে নাটক করেছি । অস্মিতা থিয়েটার গ্রুপের অংশ ছিলাম ।

ETV : ওয়েব সিরিজ়ে কি থিয়েটারের আর্টিস্টরা বেশি কাজ করছেন ?

ইশওয়াক : থিয়েটার ট্র্যাডিশনালভাবে ট্রেনিং দেয় । অ্যাক্টিং স্কুল অন্যভাবে শেখায় । আমি আর্কিটেকচার পড়ছিলাম । খেলাধূলাও করতাম । স্কিল কীভাবে রপ্ত করতে হয়, মোটামুটি জানতাম । অভিনয়ের বেসিক স্কিলটা রপ্ত করতে চেয়েছিলাম । সেটা ট্র্যাডিশনালভাবে করতে চেয়েছিলাম । একটা ট্র্যাডিশনাল থিয়েটার গ্রুপের অংশ হতে চেয়েছিলাম । প্রথমে দলের ছোটো ছোটো কাজ করি । তারপর আসল দলের অংশ হই । বাইরে শো করতে যাই । তবে ভালো খারাপ পারফর্মার সব জায়গাতেই আছে । থিয়েটারেও এমন মানুষ আছেন, যাঁরা ততটাও ভালো নন । অন্যদিকে যাঁর প্রশিক্ষণ নেই, তিনি হয়তো খুব ভালো পারফর্মার । তবে প্যাশন থাকতেই হবে । এমন পরিবেশ বেছে নিতে হবে, যেখানে শেখার সুযোগ পাওয়া যাবে ।

Ishwak Singh latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ETV : 'পাতাল লোক'-এর সেটে অনুষ্কা শর্মা আসতেন ? দেখা হয়েছে ?

ইশওয়াক : 6 মাস ধরে শুটিং চলেছে । আমার যেভাবে শুটিং হয়েছে , তাতে ওঁর সঙ্গে দেখা হয়নি । প্রযোজকরা তো সেটে আসেন না । তাঁদের হয়ে আসেন EP-রা । ওঁর ভাইয়ের সঙ্গে অনেকবার দেখা হয়েছে ।

ETV : 6 মাসের সেই শুটিং মিস করছেন এখন ?

ইশওয়াক : সব সময় মিস করি । আমরা খুব এনজয় করেছিলাম একসঙ্গে । তবে একটানা শুটিং হয়নি । মাঝে মাঝে গ্যাপ ছিল । আমাদের সবার কথা হয় এখন । এখন খুব নস্টালজিক হয়ে পড়ছি, কারণ রিলিজ় করার পর মানুষ খুব পোস্ট করছে । প্রত্যেকটা সিন এখন অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে । মনে পড়ে যাচ্ছে কীভাবে শুটিংগুলো হয়েছিল ।

ETV : 'হাতিরাম চৌধুরী'র মানে জয়দীপ অহলয়াতের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ?

ইশওয়াক : 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এ ওঁর কাজ আমার ভালো লেগেছিল । আমি খুব মিস করি । ওঁর সঙ্গে এমন কিছু দিন আছে, যেগুলো আমার কাছে খুব স্পেশাল । এই নিয়ে আমাদের কথা হয়েছে । তিনিও থিয়েটারের মানুষ । আমাদের একটা বন্ডিং আছে । মিউচুয়াল রেসপেক্ট আছে একে অপরের প্রতি । আমাদের বন্ডিং অনস্ক্রিনেও প্রতিফলিত হয়েছে ।

Ishwak Singh latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ETV : আনসারির চরিত্রটা কি অন্য কোনও চরিত্রের সুযোগ করে দিল ?

ইশওয়াক : সোশাল মিডিয়াতে অনেক ফিল্মমেকাররা কথা বলছেন এটা নিয়ে । আনসারির কথাও তাঁরা বলছেন । এটা ভালো লক্ষণ । ভালো কাজ করলে, এই ইন্ডাস্ট্রি স্বাগত জানায় । অনুরাগ কাশ্যপ, হনসল মেহতার মতো ব্যক্তিরা প্রশংসা করেছেন ।

ETV : কার প্রশংসা মন ছুঁয়ে গেল ?

ইশওয়াক : ওরকমভাবে আমি কারও নাম নিতে চাই না । অনুরাগ কাশ্যপ ও হনসল মেহতা এমন কিছু লিখেছেন, যেটা আমার মন ছুঁয়ে গেছে ।

Ishwak Singh latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ETV : আনসারির চরিত্রটা সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসে । সংলাপেই আছে, সে যখন IPS হতে যাচ্ছে, এক উচ্চপদস্থ মহিলা বলছেন, "ইয়ে আচ্ছা হ্যা, উনকে কমিউনিটি সে ভি লগ রাহে হ্যাঁ ।"

ইশওয়াক : একটা চরিত্র করার সময় ভাবতে হয়, সেটার ভিতরে কী আছে । এই চরিত্রটা কিন্তু ভাবে তাকে মার্জিনালাইজ় করা হচ্ছে । তখন নিজেকে প্রশ্ন করতে হয় । আমাদের সমাজে অনেকগুলো বিষয় আছে, কাস্ট, ক্লাস, সেক্সচুয়ালিটি, জেন্ডার... USAতে গিয়ে আমি নিজে এটা ফেস করেছি । মনে হয়েছে আমি বাইরের লোক । আনসারির ক্ষেত্রেও তাই হয়েছে । এখানে অনেক হিউম্যান ইমোশন থাকে ।

ETV : আবার কবে কলকাতায় আসছেন ?

ইশওয়াক : আমি তো আসতে চাই তাড়াতাড়ি । কারণ, আমার বাঙালি রান্না খুব ভালো লাগে । মিষ্টি, মাছ, ভাত...সব ।

ETV ভারত সিতারা : 'পাতাল লোক'এর এই সাফল্যে কতটা খুশি ?

ইশওয়াক সিং : খুব খুশি । খুব ভালো লাগছে যে মানুষের ভালো লাগছে আমাদের কাজ ।

ETV : এরকম সাফল্য আশা করেছিলেন ?

ইশওয়াক : কাজ করতে এসে বুঝি, যে এটা খুব স্পেশাল একটা কাজ হতে চলেছে । স্ক্রিপ্ট খুব ভালো । একজন অভিনেতা হিসেবে অনেক কাজ করেছিলাম স্টেজে । আমি খুব খুঁটিয়ে চিত্রনাট্য পড়ি । অনেক স্ক্রিপ্ট আমি ডাউনলোড করে পড়ি । অস্কার পেয়েছে, সেরকম স্ক্রিপ্টও পড়েছি । 'পাতাল লোক'এর স্ক্রিপ্ট পড়ি যখন, মনে হয়, এটা খুব অন্যরকম । তবে যতক্ষণ না জিনিসটা তৈরি হয়, বোঝাই যায় না, যে কীরকম কাজ হয়েছে । সিরিজ়ের নির্মাতারা অসাধারণ । এখানে কোনও কিছু চাপিয়ে দেওয়া হয়নি । কোথাও খুব সিরিয়াস, কোথাও হাসিও পাবে । খুব রিয়েল মুহূর্তে তুলে ধরা হয়েছে । এরকম কাজ খুব কম হয়, যেখানে সোসাইটির সবকটি স্তরকে তুলে ধরা হয় । আমি জানতাম যে সবার পছন্দ হবে । কিন্তু এই মাত্রায় পছন্দ হবে সত্যিই আশা করিনি ।

ETV : কীভাবে অডিশন হল ?

ইশওয়াক : এই ইন্ডাস্ট্রিতে ছোটো থেকে ছোটো চরিত্রে অভিনয় করতে গেলে অডিশন দিতে হয় । 5 মিনিটের রোলের জন্যেও হয় । আনসারির মতো এরকম একটা রোলের জন্যে তো প্রচুর অডিশন হয়েছে । মুম্বইতে থাকলে এমনিতেই কাস্টিং ডিরেক্টরদের ডেটাবেসে থাকা যায় । আর কারও যদি কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে তো কথাই নেই । আমার বেশ লম্বা অডিশন হয়েছে । আমাকে ওরা এমনি ফোন করে ডাকে । ভালো অডিশন হয়েছিল ।

Ishwak Singh latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ETV : আনসারি চরিত্রটি তো একজন পুলিশের, যে IPS অফিসার হতে চায় । পুলিশের পোশাক পরে কেমন লেগেছিল ?

ইশওয়াক : অনেকধরনের প্রস্তুতি নিতে হয়েছে । আউটার যমুনা পার্ক ও আউটার ডিসট্রিক্ট পুলিশ স্টেশনের মতো পুলিশ স্টেশনে সময় কাটাই । সেখানে অনেক বন্ধু হয়ে গেছে । রোজ সকালে 8 টায় যেতাম আর রাত 8 টায় ফিরতাম । পুলিশদের সঙ্গে অনেক কথা বলেছি । ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা হত । সেখান থেকেই মাইন্ডসেট তৈরি হয়েছিল । আনসারি চরিত্রটা খুব নিম্নভাষী । সেটা কেন ? ওর বেড়ে ওঠার জন্য নাকি যে পজ়িশনে কাজ করে, সেই জন্য ? এভাবেই তো তৈরি হয় একটা চরিত্র । আমি স্টেজেও এই ধরনের চরিত্র করেছি, আর্মি অফিসার করেছি ।

ETV : আপনি তাহলে থিয়েটারের ছেলে ?

ইশওয়াক : হ্যাঁ । আমি আপনার শহর কলকাতাতেও পারফর্ম করেছি । 3 টে প্লে করেছি সেখানে । 2010 সালে থিয়েটারে আসি । 2018 পর্যন্ত সক্রিয় থিয়েটার করেছি । প্রতি মাসে 2-3 টে নাটক করেছি । অস্মিতা থিয়েটার গ্রুপের অংশ ছিলাম ।

ETV : ওয়েব সিরিজ়ে কি থিয়েটারের আর্টিস্টরা বেশি কাজ করছেন ?

ইশওয়াক : থিয়েটার ট্র্যাডিশনালভাবে ট্রেনিং দেয় । অ্যাক্টিং স্কুল অন্যভাবে শেখায় । আমি আর্কিটেকচার পড়ছিলাম । খেলাধূলাও করতাম । স্কিল কীভাবে রপ্ত করতে হয়, মোটামুটি জানতাম । অভিনয়ের বেসিক স্কিলটা রপ্ত করতে চেয়েছিলাম । সেটা ট্র্যাডিশনালভাবে করতে চেয়েছিলাম । একটা ট্র্যাডিশনাল থিয়েটার গ্রুপের অংশ হতে চেয়েছিলাম । প্রথমে দলের ছোটো ছোটো কাজ করি । তারপর আসল দলের অংশ হই । বাইরে শো করতে যাই । তবে ভালো খারাপ পারফর্মার সব জায়গাতেই আছে । থিয়েটারেও এমন মানুষ আছেন, যাঁরা ততটাও ভালো নন । অন্যদিকে যাঁর প্রশিক্ষণ নেই, তিনি হয়তো খুব ভালো পারফর্মার । তবে প্যাশন থাকতেই হবে । এমন পরিবেশ বেছে নিতে হবে, যেখানে শেখার সুযোগ পাওয়া যাবে ।

Ishwak Singh latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ETV : 'পাতাল লোক'-এর সেটে অনুষ্কা শর্মা আসতেন ? দেখা হয়েছে ?

ইশওয়াক : 6 মাস ধরে শুটিং চলেছে । আমার যেভাবে শুটিং হয়েছে , তাতে ওঁর সঙ্গে দেখা হয়নি । প্রযোজকরা তো সেটে আসেন না । তাঁদের হয়ে আসেন EP-রা । ওঁর ভাইয়ের সঙ্গে অনেকবার দেখা হয়েছে ।

ETV : 6 মাসের সেই শুটিং মিস করছেন এখন ?

ইশওয়াক : সব সময় মিস করি । আমরা খুব এনজয় করেছিলাম একসঙ্গে । তবে একটানা শুটিং হয়নি । মাঝে মাঝে গ্যাপ ছিল । আমাদের সবার কথা হয় এখন । এখন খুব নস্টালজিক হয়ে পড়ছি, কারণ রিলিজ় করার পর মানুষ খুব পোস্ট করছে । প্রত্যেকটা সিন এখন অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে । মনে পড়ে যাচ্ছে কীভাবে শুটিংগুলো হয়েছিল ।

ETV : 'হাতিরাম চৌধুরী'র মানে জয়দীপ অহলয়াতের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ?

ইশওয়াক : 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এ ওঁর কাজ আমার ভালো লেগেছিল । আমি খুব মিস করি । ওঁর সঙ্গে এমন কিছু দিন আছে, যেগুলো আমার কাছে খুব স্পেশাল । এই নিয়ে আমাদের কথা হয়েছে । তিনিও থিয়েটারের মানুষ । আমাদের একটা বন্ডিং আছে । মিউচুয়াল রেসপেক্ট আছে একে অপরের প্রতি । আমাদের বন্ডিং অনস্ক্রিনেও প্রতিফলিত হয়েছে ।

Ishwak Singh latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ETV : আনসারির চরিত্রটা কি অন্য কোনও চরিত্রের সুযোগ করে দিল ?

ইশওয়াক : সোশাল মিডিয়াতে অনেক ফিল্মমেকাররা কথা বলছেন এটা নিয়ে । আনসারির কথাও তাঁরা বলছেন । এটা ভালো লক্ষণ । ভালো কাজ করলে, এই ইন্ডাস্ট্রি স্বাগত জানায় । অনুরাগ কাশ্যপ, হনসল মেহতার মতো ব্যক্তিরা প্রশংসা করেছেন ।

ETV : কার প্রশংসা মন ছুঁয়ে গেল ?

ইশওয়াক : ওরকমভাবে আমি কারও নাম নিতে চাই না । অনুরাগ কাশ্যপ ও হনসল মেহতা এমন কিছু লিখেছেন, যেটা আমার মন ছুঁয়ে গেছে ।

Ishwak Singh latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

ETV : আনসারির চরিত্রটা সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসে । সংলাপেই আছে, সে যখন IPS হতে যাচ্ছে, এক উচ্চপদস্থ মহিলা বলছেন, "ইয়ে আচ্ছা হ্যা, উনকে কমিউনিটি সে ভি লগ রাহে হ্যাঁ ।"

ইশওয়াক : একটা চরিত্র করার সময় ভাবতে হয়, সেটার ভিতরে কী আছে । এই চরিত্রটা কিন্তু ভাবে তাকে মার্জিনালাইজ় করা হচ্ছে । তখন নিজেকে প্রশ্ন করতে হয় । আমাদের সমাজে অনেকগুলো বিষয় আছে, কাস্ট, ক্লাস, সেক্সচুয়ালিটি, জেন্ডার... USAতে গিয়ে আমি নিজে এটা ফেস করেছি । মনে হয়েছে আমি বাইরের লোক । আনসারির ক্ষেত্রেও তাই হয়েছে । এখানে অনেক হিউম্যান ইমোশন থাকে ।

ETV : আবার কবে কলকাতায় আসছেন ?

ইশওয়াক : আমি তো আসতে চাই তাড়াতাড়ি । কারণ, আমার বাঙালি রান্না খুব ভালো লাগে । মিষ্টি, মাছ, ভাত...সব ।

Last Updated : May 21, 2020, 12:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.