ETV Bharat / sitara

অস্কারে মনোনীত ভারতীয় ছবি 'গালি বয়' - Aparna Sen

আগামী 9 ফেব্রুয়ারি থেকে অ্যামেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে অস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠান। ভারত থেকে মনোনীত ছবি হিসেবে যাচ্ছে জ়োয়া আখতারের 'গালি বয়'।

Gully Boy Oscar
author img

By

Published : Sep 21, 2019, 7:09 PM IST

Updated : Sep 25, 2019, 6:22 PM IST

কলকাতা : অস্কার নিয়ে সারা পৃথিবী জুড়ে উন্মাদনা কাজ করে। অস্কার একটা বেঞ্চমার্ক চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য। জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়' সেই পুরস্কার পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

অস্কার প্রেস মিটে...

দেশ জুড়ে 28 টি ছবিকে প্রাথমিক ভাবে মনোনয়ন করা হয়েছিল। এর মধ্যে একটি ছবিকে বাদ দেওয়া হয় সাবটাইটেল না দেওয়ার জন্য। যে 27 টি ছবি পড়ে থাকে তার মধ্য়ে মারাঠি, হিন্দি, মালয়লম,আসামিজ়, তেলুগু, গুজরাটি,বাংলা ছবি ছিল। বাংলা থেকে যে তিনটে ছবি প্রাথমিক ভাবে মনোনীত হয়েছিল তার মধ্যে ছিল 'কণ্ঠ', 'তারিখ' ও 'নগরকীর্তন'। কিন্তু, এই তিনটির মধ্যে একটিও চূড়ান্ত তিনে স্থান পায়নি বলে শোনা যায়।

Gully Boy Oscar
মনোনয়নের সেই প্রাথমিক তালিকা

ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আজ কলকাতার এক পাঁচতারা হোটেলে ভারতীয় অস্কার কমিটি 'গালি বয়' মনোনয়নের ঘোষণা করে। বোন জ়োয়া আখতারের এই সাফল্যের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ফারহান আখতারও...

কলকাতা : অস্কার নিয়ে সারা পৃথিবী জুড়ে উন্মাদনা কাজ করে। অস্কার একটা বেঞ্চমার্ক চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য। জ়োয়া আখতার পরিচালিত 'গালি বয়' সেই পুরস্কার পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

অস্কার প্রেস মিটে...

দেশ জুড়ে 28 টি ছবিকে প্রাথমিক ভাবে মনোনয়ন করা হয়েছিল। এর মধ্যে একটি ছবিকে বাদ দেওয়া হয় সাবটাইটেল না দেওয়ার জন্য। যে 27 টি ছবি পড়ে থাকে তার মধ্য়ে মারাঠি, হিন্দি, মালয়লম,আসামিজ়, তেলুগু, গুজরাটি,বাংলা ছবি ছিল। বাংলা থেকে যে তিনটে ছবি প্রাথমিক ভাবে মনোনীত হয়েছিল তার মধ্যে ছিল 'কণ্ঠ', 'তারিখ' ও 'নগরকীর্তন'। কিন্তু, এই তিনটির মধ্যে একটিও চূড়ান্ত তিনে স্থান পায়নি বলে শোনা যায়।

Gully Boy Oscar
মনোনয়নের সেই প্রাথমিক তালিকা

ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আজ কলকাতার এক পাঁচতারা হোটেলে ভারতীয় অস্কার কমিটি 'গালি বয়' মনোনয়নের ঘোষণা করে। বোন জ়োয়া আখতারের এই সাফল্যের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ফারহান আখতারও...

Intro:অমিত চক্রবর্তী কলকাতা: আগামী 9 ফেব্রুয়ারি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার অনুষ্ঠিত হচ্ছে অস্কার পুরস্কার এর অনুষ্ঠান। দেশ-বিদেশ থেকে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়ে অস্কার পাওয়ার দৌড়ে ছুটে চলেছে। ভারত থেকে কোন ছবি অস্কারে যাবে সেটা নিয়ে তৈরি হয়েছিল চূড়ান্ত উন্মাদনা। কারণ সারা দেশ জুড়ে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছিল ২৮ টি ছবি যার মধ্যে থেকে একটি গুজরাটি ছবি বাদ যায় সাবটাইটেল না দেওয়ার জন্য। অন্য যে 27 টি ছবি ছিল তার মধ্যে ছিল মারাঠি, হিন্দি,মালায়লাম, আসামিস, তেলেগু, গুজরাটি, সিকিমের ও বাংলা। বাংলা থেকে যে তিনটি ছবি প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিল সেগুলি হল কন্ঠ, তারিখ ও নগর কীর্তন। কিন্তু দুর্ভাগ্যবশত ভাবে তিনটি বাংলা ছবির মধ্যে একটি চূড়ান্ত তিনে জায়গা পায়নি। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া তরফ থেকে আজ দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে ভারতীয় অস্কার কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান অপর্ণা সেন সহ বাকি জুড়ি মেম্বারদের উপস্থিতিতে গালি বয় কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Sep 25, 2019, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.