কলকাতা : 2012 সালে সুজয় ঘোষ পরিচালিত ছবি 'কাহানি'-র একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল বব বিশ্বাস । তবে সেই পার্শ্ব চরিত্রের সামান্য উপস্থিতি দর্শকের মনে এমন দাগ কেটেছিল যে, এবার ববকে নিয়েই আস্ত ফিচার ফিল্ম তৈরি করছেন সুজয়ের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ । ববের ভূমিকায় অভিষেক বচ্চন । কলকাতার টলিগঞ্জ এলাকায় তপন সিনহা হাসপাতালে চলছে শুটিং ।
অনেক সকাল থেকেই শুরু হয়েছে শুটিংয়ের আয়োজন । হাসপাতালের একটা ফ্লোর জুড়ে চলছে শুটিং । কড়া নিরাপত্তার মধ্যে শুটিং হচ্ছে, মাছি গলারও উপায় নেই । হাসপাতালের এক কর্মী আমাদের জানান, "ইনডোর শুটিং চলছে । কেউ হুট করে যেতে পারছে না । বন্ধ করে দেওয়া হয়েছে সবদিক ।"
অন্যদিকে সুজয় ঘোষের টিম থেকে একজন আমাদের জানান, "আজ প্রথম দিনের শুটিং, তাই সকলে খুবই ব্যস্ত রয়েছে ।"
অভিষেক বচ্চন নিজেও তাঁর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রথম দিনের শুটিংয়ের কিছু মুহূর্ত । ববের সেই সিগনেচার চশমা আর ফোনের ছবি দিয়েছেন অভিনেতা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'কাহানি' ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চ্যাটার্জি । তাঁর জায়গায় অভিষেককে কাস্ট করা হয়েছে দেখে অসন্তুষ্ট হয়েছিলেন নেটিজেনদের একাংশ । শাশ্বত যেই জায়গায় নিয়ে গেছিলেন চরিত্রটিকে, সেখানে কি পৌঁছতে পারবেন অভিষেক ? প্রশ্ন উঠছিল বারবার । তবে শাশ্বত জানান যে, তাঁর করা চরিত্র যে অভিষেক বচ্চন করছেন সেটা এক গর্বের বিষয় । তিনি বলেছিলেন, "আমি যা করার করে দিয়েছি, এবার পরীক্ষা অভিষেকের ।"