ETV Bharat / sitara

তপন সিনহা হাসপাতালে শুরু 'বব বিশ্বাস'-এর শুটিং - Abhishek Bachchan in Kolkata

শুরু হল 'বব বিশ্বাস'-এর শুটিং । কলকাতার তপন সিনহা হাসপাতালে চলছে শুটিং ।

Abhishek Bachchan in Kolkata
Abhishek Bachchan in Kolkata
author img

By

Published : Jan 24, 2020, 3:28 PM IST

কলকাতা : 2012 সালে সুজয় ঘোষ পরিচালিত ছবি 'কাহানি'-র একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল বব বিশ্বাস । তবে সেই পার্শ্ব চরিত্রের সামান্য উপস্থিতি দর্শকের মনে এমন দাগ কেটেছিল যে, এবার ববকে নিয়েই আস্ত ফিচার ফিল্ম তৈরি করছেন সুজয়ের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ । ববের ভূমিকায় অভিষেক বচ্চন । কলকাতার টলিগঞ্জ এলাকায় তপন সিনহা হাসপাতালে চলছে শুটিং ।

অনেক সকাল থেকেই শুরু হয়েছে শুটিংয়ের আয়োজন । হাসপাতালের একটা ফ্লোর জুড়ে চলছে শুটিং । কড়া নিরাপত্তার মধ্যে শুটিং হচ্ছে, মাছি গলারও উপায় নেই । হাসপাতালের এক কর্মী আমাদের জানান, "ইনডোর শুটিং চলছে । কেউ হুট করে যেতে পারছে না । বন্ধ করে দেওয়া হয়েছে সবদিক ।"

অন্যদিকে সুজয় ঘোষের টিম থেকে একজন আমাদের জানান, "আজ প্রথম দিনের শুটিং, তাই সকলে খুবই ব্যস্ত রয়েছে ।"

অভিষেক বচ্চন নিজেও তাঁর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রথম দিনের শুটিংয়ের কিছু মুহূর্ত । ববের সেই সিগনেচার চশমা আর ফোনের ছবি দিয়েছেন অভিনেতা ।

'কাহানি' ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চ্যাটার্জি । তাঁর জায়গায় অভিষেককে কাস্ট করা হয়েছে দেখে অসন্তুষ্ট হয়েছিলেন নেটিজেনদের একাংশ । শাশ্বত যেই জায়গায় নিয়ে গেছিলেন চরিত্রটিকে, সেখানে কি পৌঁছতে পারবেন অভিষেক ? প্রশ্ন উঠছিল বারবার । তবে শাশ্বত জানান যে, তাঁর করা চরিত্র যে অভিষেক বচ্চন করছেন সেটা এক গর্বের বিষয় । তিনি বলেছিলেন, "আমি যা করার করে দিয়েছি, এবার পরীক্ষা অভিষেকের ।"

কলকাতা : 2012 সালে সুজয় ঘোষ পরিচালিত ছবি 'কাহানি'-র একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল বব বিশ্বাস । তবে সেই পার্শ্ব চরিত্রের সামান্য উপস্থিতি দর্শকের মনে এমন দাগ কেটেছিল যে, এবার ববকে নিয়েই আস্ত ফিচার ফিল্ম তৈরি করছেন সুজয়ের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ । ববের ভূমিকায় অভিষেক বচ্চন । কলকাতার টলিগঞ্জ এলাকায় তপন সিনহা হাসপাতালে চলছে শুটিং ।

অনেক সকাল থেকেই শুরু হয়েছে শুটিংয়ের আয়োজন । হাসপাতালের একটা ফ্লোর জুড়ে চলছে শুটিং । কড়া নিরাপত্তার মধ্যে শুটিং হচ্ছে, মাছি গলারও উপায় নেই । হাসপাতালের এক কর্মী আমাদের জানান, "ইনডোর শুটিং চলছে । কেউ হুট করে যেতে পারছে না । বন্ধ করে দেওয়া হয়েছে সবদিক ।"

অন্যদিকে সুজয় ঘোষের টিম থেকে একজন আমাদের জানান, "আজ প্রথম দিনের শুটিং, তাই সকলে খুবই ব্যস্ত রয়েছে ।"

অভিষেক বচ্চন নিজেও তাঁর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রথম দিনের শুটিংয়ের কিছু মুহূর্ত । ববের সেই সিগনেচার চশমা আর ফোনের ছবি দিয়েছেন অভিনেতা ।

'কাহানি' ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চ্যাটার্জি । তাঁর জায়গায় অভিষেককে কাস্ট করা হয়েছে দেখে অসন্তুষ্ট হয়েছিলেন নেটিজেনদের একাংশ । শাশ্বত যেই জায়গায় নিয়ে গেছিলেন চরিত্রটিকে, সেখানে কি পৌঁছতে পারবেন অভিষেক ? প্রশ্ন উঠছিল বারবার । তবে শাশ্বত জানান যে, তাঁর করা চরিত্র যে অভিষেক বচ্চন করছেন সেটা এক গর্বের বিষয় । তিনি বলেছিলেন, "আমি যা করার করে দিয়েছি, এবার পরীক্ষা অভিষেকের ।"

Intro:কলকাতা বরাবরই বলিউডের কাছে প্রিয় শুটিং লোকেশন। কিছুদিন আগে অজয় দেবগন এসেছিলেন 'ময়দান' ছবির শুটিংয়ের জন্য। তারপর 'লাল সিং চাড্ডা'র জন্য এলেন আমির খান। ঝুলন গোস্বামী বায়োপিকের জন্য কলকাতার ইডেন গার্ডেন্স ঘুরে গেলেন অনুষ্কা শর্মাও। এবার 'মামার বাড়ি' শহর কলকাতায় এলেন জুনিয়র বচ্চন। সুজয় ঘোষের মেয়ে দিয়ার ছবি 'বব বিশ্বাস'এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চন।


Body:আজ প্রথম দিনের শুটিং শুরু হয়েছে 'বব বিশ্বাস'এর। অনেক সকাল থেকে শুরু হয়েছে শুটিংয়ের তোড়জোড়। শুটিং চলছে টলিগঞ্জ এলাকার তপন সিনহা হাসপাতালে। সেখানে ইনডোর শুটিং চলছে ফ্লোর জুড়ে। খুবই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে মাছিও বলতে না পারে। তপন সিনহা হাসপাতালের কর্মীরাও বিষয়টি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। অভিষেক বচ্চনকে কে না পছন্দ করেন! তাঁরাই জানিয়েছেন, "ইনডোর শুটিং চলছে। কেউ হুট করে যেতে পারছে না। বন্ধ করে দেওয়া হয়েছে সব দিক।"

অন্যদিকে সুজয় ঘোষের টিমের এক সহকারি ETV ভারত সিতারাকে বলেন, "আজ প্রথম দিনের শুটিং হচ্ছে বব বিশ্বাসের। প্রথম দিন বলে খুবই ব্যস্ত রয়েছে সকলে।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.