ETV Bharat / sitara

হাসিমুখে কোরোনা পরীক্ষা করান, পরামর্শ ক্যাটরিনার - ক্যাটরিনা কাইফের খবর

শুটিং শুরু করার আগে কোরোনা পরীক্ষা করালেন ক্যাটরিনা কাইফ এবং সেটা উইথ অ্যা স্মাইল । সোয়াব টেস্টের সময় ক্যাটরিনার টিমের তরফ থেকে এই পরামর্শই দেওয়া হল তাঁকে আর তা অক্ষরে অক্ষরে মেনে পরীক্ষা করালেন অভিনেত্রী ।

katrina kaif starts shooting
katrina kaif starts shooting
author img

By

Published : Nov 22, 2020, 7:17 PM IST

মুম্বই : সেফটি ফার্স্ট । বাড়ির বাইরে বেরোলেই এই মন্ত্র মেনে চলছেন বিশ্ববাসী । সব কাজই করতে হবে, তবে তার আগে যাবতীয় সতর্কবিধি মেনে । ক্য়াটরিনা কাইফ তাঁর নতুন প্রজেক্ট শুরু করার আগে কোরোনা পরীক্ষা করিয়ে নিলেন ।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন ক্যাটরিনা । ডাক্তার তাঁর সোয়াব পরীক্ষা করছেন সেই ভিডিয়োতে । প্রথমটায় একটু ঘাবড়ে গেছিলেন ক্যাট, তাঁর টিম থেকে তখন সাহস যোগাতে বলা হল হাসিমুখে পরীক্ষা করাতে, তাহলেই সব ঠিক হয়ে যাবে । শুনে হেসে ফেললেন অভিনেত্রী ।

আর সেই পরামর্শটিই নিজের সোশাল মিডিয়া পোস্টে শেয়ার করেছেন ক্যাটরিনা । লিখেছেন, "শুটের আগে পরীক্ষা তো করাতেই হবে । সেফটি ফার্স্ট । আর ড্যানির তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ, সবসময় হাসিমুখে থাক ।"

ক্যাটরিনা কোন প্রজেক্টের শুটিং শুরু করছেন সেটা জানা যায়নি যদিও । তবে তাঁকে সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টরের সঙ্গে 'ফোন ভূত' ছবিতে দেখা যাবে ।

মুম্বই : সেফটি ফার্স্ট । বাড়ির বাইরে বেরোলেই এই মন্ত্র মেনে চলছেন বিশ্ববাসী । সব কাজই করতে হবে, তবে তার আগে যাবতীয় সতর্কবিধি মেনে । ক্য়াটরিনা কাইফ তাঁর নতুন প্রজেক্ট শুরু করার আগে কোরোনা পরীক্ষা করিয়ে নিলেন ।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন ক্যাটরিনা । ডাক্তার তাঁর সোয়াব পরীক্ষা করছেন সেই ভিডিয়োতে । প্রথমটায় একটু ঘাবড়ে গেছিলেন ক্যাট, তাঁর টিম থেকে তখন সাহস যোগাতে বলা হল হাসিমুখে পরীক্ষা করাতে, তাহলেই সব ঠিক হয়ে যাবে । শুনে হেসে ফেললেন অভিনেত্রী ।

আর সেই পরামর্শটিই নিজের সোশাল মিডিয়া পোস্টে শেয়ার করেছেন ক্যাটরিনা । লিখেছেন, "শুটের আগে পরীক্ষা তো করাতেই হবে । সেফটি ফার্স্ট । আর ড্যানির তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ, সবসময় হাসিমুখে থাক ।"

ক্যাটরিনা কোন প্রজেক্টের শুটিং শুরু করছেন সেটা জানা যায়নি যদিও । তবে তাঁকে সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টরের সঙ্গে 'ফোন ভূত' ছবিতে দেখা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.