মুম্বই : সাজিদ-ওয়াজিদ একটা জুটি । দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে একের পর এক সুপারহিট গান দিয়েছেন বলিউডকে । কিন্তু হঠাৎই যেন ছন্দপতন । মাত্র 42 বছর বয়সে মারা গেলেন ওয়াজিদ খান । আর সেই সঙ্গে যেন সাজিদের হৃদয়ের একটা অংশও নিল বিদায় ।
IANS-কে সাজিদ বলেন, "সময়টা আমাদের জন্য খুব কঠিন । ওয়াজিদ খুব বড় মনের মানুষ ছিল । আমরা যেটা সবথেকে বেশি মনে রাখব, সেটা হল ওঁর হাসি । জীবন আর শিল্পের প্রতি ওঁর যা দর্শন ছিল সেই দিয়েই আমরা গানগুলো সৃষ্টি করতাম, গানে প্রাণপ্রতিষ্ঠা করতাম ।"
সাজিদ আরও বলেন, "ওঁর যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের একটা অংশও চলে গেছে । তবে আমার ভাই একজন লেজেন্ড ছিল । আর লেজেন্ডদের মৃত্যু হয় না ।"
সালটা 1998 । সলমান খানের হাত ধরেই বলিউডে পা রাখেন সাজিদ-ওয়াজিদ । 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবিতে এই জনপ্রিয় জুটিকে কাজের সুযোগ করে দিয়েছিলেন সলমান । প্রথম ছবিতেই বাজিমাত করেন তাঁরা ।
তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সাজিদ-ওয়াজিদকে । এরপর সলমানের 'হ্যালো ব্রাদার', 'মুঝসে শাদি করোগি', 'তেরে নাম', 'পার্টনার', 'ওয়ান্টেড' সহ 'দাবাং'-এর প্রতিটা ইনস্টমেন্টের মিউজ়িক কম্পোজ় করেছেন তাঁরা ।