ETV Bharat / sitara

Kuttey : "কুত্তে"র টিজ়ার বিশাল ভরদ্বাজের ইন্সটাগ্রামে, বছর শেষে শুটিং শুরু - Vishal Bhardwaj's Instagram

একাধিক তারকা নিয়ে থ্রিলার তৈরি করছেন বিশাল ভরদ্বাজ ৷ ছবির পরিচালক ছেলে আসমান ভরদ্বাজ ৷ এটাই আসমানের প্রথম পরিচালনা ৷

কুত্তের পোস্টার
কুত্তের পোস্টার
author img

By

Published : Aug 25, 2021, 12:51 PM IST

মুম্বই, 25 অগস্ট : আসছে "কুত্তে" (Kuttey) ৷ এটাই বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) আগামী সিনেমার নাম ৷ অর্জুন কাপুর, কঙ্কনা সেনশর্মা, নাসিরুদ্দিন শাহ, তাবু এবং রাধিকা মদন অভিনীত তারকা-বহুল এই সিনেমার কথা সোমবার ঘোষণা করেন বিশাল ভরদ্বাজ ৷ পরিচালক লব রঞ্জনের (Luv Ranjan) সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমাটি তৈরি হচ্ছে ৷ বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ (Aasmaan Bhardwaj) ছবির পরিচালক ৷ এটি তাঁর পরিচালিত প্রথম সিনেমা ৷ বিশাল ভরদ্বাজ সিনেমাটির টিজ়ার (teaser) পোস্ট করেছেন তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে (Instagram) ৷

আরও পড়ুন : Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

নাচে-গানে ভরপুর থ্রিলারটির চিত্রনাট্য লিখেছেন বিশাল ও তাঁর ছেলে আসমান ৷ এখনও ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে ৷ 2021-এর শেষে শুটিং শুরু হবে ৷ আসমান এনওয়াইসি-র ভিজুয়াল আর্টস স্কুল থেকে চলচ্চিত্র নির্মাণের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ৷ এর আগে "7 খুন মাফ" (7 Khoon Maaf), "মাত্রু কি বিজলি কা মান্দোলা" (Matru Ki Bijlee Ka Mandola) এবং "পটাখা" (Pataakha) সিনেমায় তাঁর বিখ্যাত বাবাকে সাহায্য করেছেন তিনি ৷

বিশাল ভরদ্বাজের কাছে এই ছবি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সিনেমা তিনি ও তাঁর ছেলে একসঙ্গে নির্মাণ করছেন ৷ বিশাল বলেন, "পরিচালক এই সিনেমাটি নিয়ে ঠিক কী করবেন, তা দেখার জন্য অস্থির হয়ে আছি আমি ৷ এই প্রথম লব ফিল্মস এবং বিশাল ভরদ্বাজ ফিল্মস একসঙ্গে কাজ করছে ৷ সিনেমা তৈরির ক্ষেত্রে লবের সাহসিকতা আর অভিজ্ঞ বাণিজ্যিক চিন্তাভাবনায় আমি মুগ্ধ ৷ এই যৌথ উদ্যোগ নিয়েও আমি খুবই উত্তেজিত ৷"

মুম্বই, 25 অগস্ট : আসছে "কুত্তে" (Kuttey) ৷ এটাই বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) আগামী সিনেমার নাম ৷ অর্জুন কাপুর, কঙ্কনা সেনশর্মা, নাসিরুদ্দিন শাহ, তাবু এবং রাধিকা মদন অভিনীত তারকা-বহুল এই সিনেমার কথা সোমবার ঘোষণা করেন বিশাল ভরদ্বাজ ৷ পরিচালক লব রঞ্জনের (Luv Ranjan) সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমাটি তৈরি হচ্ছে ৷ বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ (Aasmaan Bhardwaj) ছবির পরিচালক ৷ এটি তাঁর পরিচালিত প্রথম সিনেমা ৷ বিশাল ভরদ্বাজ সিনেমাটির টিজ়ার (teaser) পোস্ট করেছেন তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে (Instagram) ৷

আরও পড়ুন : Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

নাচে-গানে ভরপুর থ্রিলারটির চিত্রনাট্য লিখেছেন বিশাল ও তাঁর ছেলে আসমান ৷ এখনও ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে ৷ 2021-এর শেষে শুটিং শুরু হবে ৷ আসমান এনওয়াইসি-র ভিজুয়াল আর্টস স্কুল থেকে চলচ্চিত্র নির্মাণের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ৷ এর আগে "7 খুন মাফ" (7 Khoon Maaf), "মাত্রু কি বিজলি কা মান্দোলা" (Matru Ki Bijlee Ka Mandola) এবং "পটাখা" (Pataakha) সিনেমায় তাঁর বিখ্যাত বাবাকে সাহায্য করেছেন তিনি ৷

বিশাল ভরদ্বাজের কাছে এই ছবি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সিনেমা তিনি ও তাঁর ছেলে একসঙ্গে নির্মাণ করছেন ৷ বিশাল বলেন, "পরিচালক এই সিনেমাটি নিয়ে ঠিক কী করবেন, তা দেখার জন্য অস্থির হয়ে আছি আমি ৷ এই প্রথম লব ফিল্মস এবং বিশাল ভরদ্বাজ ফিল্মস একসঙ্গে কাজ করছে ৷ সিনেমা তৈরির ক্ষেত্রে লবের সাহসিকতা আর অভিজ্ঞ বাণিজ্যিক চিন্তাভাবনায় আমি মুগ্ধ ৷ এই যৌথ উদ্যোগ নিয়েও আমি খুবই উত্তেজিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.