ETV Bharat / sitara

সলমানকে পিছনে ফেলে ফোর্বসের তালিকায় শীর্ষে বিরাট

বার্ষিক আয়ের বিচারে 100 জন তারকার তালিকা প্রকাশ করল ফোর্বস ইন্ডিয়া । এই তালিকায় সলমান খানকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন বিরাট কোহলি । দ্বিতীয় স্থানে অক্ষয় কুমার ।

fg
f
author img

By

Published : Dec 19, 2019, 6:29 PM IST

Updated : Dec 19, 2019, 6:41 PM IST

মুম্বই : কয়েক বছর ধরেই বার্ষিক আয়ের বিচারে ফোর্বসের তালিকার শীর্ষে ছিলেন আমির খান, সলমান খান ও শাহরুখ খান । তিন বছর ধরে তালিকায় শীর্ষস্থান দখল করে ছিলেন সলমান । কিন্তু, এবছর তাঁকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি । তাঁর বার্ষিক আয় 252.72 কোটি টাকা । তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সলমান ।

সম্প্রতি 2019 সালের 100 জন সেলেব্রিটির তালিকা প্রকাশ করেছে ফোর্বস । তারকাদের বার্ষিক আয়ের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয় । আর বার্ষিক 252.72 কোটি টাকা আয়ের জন্য এবছর এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি । তালিকায় রয়েছেন অক্ষয় কুমার ও সলমান খান ।

অক্ষয় কুমারের বার্ষিক আয় 293.25 কোটি টাকা । গত বছরের থেকে প্রায় 58.51 শতাংশ বেশি । তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি । তৃতীয় স্থানে রয়েছেন সলমান । তাঁর বার্ষিক আয় 229.25 কোটি টাকা ।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন ও এম এস ধোনি । তাঁদের বার্ষিক আয় যথাক্রমে 239.25 ও 135.93 কোটি টাকা । তাঁদের ঠিক নিচেই রয়েছেন শাহরুখ খান ও রণবীর সিং । বছরে 124.38 কোটি টাকা আয় করে এই তালিকায় ফিরে এসেছেন কিং খান । আর রণবীরের আয় 118.2 কোটি টাকা ।

আয়ের দিক থেকে পিছিয়ে নেই অভিনেত্রীরাও । অষ্টম স্থানে আলিয়া ভাট ও দশম স্থানে রয়েছেন দীপিকা পাডুকোন । আলিয়ার বার্ষিক আয় 59.21 কোটি ও দীপিকার 48 কোটি টাকা । আর বার্ষিক 76.96 কোটি টাকা আয় করে তালিকায় নবম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর ।

সেরা 10-এর মধ্যে না থাকলেও পিছিয়ে নেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা । ওই ইন্ডাস্ট্রির মোট 13 জন তারকা রয়েছেন এই তালিকায় । এমনকী, গতবছরের তুলনায় তাঁদের বার্ষিক আয়ের পরিমাণও 12.57 শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে ।

তালিকায় 100 জনের মধ্যে বেশিরভাগই পুরুষ । মহিলাদের সংখ্যা খুবই কম । আর সেখান থেকেই আরও একবার লিঙ্গবৈষম্যের বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে বলে জানিয়েছেন ফোর্বস ইন্ডিয়ার এডিটর ব্রায়ান কারভালহো । বলেন, "ক্রিকেটে মহিলাদের থেকে পুরুষদের অন্তত 6.5 কোটি টাকা বেশি দেওয়া হয় । কিন্তু, পারফরমেন্সের দিক থেকে মহিলা ও পুরুষের মধ্যে কোনও পার্থক্যই থাকে না ।"

মুম্বই : কয়েক বছর ধরেই বার্ষিক আয়ের বিচারে ফোর্বসের তালিকার শীর্ষে ছিলেন আমির খান, সলমান খান ও শাহরুখ খান । তিন বছর ধরে তালিকায় শীর্ষস্থান দখল করে ছিলেন সলমান । কিন্তু, এবছর তাঁকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি । তাঁর বার্ষিক আয় 252.72 কোটি টাকা । তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সলমান ।

সম্প্রতি 2019 সালের 100 জন সেলেব্রিটির তালিকা প্রকাশ করেছে ফোর্বস । তারকাদের বার্ষিক আয়ের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয় । আর বার্ষিক 252.72 কোটি টাকা আয়ের জন্য এবছর এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি । তালিকায় রয়েছেন অক্ষয় কুমার ও সলমান খান ।

অক্ষয় কুমারের বার্ষিক আয় 293.25 কোটি টাকা । গত বছরের থেকে প্রায় 58.51 শতাংশ বেশি । তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি । তৃতীয় স্থানে রয়েছেন সলমান । তাঁর বার্ষিক আয় 229.25 কোটি টাকা ।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন ও এম এস ধোনি । তাঁদের বার্ষিক আয় যথাক্রমে 239.25 ও 135.93 কোটি টাকা । তাঁদের ঠিক নিচেই রয়েছেন শাহরুখ খান ও রণবীর সিং । বছরে 124.38 কোটি টাকা আয় করে এই তালিকায় ফিরে এসেছেন কিং খান । আর রণবীরের আয় 118.2 কোটি টাকা ।

আয়ের দিক থেকে পিছিয়ে নেই অভিনেত্রীরাও । অষ্টম স্থানে আলিয়া ভাট ও দশম স্থানে রয়েছেন দীপিকা পাডুকোন । আলিয়ার বার্ষিক আয় 59.21 কোটি ও দীপিকার 48 কোটি টাকা । আর বার্ষিক 76.96 কোটি টাকা আয় করে তালিকায় নবম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর ।

সেরা 10-এর মধ্যে না থাকলেও পিছিয়ে নেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা । ওই ইন্ডাস্ট্রির মোট 13 জন তারকা রয়েছেন এই তালিকায় । এমনকী, গতবছরের তুলনায় তাঁদের বার্ষিক আয়ের পরিমাণও 12.57 শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে ।

তালিকায় 100 জনের মধ্যে বেশিরভাগই পুরুষ । মহিলাদের সংখ্যা খুবই কম । আর সেখান থেকেই আরও একবার লিঙ্গবৈষম্যের বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে বলে জানিয়েছেন ফোর্বস ইন্ডিয়ার এডিটর ব্রায়ান কারভালহো । বলেন, "ক্রিকেটে মহিলাদের থেকে পুরুষদের অন্তত 6.5 কোটি টাকা বেশি দেওয়া হয় । কিন্তু, পারফরমেন্সের দিক থেকে মহিলা ও পুরুষের মধ্যে কোনও পার্থক্যই থাকে না ।"

Intro:Body:Conclusion:
Last Updated : Dec 19, 2019, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.