দুবাই : আজ 32 বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি । এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) জন্য দুবাইতে রয়েছেন তিনি । তবে সেখানে রয়েছেন বলে জন্মদিন পালন হবে না এটা কখনও হয় ! মধ্যরাতেই বসেছিল জন্মদিনের আসর । আর সেই পার্টিতে সামিল হয়েছিলেন অনুষ্কা শর্মাও ।
IPL-এর জন্য এই মুহূর্তে দুবাইতে রয়েছেন বিরাট । তাঁর টিম RCB-র তরফে জন্মদিন পার্টির আয়োজন করা হয় । পার্টিতে অন্য ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন অনুষ্কাও । সবার প্রথমে বিরাটকে নিজের হাতে কেক খাইয়ে দেন তিনি । এরপর তাঁকেও কেক খাইয়ে দেন বিরাট । তারপর অনুষ্কার কপালে আলতো চুম্বন করে একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা । ইন্টারনেটে এখন রীতিমতো ভাইরাল ওই মুহূর্তের ভিডিয়ো ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এছাড়া পার্টির বিভিন্ন মুহূর্তের ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় । কেক কাটার পর বিরাটের মুখে ও মাথায় কেক মাখিয়ে দেন সবাই । আর বিরাটকেও আনন্দের সঙ্গে দাঁড়িয়ে কেক মাখতে দেখা গিয়েছে । ক্রিকেট দুনিয়ার পাশাপাশি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ।
বিরুষ্কার পরিবারে আসছে নতুন সদস্য । জানুয়ারিতেই জন্ম হবে তাঁদের প্রথম সন্তানের । তাই এই অবস্থায় স্ত্রীকে কাছ ছাড়া করছেন না বিরাট । RCB-র প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছে অনুষ্কাকে । আর সেখান থেকেই বিরাটকে উৎসাহ দেন তিনি । পাশাপাশি খেলার মাঝেও স্ত্রীকে খাওয়ার কথা জিজ্ঞাসা করতে ভোলেননি বিরাটও । মাঠ থেকে ইশারায় কথা বলেছেন দু'জনে । কয়েকদিন আগে ক্যামেরাবন্দী হয়েছিল সেই মুহূর্তও ।
এই মুহূর্তে ICC-র ওয়ান’ডে ব্য়াটিংয়ে এক নম্বরে রয়েছেন বিরাট ৷ 2008 সালের অগাস্টে ওয়ান’ডে ফরম্য়াট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ এখনও পর্যন্ত 248টি ম্য়াচে 11867 রান করেছেন তিনি ৷