ETV Bharat / sitara

সঞ্জয়ের ভাইরাল ছবি দেখে চিন্তায় ফ্যানেরা, ভালো আছেন তো অভিনেতা ? - সঞ্জয় দত্তের খবর

ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত । চিকিৎসা চলছে তাঁর । একথা সবাই জানেন । তবে তাঁর একটি সাম্প্রতিক ছবি দেখে মনের জোর রাখতে পারছেন না অনুরাগীরা । কানে শোনা আর চোখে দেখা দু'টো আলাদা ব্যাপার, তাই না ? দুর্বল সঞ্জয়কে দেখে তাই উদ্বিগ্ন তাঁর ফ্যানেরা ।

Sanjay dutta health
Sanjay dutta health
author img

By

Published : Oct 4, 2020, 5:29 PM IST

মুম্বই : 11 অগাস্ট বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হন সঞ্জয় । ট্রেড অ্যানালিস্ট কোমল নাহতা জানান ফুসফুসের ক্যানসারে আক্রান্ত অভিনেতা । তারপর থেকেই অনুরাগীরা সঞ্জয়ের আরোগ্য কামনা করতে শুরু করেন । তবে তাঁর সাম্প্রতিক একটি ছবি দেখে মন ভেঙেছে নেটিজেনদের ।

ভাইরাল হওয়া সেই ছবিতে তাঁর এক মহিলা ফ্যানের সঙ্গে পোজ় দিচ্ছেন । হালকা নীল রঙের টি-শার্ট আর ব্লু ডেনিম জিন্স পরা অভিনেতার কাঁধে ঝোলানো কালো ব্যাগ । টি-শার্টের গলায় ঝোলানো চশমা ।

তবে সঞ্জয়কে দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছেন । তাঁর চোখেমুখে দুর্বলতার ছাপ স্পষ্ট । আর এই দেখেই মন ভেঙেছে নেটিজেনদের ।

কেউ লিখেছেন, "বাবাকে দেখে খুব দুর্বল লাগছে । আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ।" তো কেউ লিখেছেন, "উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ।" এরকম আরও অসংখ্য ফ্যান উদ্বেগ প্রকাশ করেছেন সঞ্জয়ের চেহারা দেখে ।

দেখে নিন সেই ভাইরাল ছবি...

Sanjay dutta health
সৌজন্যে সোশাল মিডিয়া

মুম্বই : 11 অগাস্ট বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হন সঞ্জয় । ট্রেড অ্যানালিস্ট কোমল নাহতা জানান ফুসফুসের ক্যানসারে আক্রান্ত অভিনেতা । তারপর থেকেই অনুরাগীরা সঞ্জয়ের আরোগ্য কামনা করতে শুরু করেন । তবে তাঁর সাম্প্রতিক একটি ছবি দেখে মন ভেঙেছে নেটিজেনদের ।

ভাইরাল হওয়া সেই ছবিতে তাঁর এক মহিলা ফ্যানের সঙ্গে পোজ় দিচ্ছেন । হালকা নীল রঙের টি-শার্ট আর ব্লু ডেনিম জিন্স পরা অভিনেতার কাঁধে ঝোলানো কালো ব্যাগ । টি-শার্টের গলায় ঝোলানো চশমা ।

তবে সঞ্জয়কে দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছেন । তাঁর চোখেমুখে দুর্বলতার ছাপ স্পষ্ট । আর এই দেখেই মন ভেঙেছে নেটিজেনদের ।

কেউ লিখেছেন, "বাবাকে দেখে খুব দুর্বল লাগছে । আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ।" তো কেউ লিখেছেন, "উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ।" এরকম আরও অসংখ্য ফ্যান উদ্বেগ প্রকাশ করেছেন সঞ্জয়ের চেহারা দেখে ।

দেখে নিন সেই ভাইরাল ছবি...

Sanjay dutta health
সৌজন্যে সোশাল মিডিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.