ETV Bharat / sitara

CAA বিরোধী বিক্ষোভ নিয়ে কী বললেন কৃতি-ইয়ামি ? - CAA

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ দেশের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে দেখানো হচ্ছে বিক্ষোভ । ইতিমধ্যেই এই বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছেন বলিউডের একাধিক তারকা । এবার এনিয়ে মন্তব্য করলেন কৃতি শ্যানন ও ইয়ামি গৌতম ।

gf
dgf
author img

By

Published : Dec 19, 2019, 11:22 PM IST

মুম্বই : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ দেশের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে চলছে বিক্ষোভ । এবার এনিয়ে মন্তব্য করলেন কৃতি শ্যানন ও ইয়ামি গৌতম ।

কৃতি শ্যানন বলেন, "অশান্তি কোনও কিছুর সমাধান হতে পারে না । এখন আমাদের এই বিষয়ে আলোচনা করা প্রয়োজন । মানুষের শোনা দরকার । পড়ুয়ারা প্রতিবাদ করছে, মনে করি শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার আমাদের রয়েছে । যাঁরা প্রতিবাদ বিক্ষোভ করছেন তাঁদের সরকারের সঙ্গে কথা বলা প্রয়োজন ।"

অন্যদিকে ইয়ামি গৌতম বলেন, "প্রথমে দরকার শান্তি ফিরিয়ে আনা । পড়ুয়া, পুলিশ ও যে কেউ এর সঙ্গে যুক্ত সবার উচিত আগে অশান্তি বন্ধ করা । এই সময়ে দাঁড়িয়ে শান্তি ও একতা খুবই প্রয়োজনীয় ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ গত সপ্তাহেই লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল । এরপর রাজ্যসভাতেও সেটি পাশ হয়ে যায় । তারপরই আইনে পরিণত হয় এই বিল । পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, ক্রিশ্চান, শিখ, পার্সি, জৈন ও বৌদ্ধদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে ।

এরপর সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে । রবিবার এনিয়ে সরব হয় সেখানকার পড়ুয়ারা । ঘটনাস্থানে পুলিশ পৌঁছলে তাদের লক্ষ্য করে পড়ুয়ারা ইট-পাথর ছোড়ে বলে অভিযোগ । পালটা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে । ইতিমধ্যেই পুলিশের পদক্ষেপ নিয়ে সরব হয়েছেন বি টাউনের একাধিক তারকা । তাঁদের মধ্যে হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, তাপসী পান্নু, স্বরা ভাস্কর, রাজকুমার রাও ও ভিক্রান্ত ম্যাসি অন্যতম । আর এবার মুখ খুলে সেই তালিকায় নাম লেখালেন কৃতি শ্যানন ও ইয়ামি গৌতম ।

দেখুন ভিডিয়ো

মুম্বই : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ দেশের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে চলছে বিক্ষোভ । এবার এনিয়ে মন্তব্য করলেন কৃতি শ্যানন ও ইয়ামি গৌতম ।

কৃতি শ্যানন বলেন, "অশান্তি কোনও কিছুর সমাধান হতে পারে না । এখন আমাদের এই বিষয়ে আলোচনা করা প্রয়োজন । মানুষের শোনা দরকার । পড়ুয়ারা প্রতিবাদ করছে, মনে করি শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার আমাদের রয়েছে । যাঁরা প্রতিবাদ বিক্ষোভ করছেন তাঁদের সরকারের সঙ্গে কথা বলা প্রয়োজন ।"

অন্যদিকে ইয়ামি গৌতম বলেন, "প্রথমে দরকার শান্তি ফিরিয়ে আনা । পড়ুয়া, পুলিশ ও যে কেউ এর সঙ্গে যুক্ত সবার উচিত আগে অশান্তি বন্ধ করা । এই সময়ে দাঁড়িয়ে শান্তি ও একতা খুবই প্রয়োজনীয় ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ গত সপ্তাহেই লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল । এরপর রাজ্যসভাতেও সেটি পাশ হয়ে যায় । তারপরই আইনে পরিণত হয় এই বিল । পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, ক্রিশ্চান, শিখ, পার্সি, জৈন ও বৌদ্ধদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে ।

এরপর সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে । রবিবার এনিয়ে সরব হয় সেখানকার পড়ুয়ারা । ঘটনাস্থানে পুলিশ পৌঁছলে তাদের লক্ষ্য করে পড়ুয়ারা ইট-পাথর ছোড়ে বলে অভিযোগ । পালটা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে । ইতিমধ্যেই পুলিশের পদক্ষেপ নিয়ে সরব হয়েছেন বি টাউনের একাধিক তারকা । তাঁদের মধ্যে হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, তাপসী পান্নু, স্বরা ভাস্কর, রাজকুমার রাও ও ভিক্রান্ত ম্যাসি অন্যতম । আর এবার মুখ খুলে সেই তালিকায় নাম লেখালেন কৃতি শ্যানন ও ইয়ামি গৌতম ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.